14/08/2025
💥 সড়ক উন্নয়ন না লুটপাটের মহোৎসব? 💥
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কোটি টাকার সড়ক নির্মাণের কয়েক মাস না যেতেই ভেঙে পড়েছে! 😡
কারণ? নিম্নমানের কাজ, দুর্নীতি আর লুটপাটের কারসাজি। এই রাস্তা কয়েকবার করা হয়েছে।
রাস্তা ভেঙে গর্ত হয়ে গেছে, পড়ে থাকা গাছের গুঁড়ি, চারপাশে নোংরা-আবর্জনা—এটাই কি সেই উন্নয়ন, যার জন্য জনগণের ঘামঝরা ট্যাক্সের টাকা উড়িয়ে দেওয়া হচ্ছে?
আমরা কর দেই রাস্তা উন্নত হোক বলে, কিন্তু পাই অযত্ন, অবহেলা আর চরম দুর্নীতি।
জনগণকে ঠকিয়ে যারা এই দুর্নীতির খেলায় মেতেছে, তাদের জবাবদিহি করাতেই হবে! ✊
📸 ছবিটা প্রমাণ—এটা উন্নয়ন নয়, জনগণকে ধোঁকা দেওয়ার এক নির্মম উদাহরণ!
লোকেশন: বাত্তিরকল সংলগ্ন টিচার্স ট্রেনিং কলেজের সড়ক, ময়মনসিংহ।