RK MEDIA

RK MEDIA দেশ-বিদেশের সংবাদ এবং বিভিন্ন ইসলামিক বিষয়াবলী সম্পর্কে জানতে আমাদের পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।

"ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার হৃদয়" দেশ-বিদেশের আমাদের ফলোয়ার্স এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দকে জানাচ্ছি ঈদুল আজহা'র শুভেচ...
05/06/2025

"ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার হৃদয়" দেশ-বিদেশের আমাদের ফলোয়ার্স এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দকে জানাচ্ছি ঈদুল আজহা'র শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করুন, ঈদ মোবারাক।

মহান আল্লাহ আমাদেরকে আ'মাল করার তাওফিক দিন🤲
28/05/2025

মহান আল্লাহ আমাদেরকে আ'মাল করার তাওফিক দিন🤲

আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ ...আমার পক্ষ থেকে প্রত্যেক শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা রইলো।পৃথি...
01/05/2025

আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ ...
আমার পক্ষ থেকে প্রত্যেক শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা রইলো।

পৃথিবীজুড়ে গড়ে ওঠা তিলোত্তমা নগরীগুলোর রূপ-লাবণ্যে শ্রমিকের কৃতিত্বই অগ্রগণ্য। কল-কারখানা থেকে নিয়ে সুবিশাল ইমারত, ফসলের মাঠ পর্যন্ত সব কিছুতেই শ্রমিকের মমতার হাত।

কিন্তু শত আক্ষেপ! সভ্যতার কারিগর এ শ্রেণিটি সর্বদা উপেক্ষিত, অবহেলিত ও সুবিধাবঞ্চিতই থেকেছে। উদয়াস্ত শ্রম অব্যাহত রেখে তিল তিল করে যে শ্রমিক মালিকের অর্থযন্ত্রটি সচল রাখে, সেই মালিকের অবিচারেই দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন। শ্রমিক কষ্ট করে সুবিশাল অট্টালিকা তৈরি করলেও তাতে নেই তার সামান্য ঠাঁই। তাকে থাকতে হয় গাছতলায়। শ্রমিকদের ওপর হাজার বছর ধরে চলা লাঞ্ছনার অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি ঘটেছে মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)-এর হাত ধরে। মানবতার পরম বন্ধু হজরত মুহাম্মদ (সা.) শ্রমিক নির্যাতনের সাইক্লোন থামিয়ে দিয়েছেন কঠোর হস্তে। বিদায় হজের ঐতিহাসিক ভাষণেও বাদ পড়েনি শ্রমিক।

বৈধ কোনো পেশাই ছোট নয়—এই বাণীর মাধ্যমে কর্মের প্রতি মানুষের ইতিবাচক মনোভাব তৈরি করেছেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কারোর নিজ পিঠে কাঠের বোঝা বয়ে এনে বিক্রি করা কারো কাছে হাত পাতার চেয়ে উত্তম। তাকে (প্রার্থীকে) সে কিছু দিক বা না দিক।’ (বুখারি : ২/৭৩০) ভিক্ষার প্রতি নিরুৎসাহিত করে ভিক্ষার হাতগুলোকে শ্রমিকের হাতে রূপান্তর করেছেন হজরত মুহাম্মদ (সা.)। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হবে যে সে কখনো ভিক্ষা করবে না, তার জান্নাতের ব্যাপারে আমি দায়িত্ব গ্রহণ করব।’ (আবু দাউদ : ২/৪২৭) উপার্জনের জন্য শ্রমে লিপ্ত থাকাকে তিনি আল্লাহর রাস্তায় জিহাদ বলে উল্লেখ করেছেন। এক লোক রাসুলুল্লাহ (সা.)-এর কাছ দিয়ে গমন করলে সাহাবায়ে কেরাম লোকটির শক্তি, স্বাস্থ্য ও উদ্দীপনা দেখে বলতে লাগলেন, এই লোকটি যদি আল্লাহর রাস্তায় জিহাদে থাকত! রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘লোকটি যদি তার ছোট ছোট সন্তান অথবা তার বৃদ্ধ মাতা-পিতার জন্য উপার্জন কিংবা নিজেকে পরনির্ভরতা থেকে মুক্ত রাখতে উপার্জনের চেষ্টায় বেরিয়ে থাকে, তাহলে সে আল্লাহর পথেই রয়েছে।’ (হাইসামি : ৪/৩২৫) শ্রমিকের জন্য ক্ষমাপ্রাপ্তির ঘোষণাও করেছেন তিনি। একটি হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি শ্রমজনিত কারণে ক্লান্ত হয়ে সন্ধ্যা যাপন করে, সে ক্ষমাপ্রাপ্ত হয়েই তার সন্ধ্যা অতিবাহিত করে।’ (তাবরানি; ইসলামে শ্রমিকের অধিকার, পৃষ্ঠা-০২) একজন শ্রমিকের জন্য এর চেয়ে আশার বাণী আর কী হতে পারে!

শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যা হলো যথাযথ মজুরিপ্রাপ্তি। মালিকগোষ্ঠী বরাবরই বিভিন্ন অজুহাতে শ্রমিকদের টাকা মেরে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। ইসলামের ঘোষণা হলো, যারা শ্রমিকের পাওনা দিতে টালবাহানা করবে, হাশরের ময়দানে আল্লাহ নিজেই তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা বলেছেন, আমি কিয়ামতের দিন তিন শ্রেণির মানুষের প্রতিপক্ষ। আর আমি যার প্রতিপক্ষ, তাকে পরাজিত করবই। তন্মধ্যে এক শ্রেণি হলো, যে কোনো শ্রমিক নিয়োগ করে, অতঃপর তার থেকে পুরো কাজ আদায় করে নেয় কিন্তু তার পারিশ্রমিক প্রদান করে না।’ (বুখারি : ২/৭৭৬) শ্রমিকের পাওনা যথাসময়ে পরিশোধের ব্যাপারে মহানবী (সা.)-এর মতো এত কঠোর হুঁশিয়ারি আর কেউ উচ্চারণ করেননি। অনতিবিলম্বে মজুরি প্রদান করার ব্যাপারেও তিনি ছিলেন সবচেয়ে আন্তরিক। মজুরির প্রশ্নে মানবসভ্যতার ইতিহাসে শীর্ষে অবস্থান করছে তাঁর বাণী। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও।’ (ইবনে মাজাহ : ২/৮১৭) মজুরির পক্ষে বিশ্বময় ধ্বনিত-প্রতিধ্বনিত হওয়া তাঁর এই বাণী বাস্তবায়িত হলে এক দিনের জন্যও শ্রমিকদের কান্না শুনতে হতো না পৃথিবীবাসীকে।

শ্রমিকের রক্তচোষা কর্তাব্যাক্তি এবং ঘুষ দিয়ে চাকরি জোগাড় করা মানুষ থেকে সৎ পথের ঘাম ঝড়ানো শ্রমিকের সম্মান এবং মূল্য অনেক বেশি।

22/04/2025

টাইমলাইনে রেখে দিতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ।
খতমে শিফা পড়ার নিয়ম।

১। ইস্তেগ্ফার- ১১বার
২। সূরা ফাতিহা- ১০০ বার
৩। দরূদ শরীফ- ১০০ বার
৪। সূরা আলাম নাশরাহ- ৭৯ বার
৫। সূরা ইখলাছ- ১০০০ বার
৬। পুনরায় সূরা ফাতিহা- ৭বার
৭। পুনরায় দরূদ শরীফ- ১০০বার
৮। তারপর এই দোয়া (একশত বার): فَسَهِّلْ يَا اِلٰهِىْ كُلَّ صَعْبٍ بِحُرْ مَتِ سَيِّدِ الْاَ بْرَارِ سَهِّلْ سَهِّلْ بِفَضْلِكَ يَاعَزِيْزُ‎
উচ্চারণ: ফাসাহ্হিল ইয়া ইলাহি কুল্লা ছা’বিন বিহুরমাতি সায়্যেদিল আবররি সাহ্হিল- সাহ্হিল বিফাদ্বলিকা ইয়া আজীজ। অত:পর
৯। يَا قَاضِىَ الْحَاجَاتْ ইয়া ক্বদ্বিয়াল হাযাত- ১০০বার
১০। يَا كَفِىَ الْمُهِمَّاتْ ইয়া কাফিয়াল মুহিম্মাত- ১০০বার
১১। يَا دَافِعَ الْبَلِيَّاتْ ইয়া দাফিয়াল বালিয়্যাত- ১০০বার
১২। يَا مُجِيْبَ الدَّعْوَاتْ ইয়া মুযিবাদ দা’ওয়াত- ১০০বার
১৩। يَا رَافِعَ الدَّرَجَاتْ ইয়া রাফিয়াদ্ দারযাত- ১০০বার
১৪। يَا حَلَّالَ الْمُشْكِلَاتْ ইয়া হাল্লালাল্ মুশ্কিলাত্- ১০০বার
১৫। يَا مُسَبِّبَ الْاَسْبَابْ ইয়া মুসাব্বিবাল আসবাব- ১০০বার
১৬। ياشافی الامراض ইয়া শাফিয়াল আমরাজ- ১০০বার
১৭। يَا مُفَتِّحَ الْاَبْوَابْ ইয়া মুফাত্তিহাল্ আব্ওয়াব- ১০০বার
১৮। رَبِّ اِنِّىْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ রব্বি ইন্নি মাগ্লুবুন ফানতাছির- ১০০বার
১৯। يَا غَوْثُ اَغِثْنِىْ وَاَمْدُدْنِىْ ইয়া গউছু আগিছ্নী ওয়া আম্দুদ্নীয়া- ১০০বার
২০। اِنَّالِلّٰهِ وَاِنَّااِلَيْهِ رَاجِعُوْنْ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন- ১০০বার
২১। لَااِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحَانَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنْ লা-ইলাহা ইল্লা আ আংতা সুব্হানাকা ইন্নি কুংতু মিনাজ জোয়ালিমীন- ১০০বার‎
২২। فَاسْتَجَبْنَا لَهٗ وَنَجَّيْنٰهُ مِنَ الْغَمِّ وَكَذٰ لِكَ نُنْجِى الْمُؤْمِنِيْنْ ফাসতাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গম্মি ওয়া কাজালিকা নুনজিল মু’মিনীন- ১০০বার‎
২৩। يَا اَرْ حَمَ الرَّحِمِيْنْ ইয়া আরহামার রহিমিন- ১০০বার‎
২৪। অতঃপর ১০০বার দরূদ শরীফ পাঠ করে খতম শেষ করে খালেছ দিলে মুনাজাত করবে, ইনশাআল্লাহ্, আল্লাহপাক কবুল করবেন এবং এর ফলাফল প্রত্যক্ষ হতে থাকবে।

