Saju English Academy

  • Home
  • Saju English Academy

Saju English Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saju English Academy, Digital creator, Mertinga Tea Estate Munshibazar Kamalganj, .

Welcome to ENGLISH WITH SAJU – your everyday partner for learning English in a simple, fun, and effective way!🎯 Spoken English | ✍️ Easy Grammar | 💬 Daily Conversations | 💡 Smart Vocabulary & Tips

STUDENT =S – Study (পড়াশোনা করা) → নিয়মিত পড়াশোনা করো।T – Truthful (সত্যবাদী হওয়া) → সবসময় সত্য কথা বলো।U – Underst...
17/09/2025

STUDENT =

S – Study (পড়াশোনা করা) → নিয়মিত পড়াশোনা করো।

T – Truthful (সত্যবাদী হওয়া) → সবসময় সত্য কথা বলো।

U – Understanding (বোঝাপড়া করা) → নিজে বোঝো, অন্যকেও বোঝো।

D – Discipline (শৃঙ্খলা) → নিয়ম মানো, সময় মেনে চলো।

E – Energetic (উদ্যমী হওয়া) → আলসেমি নয়, প্রাণবন্ত থাকো।

N – Notable (উল্লেখযোগ্য হওয়া) → ভালো কাজ দিয়ে পরিচিত হও।

T – Talented (প্রতিভাবান হওয়া) → নিজের মেধা ও প্রতিভা লাগাও।

📘 কিভাবে ইংরেজি ভাষা শেখা যায়? | Step by Step Guide for Beginners 🌍ইংরেজি শেখা কোনো যাদু নয় – এটা ধাপে ধাপে অভ্যাসের ফ...
07/08/2025

📘 কিভাবে ইংরেজি ভাষা শেখা যায়? | Step by Step Guide for Beginners 🌍
ইংরেজি শেখা কোনো যাদু নয় – এটা ধাপে ধাপে অভ্যাসের ফল। আজ যারা ইংরেজিতে কথা বলতে পারে, তারাও একদিন শূন্য থেকে শুরু করেছিল।
তাই আজকেই শুরু করুন! ধাপে ধাপে…

---

🔟 ইংরেজি শেখার ১০টি বাস্তবধর্মী ধাপ:

১. শব্দভাণ্ডার (Vocabulary) তৈরি করুন
প্রতিদিন ৫–১০টি নতুন শব্দ শিখুন। অর্থ জানুন, উচ্চারণ অনুশীলন করুন, আর প্রতিটি শব্দ দিয়ে বাক্য তৈরি করুন।

২. ইংরেজি শুনুন (Listening Practice)
YouTube, English cartoons, news বা short videos শুনুন। শুনতে শুনতে আপনার কানে ইংরেজির সুর বসে যাবে।

৩. প্রতিদিন ইংরেজিতে কিছু বলার চেষ্টা করুন (Speaking Practice)
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে প্রশ্ন করুন, উত্তর দিন। ভুল হলেও সমস্যা নেই — এটাই শেখার রাস্তা।

৪. ইংরেজি পড়ুন (Reading Habit)
সহজ ইংরেজি গল্পের বই, ছোট Article বা Facebook Post পড়ুন। অজানা শব্দ খুঁজে বের করে নোট করুন।

৫. ইংরেজিতে লিখুন (Writing Practice)
প্রতিদিন ছোট ছোট ৩–৪ লাইনের ডায়েরি লিখুন ইংরেজিতে। যেমন: “Today I went to the market.”

৬. গ্রামার শেখা কিন্তু চাপ নয়! (Learn Basic Grammar)
প্রথমে tense, pronoun, verb, article — এগুলো ধীরে ধীরে বুঝুন, মুখস্থ নয়, উদাহরণ দিয়ে শিখুন।

৭. ভুল করতে ভয় পাবেন না!
যারা ভয় পায়, তারা শেখে না। ভুল করলে শুধরান, লজ্জা না পেয়ে শেখা চালিয়ে যান।

৮. ভালো বন্ধু বা গ্রুপ তৈরি করুন যেখান থেকে ইংরেজি চর্চা সম্ভব
আপনার মতো যারা শিখতে চায়, তাদের সাথে ইংরেজিতে মেসেজ/কথা বলুন।

৯. ফোন, Facebook, YouTube – সবকিছু ইংরেজিতে সেট করুন
এতে আপনার চোখ ও মন ইংরেজির সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে।

১০. ধৈর্য ধরুন এবং প্রতিদিন সময় দিন (Consistency is the Key!)
প্রতিদিন ৩০ মিনিট হলেও নিয়মিত প্র্যাকটিস করুন। দিনে দিনে আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন।

---

🔔 মনে রাখবেন:

> "Practice doesn’t make perfect. Practice makes progress."

