Global news24bd - গ্লোবাল নিউজ

  • Home
  • Global news24bd - গ্লোবাল নিউজ

Global news24bd - গ্লোবাল নিউজ সত্য প্রকাশের আস্থা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা চরের মাঝামাঝি যদি চীনের অর্থায়নে বড় হাসপাতাল করা যায়। তাহলে এটা কক্সবাজারের মতো পর্য...
17/04/2025

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা চরের মাঝামাঝি যদি চীনের অর্থায়নে বড় হাসপাতাল করা যায়। তাহলে এটা কক্সবাজারের মতো পর্যটোন এরিয়া হতে পারে।

সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।

12/04/2025

মার্চ ফর গাজা।

বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে মামলার আসামি গ্রেপ্তার প্রসঙ্গে........
12/04/2025

বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে মামলার আসামি গ্রেপ্তার প্রসঙ্গে........

09/04/2025

৪ কোটি মানুষ বাঁচে দিনে ১০০ টাকায়, এ কথা বলেই কাঁ'দ'লেন ড. ইউনূস

মানুষের দুঃখ ক ষ্টের কথা বলতে যাইয়া ডক্টর ইউনূস আজ কেঁ দে ফেলেছেন সবার সামনে।

এর আগে কেঁ দেছিলেন আবু সাঈদের কথা বলতে যাইয়া।

সম স্যা হলো,অন্যান্য পলিটি'শিয়া'নদের মতো উনি কা'ন্না ম্যানেজ করতে পারেন না। কথা বলতে বলতে হুট করে থেমে যান। কথাই বলতে পারেন না।

মানুষের জন্য আমাদের পলি'টিশি:য়ানরা কখনোই কা'ন্নাকা'টি করেন নাই। উনারা কা'ন্নাকা'টি করেন নিজের পরিবারের জন্য, মেট্রোরেল বা উন্নয়নের জন্য, বড় জোর নিজের দলের কর্মীদের জন্য।

দেশ কতটা উন্নতি হয়েছে, কত মানুষ খা'ইতে পারতেছে, এসব বলে গর্ব করাই রাজনীতিবিদদের প্র্যাকটিস। দা'রি'দ্র লুকাইয়া ফেলো, মানুষ মরে সাফ হয়ে যাক, নিজের সম্মান ঠিক রাখো।

এই প্রথম কোন রাষ্ট্র প্রধান বিজনেস সামিটে উইঠা চোখের পানি ফেললেন, বললেন, আমার দেশের মানুষ দ'রি/দ্র।

আসলেই তো, এরচে সরল স্বীকারোক্তি আর কী আছে?

বাটার দোকান লুট হইছে স ন্ত্রা/সের জন্য না। গরী'বের জন্য। রিয়েলিটি হলো, এই দেশের কমপ'ক্ষে ৪ কোটি মানুষের দৈনিক ইনকাম ১০০ টাকার কম।

ক্যান ইউ ইমাজিন?

অথচ ইউনূসের এসবের দরকার ছিলো না।সে তো এলিট ক্লাসের মানুষ, ভালো ভালো কথা বলে নিজের ইমেজ ঠিক রাখতে পারতো। নিজের সম্মান, গাটস ঠিক রেখে শেষ করতে পারতো।

বাট উনি সেইটা করলেন না।

নিজের আত্মস'ম্মা'নবোধও এক প্রকার বিস'র্জনই দিলেন বোধহয়, কোন উন্নয়নের গল্প শোনান নাই, মানুষ অনেক ভালো আছে টাইপের মি"থ্যা বলেন নাই, স্বজন হা'রা/নোর বেদনা করেন নাই, খালি বলেছেন, আমার দেশের মানুষ খুব গরীব।

আমি এর আগে এই লোককে কখনোই এতো আন্তরিকতার সাথে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে ওউন করতে দেখিনি।

যুগে যুগে মানুষের দা'রি'দ্র ঢেকে রাজনৈতিক নেতারা নিজেদের ইমেজ রক্ষা করতেন।

এই প্রথমবারের মতো কোন রাষ্ট্রপ্রধান নিজের মানুষের দা'রি'দ্রকে ওউন করে নিজের ইমেজ বিস'র্জ ন দিলেন।

জুলাই শুধু আমাদের একটা প্রজন্মকেই বদলে দেয়নি, জুলাই খুব সম্ভবত ডক্টর ইউনূসকেও বদলে দিয়েছে অনেকখানি।