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
14/04/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

হে আল্লাহ আপনি বিগত বছরগুলোর গুনাহ ক্ষমা করে নতুন বছর থেকে আপনি আমাদেরকে গুনাহমুক্ত, সুখ ও সমৃদ্ধির জীবন দান করুন🤲 সুন্দ...
14/04/2025

হে আল্লাহ আপনি বিগত বছরগুলোর গুনাহ ক্ষমা করে নতুন বছর থেকে আপনি আমাদেরকে গুনাহমুক্ত, সুখ ও সমৃদ্ধির জীবন দান করুন🤲 সুন্দর হোক সবার আগামীর পথচলা, শুভ নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ।

20/03/2025

শবে কদর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা!

13/03/2025

চৌমুহনা, মৌলভীবাজারে ভোক্তা অধিকারের বিশেষ জরিমানা!

02/03/2025
"আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...." ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...
20/02/2025

"আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...." ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহিদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। আল্লাহ তা'আলা সকল ভাষা শহীদদের আত্মত্যাগকে কবুল করে জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন🤲

24/01/2025

মৌলভীবাজার সদর এর মাড়কোনা নিবাসী অত্র এলাকার প্রবীণ মুরুব্বী এবং নামাজী ব্যক্তি খালাতো বড় ভাই হাজী ফজির মিয়া সাহেব এর জানাজার আগ মুহুর্তের দৃশ্য! মহান আল্লাহ উনাকে ক্ষমা করে জান্নাত দিন🤲

উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস ও দায়ী, হাজারো আলীমের উস্তাজ, ইলমে নববীর জগতের এক উজ্জ্বল নক্ষত্র, উম্মাহর সম্পদ, ঐতিহ্...
20/01/2025

উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস ও দায়ী, হাজারো আলীমের উস্তাজ, ইলমে নববীর জগতের এক উজ্জ্বল নক্ষত্র, উম্মাহর সম্পদ, ঐতিহ্যবাহী দারুল ইফতা সৌদি আরবের সাবেক প্রতিনিধি, কালের স্মারক বিশ্ববিখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড মার্কপ্রাপ্ত প্রতিভা, আমার উস্তাদ জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলা সিলেটের সিনিয়র মুহাদ্দিস জনাব শায়খ আল্লামা ইসহাক আল-মাদানী ইন্তেকাল করে তাঁর রাব্বে কারীমের দরবারে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মহান আল্লাহ জনাবের নেক আ'মালগুলোকে নাজাতের উছিলা হিসাবে কবুল করুন এবং মহান আল্লাহ ক্ষমা করে জান্নাতের উঁচু মাকাম দিন, আমিম

Address


Alerts

Be the first to know and let us send you an email when RK MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RK MEDIA:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share