আপনি যতটুকু ইংরেজি জানেন, সেটাই ব্যবহার করে শুরু করুন — আস্তে আস্তে fluency চলে আসবে ।

🎯 চলুন আমরা সবাই মিলে শেখা শুরু করি — আজই!

ইংরেজির মূল ভিত্তি হচ্ছে শব্দ ভান্ডার আপনি যত বেশি শব্দ অর্থ জানবেন অথবা পারবেন ইংরেজি আপনার জন্য ততটা সহজ হয়ে উঠবে ।আস...
15/03/2025

ইংরেজির মূল ভিত্তি হচ্ছে শব্দ ভান্ডার আপনি যত বেশি শব্দ অর্থ জানবেন অথবা পারবেন ইংরেজি আপনার জন্য ততটা সহজ হয়ে উঠবে ।
আসুন আজ আমরা কতগুলো উচ্চারণ সহ ফুলের ইংরেজি জানব।

The beauty of Nature.❤️❤️❤️
26/06/2023

The beauty of Nature.❤️❤️❤️

25/10/2022

English Contractions....

➟ aren’t = are not
➟ can’t = cannot
➟ could’ve = could have
➟ couldn’t = could not
➟ didn’t = did not
➟ doesn’t = does not
➟ don’t = do not
➟ gonna = going to
➟ gotta = got to, got a
➟ hadn’t = had not
➟ hasn t = has not
➟ haven t = have not
➟ he’d = he had, he would
➟ he’ll = he shall, he will
➟ he’s = he has, he is
➟ how’d = how did, how would
➟ how’ll = how will
➟ how’s = how has, how is
➟ I’d = I had, I would
➟ I’ll = I shall / I will
➟ I’m = I am
➟ I’ve = I have
➟ isn’t = is not
➟ it’d = it would
➟ it’ll = it shall, it will
➟ it’s = it has, it is
➟ mightn’t = might not
➟ might’ve = might have
➟ mustn’t = must not
➟ must’ve = must have
➟ needn t = need not
➟ she’d = she had / she would
➟ she’ll = she shall, she will
➟ she’s = she has, she is
➟ should’ve = should have
➟ shouldn’t = should not somebody’s = somebody is
➟ someone’d = someone had, someone would
➟ someone’ll = someone shall, someone will
➟ someone’s = someone has, someone is
➟ something’d = something had
➟ something’ll = something shall, something will
➟ something’s = something has, something is
➟ that’ll = that will
➟ that’s = that has, that is
➟ that’d = that would, that had
➟ there’d = there had, there would
➟ there’d’ve = there would have
➟ there’re = there are
➟ there’s = there has / there is
➟ they’d = they would
➟ they’d’ve = they would have
➟ they’ll = they shall, they will
➟ they’re = they are
➟ they’ve = they have
➟ wasn’t = was not
➟ we’d = we had
➟ we’ll = we will
➟ we’re = we are
➟ we’ve = we have
➟ weren’t = were not
➟ what’ll = what will
➟ what’re = what are
➟what’s = what has / what is
➟ what’ve = what have
➟ when’s = when is
➟ where’d = where did
where’s = where has, where is
➟ where’ve where have
➟ who’d = who would
➟ who’d’ve = who would have
➟ who’ll = who shall, who will
➟ who’re = who are
➟ who’s = who has, who is...!

After reading hit the like button and comment below.and share with your freind .

15/10/2022
Vegetables.
12/10/2022

Vegetables.

