
16/03/2025
Letter এর আলোচনা ....
অনেকেই রিকমেন্ডেশন লেটার নিয়ে সেম্পল চান আসলে এটি ঠিক না। কারন আমরা বাঙালি আমরা জানি যে এই স্যাম্পল শেয়ার করা মানে নিজের পায়ে কুড়াল মাড়া,সেই সাথে নিজ দেশের সম্মান ডুবানো।
কেন বলছি জানেন তার কারণ হলো ওই যে শেয়ার করলেই আপনারা কপি মারবেন 😆😆 এটাই বাস্তব .....
অনেকেই প্রশ্ন করেন Chatgpt,Ai রিলেটেড টুলস ব্যবহার করে লিখলে কি কোনো সমস্যা হবে ???
আমি বলব না মোটেও সমস্যা নাই 😆 কপি পেস্ট ও করতে পারেন।
কিন্তু আসল খেলা তো ওই এক জায়গায় এটা কিভাবে লিখছেন কোথায় জমা দিচ্ছেন যাদের কাছে তারা তো আপনার আমার মতো মামুলি না তাই না😆
তাহলে এখন উপায় কি ...?
উপায় একটাই ......সেটি হলো নিজের শিক্ষা জীবনে কি কি করছেন সেটার কথা লিখবেন।কলেজ হলে কলেজের টিচারের কাছ থেকে নিবেন। বিশ্ববিদ্যালয় হলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুপারভাইজার তাদের কাছ থেকে নিবেন।
এখন এইখানেও প্রশ্ন করেন ...?
ভাইয়া টিচাররা দিতে চাচ্ছে না বলেছে নিজে লিখে নিয়ে যেতে।তাহলেতো আরো সহজ বিষয়টা নিজে ইচ্ছা মতো নিজের গুনগান লিখে নিয়ে যাবেন 😆😆
তারপর অনেকে ইনবক্স অনেকে অনেক জায়গা থেকে রিকমেন্ডেশন লেটার সংগ্রহ করে থাকেন আইডিয়া নেয়ার জন্য। খুব ভালো কথা কিন্তু আইডিয়া নিতে গিয়ে যে নিজের গুনগান করতে ভুলে যাচ্ছেন এটা ভেবেছেন কখনো ???
দেখেন একটা মানুষ এর সাথে আরেকটা মানুষের সাথে কখনোই মিলবে না।সুতরাং নিজের মতো করে লিখুন.........
তারপর প্রয়োজনে Ai টুলস এর হেল্প নিতে পারেন .....
কি রকম হেল্প এই যেমন ধরেন কিভাবে লিখতে হবে কি কি থাকে টপিক ইত্যাদি ইত্যাদি জাস্ট আইডিয়া নিবেন।
আবার সবার বহুল প্রচলিত প্রশ্ন যে ভাইয়া রিকমেন্ডেশন লেটার সিল তো বাংলা তে ইংলিশে নাই এখন কি করব???
বাংলা ইংলিশ কোনোটাই ম্যাটার করে না।কিন্তু যেহেতু আপনি এই লেটার বাহিরের জন্য এপ্লাই করবেন সেহেতু সিল টা ইংলিশে হলে ভাল হয়।
আবার অনেকে বলেন ভাই যার কাছ থেকে নিচ্ছি তার ইংলিশ নাই কি করব দরকার পড়লে ওই স্যার কে একটা সিল বানিয়ে দিন অনুমতি নিয়ে ভুলেও আবার নিজে বানিয়ে চালিয়ে দিয়েন না 😆😆।
এখন আসেন আসল কথায় অনেকে ডেমো হিসেবে দেখতে চান না করি কেন করি সেটি বলি !
কারন এইসব খুবই সেনসেটিভ পার্সোনাল কেউ কোনদিনই আপনাকে দিবে না। যেটা তার স্কলারশিপ পাবার একমাত্র চাবি কাঠি ।
আমরা জানি যতই মধু মধু করি না কেন দিন শেষে সবাই কপি মারি ইহা চরম সত্য 🫡🫡
আমার পেইজে আমি বিগত কয়েকটা পোস্ট শেয়ার করেছি কিভাবে লিখতে হবে কি কি টপিক থাকবে এবং কয়েকটি সিম্পল ও শেয়ার করেছি। আমার এই শেয়ার কি তো পোস্ট থেকে অনেকে উপকৃত হয়েছেন আবার অনেকে স্কলারশিপ পেয়েছেন বলে আমাকে জানিয়েছেন। যখন আপনাদের এই সফলতা গুলো জানতে পারি শুনতে পারি তখন নিজের কাছে খুবই ভালো লাগে ।কারন আমার কাছে মনে হয় আমি সার্থক আপনাদের উপকার করতে পেরে।
সবার অনুরোধে আমি একটা সেম্পল শেয়ার করছি.......
কিন্তু সবার কাছে একটা অনুরোধ থাকবে আপনারা কেউ মিস ইউজ করবেন না 🙏🙏
বিশেষ দ্রষ্টব্য : লিখতে কস্ট হয় কপি পেস্ট করার আগে যার পোস্ট তার প্রাপ্য ক্রেডিট অব্যশই দিবেন।
Mahatab Azmaine Refat