লিখেছেন © -সাদিকুর রহমান খান

04/04/2025

প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীরে আবু সাইদের প্রতিকৃতি দিলেন না কেন?
কারণটা চাণক্য বলে গেছেন: সোজা গাছ আগে কাটা পড়ে। আবু সাইদের প্রতিকৃতি দিলে সোজাসাপ্টা হিরোইজম হইত, কিন্তু কুটনীতি জটিল জায়গা। ভারত চাণক্যনীতি অনুযায়ী চলে। তাকে তার গ্রামার দিয়েই মোকাবিলা করতে হবে। ইউনুস কুটনীতি করছেন, হিরোইজম না। তাঁর লক্ষ্য, ভারতকে আলোচনার টেবিলে আনা। সেই মেকানিজম করার জন্য তাঁকে চাণক্যের মান্ডালা থিওরি (তোমার পাশের দেশ যদি শত্রুরাষ্ট্র হয়, তবে তার পাশের দেশ তোমার বন্ধু) আর নবীজীর পরামর্শ মোতাবেক সুদূর চীনদেশ যাইতে হইছে।

ভারত কেন আলোচনার টেবিলে বসতে রাজি হইল? কারণ, এখানে প্রফেসর ইউনুস কৌটিল্যের দ্বৈতনীতি এস্তেমাল করছেন। একদিকে চীনের সাথে ব্যবসা সম্প্রসারণ করতেছেন, আবার পাইপলাইনে পাকিস্তানও আছে। আর ভারতের দিকে বাড়ায়ে দিছেন ভূরাজনৈতিক ও আঞ্চলিক সহযোগিতার হাত। ফলে ভারতের পক্ষে রাজনৈতিক দূরত্ব ঘুচানো ছাড়া আর কোনো উপায় বাকি থাকল না। তাছাড়া জনমদুখী সাত ভগিনীর দুঃখের কথা যে ইউনুস অলরেডি বলে দিছেন! দুঃখমুক্তির উপায়ও বাতলায়ে দিছেন। অর্থাত্‌ প্যান্ডোরার বাক্স খুইলা গেছে।

এইটাই মোক্ষম ইউনুস-ডিপ্লোমেসি। দ্য সার্তিও কহেন, দুর্বলের প্রধান অস্ত্র হল, সে সবলের ভাষা ও ট্যাকটিককে এমনভাবে ওয়েপনাইজ করে যে সবল তার নিজের অস্ত্রকেই চিনতে পারে না। বা যখন পারে, তখন দেরি হয়ে যায়। সেটাই ঘটেছে আজ। মোদী তার চাণক্যনীতির অশনিসংকেত দেখতে পেয়েই আলোচনায় বসেছেন।
Post: Sumon Rahman

30/03/2025

ঈদ
মোবারক।

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়
30/03/2025

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়

27/03/2025

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা

ড. ইউনুস বাংলাদেশে জাতিসংঘের মহাসচিবকেও পায়জামা পাঞ্জাবি পরিয়ে ছাড়লেন, এইটাই আমাদের নোবেলজয়ী ! জাতিসংঘের মহাসচিবের মত...
14/03/2025

ড. ইউনুস বাংলাদেশে জাতিসংঘের মহাসচিবকেও পায়জামা পাঞ্জাবি পরিয়ে ছাড়লেন, এইটাই আমাদের নোবেলজয়ী !
জাতিসংঘের মহাসচিবের মত একজন গুরুত্বপূর্ণ মানুষকে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে এনে রোহিঙ্গা শরণার্থী শিবির সরজমিনে গিয়ে দেখানোর মত কাজটা এত সহজ হয়েছে শুধুমাত্র ড ইউনুসের ব্যক্তিগত ইমেজের কারণে। আর এইটাই ড. ইউনুসের ম্যাজিক।

27/02/2025

জাতীয় নাগরিক পার্টি

National Citizen Party (NCP)

08/02/2025
সাভারের স্থানীয় একটি মিলনায়তনে সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা জেলার আওতাধীন ৫টি সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলা...
04/02/2025

সাভারের স্থানীয় একটি মিলনায়তনে সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা জেলার আওতাধীন ৫টি সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপ্রাপ্তরা হলেন, ঢাকা-১ আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ আসনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান, ঢাকা-৩ আসনে অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, ঢাকা-১৯ আসনে হাসান মাহবুব মাস্টার এবং ঢাকা-২০ আসনে মাওলানা অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ।

কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন এর নির্দেশে ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম এর সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেন।
- সূত্র: দৈনিক ফুলকি

Address


Alerts

Be the first to know and let us send you an email when Global news24bd - গ্লোবাল নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global news24bd - গ্লোবাল নিউজ:

  • Want your business to be the top-listed Media Company?

Share