06/09/2022

When you’re good at something, you’ll tell everyone when you’re great at something, they’ll tell you. — Jay Shetty

23/05/2022

১০০টি গুরুত্বপূর্ণ Linking words
✪ In fact - আসলে
✪ Indeed - প্রকৃতপক্ষে
✪ So that - এতই যে
✪ Whereas - যেহেতু
✪ As well as - পাশাপাশি
✪ Accordingly - তদনুসারে
✪ Hence - অত:পর/সুতরাং
✪ Such as - যথা/যেমন
✪ Notably - লক্ষণীয়ভাবে
✪ Consequently - অতএব
✪ On the whole - মোটামুটি
✪ Additionally - অতিরিক্ত আরো
✪ Thereupon - উহার ফলে
✪ Eventually - অবশেষে
✪ On the contrary - অপরদিকে
✪ whenever - যখনই
✪ In case - ক্ষেত্রে/যদি
✪ In view of - দৃষ্টিকোণ
✪ For instance - এই ক্ষেত্রে
✪ In any event - যাহাই ঘটুক না কেন
✪ In spite of - তা স্বত্ত্বেও
✪ As a matter of fact - বাস্তবিকপক্ষে
✪ Including - সেই সঙ্গে
✪ Frequently - ঘনঘন
✪ Nonetheless - তবু
✪ Comparatively - অপেক্ষাকৃত
✪ In other words - অন্য কথায়
✪ In this case - এক্ষেত্রে
✪ By all means - সর্বত/সব উপায়ে
✪ In general - সাধারণত
✪ Expressively - খুব স্পষ্টভাবে প্রকাশ
✪ Significantly - উল্লেখযোগ্যভাবে
✪ For this reason - এই কারনে
✪ To emphasize - গুরুত্ব আরোপ করতে
✪ In the light of - কোনো কিছুর সহায়তায়
✪ To say nothing of - কিছুই না বলে
✪ Equally important - সমানভাবে গুরুত্বপূর্ণ
✪ Again - আবার
✪ To - থেকে
✪ And - এবং
✪ Also - এছাড়াও
✪ Equally - সমানভাবে
✪ Identically - অভিন্নরুপে
✪ Uniquely - স্বতন্ত্র
✪ Like - মত/একইভাবে
✪ Too - আরও/অত্যধিক
✪ Together with - সহিত/একসাথে
✪ Of course - অবশ্যই
✪ Likewise - অনুরূপভাবে
✪ Correspondingly - সঙ্গতিপূর্ণভাবেই
✪ For one thing - একটা কারণ হল
✪ That is to say - অন্ততপক্ষে
✪ With attention to - মনোযোগ দিয়ে
✪ To be sure - নিশ্চিত হতে হবে/অবশ্যম্ভাবী
✪ Namely - যেমন/অর্থাৎ
✪ Chiefly - প্রধানত
✪ Truly - প্রকৃতপক্ষে
✪ Certainly - নিশ্চিতভাবে
✪ Surely - সুনিশ্চিত
✪ In particular - নির্দিষ্টভাবে
✪ In detail - বিস্তারিত
✪ To demonstrate - স্পষ্ট করা
✪ To repeat - পুনরূক্তি করা
✪ To clarify - স্পষ্ট করা
✪ To explain - ব্যাখ্যা করতে
✪ Markedly -লক্ষণীয়ভাবে
✪ Especially - বিশেষত
✪ Specifically - বিশেষভাবে
✪ For instance - এই ক্ষেত্রে
✪ To point out - নির্দেশ
✪ In that case - এই ক্ষেত্রে
✪ Henceforth - অত: পর
✪ For - জন্য
✪ Because the - কারন
✪ Forthwith - অবিলম্বে
✪ In contrast - বিপরীতে
✪ Different from - অন্য রকম
✪ At the same time - একই সময়ে
✪ Even so - তবুও
✪ Then again - তারপর আবার
✪ In reality - বাস্তবে/প্রকৃতপক্ষে
✪ After all - সর্বোপরি
✪ But - কিন্তু
✪ Unlike - অন্যরকম
✪ Or - অথবা
✪ Albeit - যদিও
✪ Besides - ব্যতীত
✪ As much as - যত বেশি সম্ভব
✪ Instead - পরিবর্তে
✪ Despite - সত্ত্বেও
✪ Conversely - বিপরীতক্রমে
✪ Otherwise - অন্যভাবে
✪ Regardless - নির্বিশেষে
✪ Notwithstanding - পরন্তু
✪ Granted (that) - মঞ্জুর (যে)
✪ For the purpose of - এর উদ্দেশ্যে
✪ With this intention - এই অভিপ্রায় সঙ্গে
✪ Being that - যে
✪ When - কখন/তখন
✪ Because of - কারণে
✪ Given that - দেত্তয়া আছে

Collected....

