12/10/2025
৪৭+৪৯তম ২ টা বিসিএসে কিছু জিনিস Analysis করছি।
একটা গভীর অনুভূতি হলো🥲
১)বাংলা ঠিক যা জানবেন তাই দাগাবেন। এখানে ৫০% চান্স কম নিবেন। ৫০% ঐ গুলো নিবেন যেগুলো,নতুন নামে ব্যাকরণের ক্ষেত্রে যেমন রূপমূল+বলক। বাকিগুলো,না বুঝলে স্কিপ করববেন।
২)কম্পিউটারে ৫০% চান্স কম নিবেন। ৪৭তম চামেলি + জরিনা ২ প্রশ্নেই কম্পিউটার কঠিন ছিল
৩)GK International কিছু কমন টপিক বিগত বিসিএসের প্রশ্ন ব্যাখ্যা সহ পড়বেন। আর বেশি চাপ নিবেন না। যা পাবেন বিগত বিসিএস+ঐ ব্যাখ্যা থেকে+ জাতিসংঘ+পরিবেশ
আর সাম্প্রতিক কয়েকটা আজগুবি থাকবে
৪)ইংরেজি বেশি করে পড়বেন সব জায়গায় কাজে আসবে। কমন পাবেন
৫)ম্যাথ কমন পাবেন। লগ+সূচক+ধারা+সমাবেশ+বিন্যাস+সম্ভাব্যতা+সরল ও যৌগিক মুনাফা অবশ্যই করবেন ৬ টা প্রশ্ন কমন পাবেন
৬) বিজ্ঞানে ভালো করার প্রত্যাশা কম রাখবেন। পড়বেন রিটেনে কাজে লাগবে এই আশায়।
বিগত সালের প্রশ্ন বিজ্ঞানে খুব কম রিপিট হচ্ছে।
৭)নৈতিকতা বিগত বিসিএসের প্রশ্ন ব্যাখ্যা সহ+ গুরুত্বপূর্ণ টপিক(কমন আসলে ৭/৮ টা / কঠিন আসলে ৬/৭ টা কমন
৮)GK BD বিগত সাল পড়ে ২০+ কমন আসবে। বিগত কিছু সহজ থাকবে ৫ টা প্রশ্ন আজাইরা থাকবে।
৯)ভূগোল ৫/৬/৭ টা বিগত থেকে। বাকিগুলো আশা রাখবেন না
১০)মানসিক দক্ষতা ৮/১০ আশা রাখবেন। কপাল ভালো হলে ১২+
তবে আগের মতো ১৪/১৫ আশা করবেন না।
পড়ার ধরণ আগের মতোই।তবে বাংলা,ইংরেজি, গণিত আরেকটু ডিপ পড়াশোনা করতে হবে।সারফেস পড়াশোনা দিয়ে এখন প্রিলি পাস করা কঠিন হবে।বেসিক ক্লিয়ার করে পড়তে হবে।পরীক্ষার আগে অনেক বেশি মডেল টেস্ট দিতে হবে।
মাথায় রাখবেন প্রশ্ন কঠিন হলে কাটমার্ক কম। তাই নেগেটিভ থেকে বাঁচবেন।
সর্বোপরি প্রশ্ন দেখে বুঝতে হবে প্রশ্ন কঠিন নাকি সহজ সেই অনুযায়ী দাগাতে হবে।যারা পরীক্ষার হলে এটা বুঝতে পারবে না, তারা বেশি ধরা খাবে।
এখন থেকে প্রিলিতে কম টিকাবে।তাই প্রশ্ন কঠিন হলেও কার্টমার্ক তূলনামূলক বেশি হবে।সুতরাং হেলাফেলা করে প্রিলি পাস করা দিন দিন কঠিন হবে.....
@ আলী আকবর
৪৩তম বিসিএস, নন ক্যাডার (ইনস্ট্রাক্টর)