21/05/2022

Important_vocabulary:⬅️

🔸 Eat = ঈট = খাওয়া
Feed = ফীড = খাওয়ানো

🔸 Know = নো = জানা/ চেনা
Inform = ইনফ(র)ম = জানানো

🔸 Learn = লা(র)ন = শিখা
Teach = টিচ = শিখানো

🔸 Understand = আন্ডা(র)স্ট্যান্ড = বুঝা
Mean = মীন = বুঝানো

🔸 See /watch = সী/ ওয়াচ = দেখা
Show = শো = দেখানো

🔸Fall = ফল = পরা
Fell = ফেল = ফালানো

🔸Rise = রাইজ = উঠা
Raise = রেইজ = উঠানো

🔸 Sit = সিট = বসা
Seat = সীট = বসানো

💪পড়া শেষে অবশ্যই Done লিখতে ভুলবে না কিন্তু।🙏🙏🙏🙏

14/05/2022

May এর ব্যবহার,----👇

অনুমতি চাইতে May ব্যবহার হয় যেমন:
May I talk to you.
আমি কি আপনার সাথে কথা বলতে পারি?
May I know your name?
আমি কি তুমার নাম জানতে পারি?
May I help you?
আমি কি তুমায় সাহায্য করতে পারি?
May I go with you?
আমি কি তুমার সাথে যেতে পারি?
May I sit with you?
আমি কি তুমার কাছে বসতে পারি?
May you help me?
তুমি কি আমায় সাহায্য করবে?

💥পড়া শেষ করে Done লিখে যাবেন।

14/05/2022

কিছু গুরুত্বপূর্ণ শিখে রাখতে হবে, Phrases --
In consonance with (সামঞ্জস্য রেখে)
With a view to (উদ্দেশ্য)
Give in (আত্মসমর্পণ করা)
At par (সমানভাবে)
Go in for (নিজেকে কোন কাজে নিযুক্ত করা)
Owing to (জন্য)
A far cry (অসম্ভব প্রায়)
Out of question (প্রশ্নাতীত)
Look down upon (ঘৃণার চোখে দেখা)
See through (বুঝতে পারা)
Show off (অহংকার করা)
Put up with (সহ্য করা)
Benefit of the doubt (সন্দেহবশত)
Out and out (সম্পূর্ণরূপে)
In cold blood (স্থির মস্তিষ্কে)
Line up to (পথ)
On one’s own (নিজ দায়িত্বে)
Pot luck (খাওয়ার যা কিছু আছে)
A trying time (দুঃসময়)
Caught on (আক্রান্ত হওয়া)
Taken in (নিয়ন্ত্রিত)
At stake (বিপদাপন্ন)
Took a fancy to (পছন্দ)
Broke out (প্রার্দুভাব)
Care for (গ্রাহ্য করা)
Do away with (হত্যা করা)
Few and far between (মাঝে মাঝে)
To turn the tide (ধারাবাহিকতা পরিবর্তন করা)
A castle in the air (আকাশ কুসুম কল্পনা)
In black and white (লিখিতভাবে)
Through thick and thin (বিপদে আপদে সব অবস্থাতেই)
A man of straw (দুর্বল চিত্তের লোক)
In vain (ব্যর্থ)
Put off (খুলে ফেলা)
Make to (সন্তোষজনক না হওয়া সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়া)
All for (অত্যন্ত ব্যগ্র)
By dint of (উপায়ে)
Through and Through (সম্পূর্ণভাবে)
On the brink (প্রান্তে)
With a good grace (সুনজরে)
In the wake of (পশ্চাতে)
A fool’s paradise (বোকার স্বর্গ)
To all intents and purposes (বাস্তবিকপক্ষে)
A square pig in a round hole (বেখাপ্পা)
Swan song (শেষ কাজ)
Eat the humble pie (ভুল স্বীকার করা)
Get on with (খাপ খেয়ে চলা)
Bear out (উক্তি সমর্থন করা)
With an eye to (দৃষ্টি রেখে)
Come to terms (আপোষ করা)
Open secret (যে গোপন জিনিস সবারই জানা)
Cry in the wilderness (অরণ্যে রোদন)
Gain the upper hand (নিয়ন্ত্রণ নেওয়া)
Worth one’s while (লাভজনক)
Up and doing (সক্রিয় হয়ে)
Make a case (দাবীর পিছনে যুক্তি রাখা)
Let loose (খারাপ কিছুর সম্ভাবনা খুলে

collected

Address

Mertinga Tea Estate Munshibazar Kamalganj

3200

Telephone

+8801300909144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saju English Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share