Channel R

Channel R

17/07/2025
03/05/2025

আদিবাসীদের দাবি না মানা পর্যন্ত রাজপথে থাকব।-আদিবাসী কেন্দ্রীয় নেত্রী বিচিত্রা তির্কী

20/04/2025

‘‘নির্বাচন ছাড়া কোন সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদ, স্বৈরাচারেরা জন্ম নেয়।’’- বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম

নির্বাচন ছাড়া কোন সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদ, স্বৈরাচারেরা জন্ম নেয়। বিএনপি জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হলে ওই সরকারের জবাবদিহিতা থাকে। আমরা বিশ^াস করি, প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেব খুব দ্রæত নির্বাচনের ঘোষনা দেবেন। এবং নির্বাচনে নির্বাচিতরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।

রবিবার সকালর ১১ টায় নাটোরের একটি রেস্তারায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনা এবং আহŸায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও ওবায়দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক জিল্লুর রহমান চৌধুরী বাবুল, দাউদার মাহমুদ, আব্দুল আজিজ, ফারজানা শারমিন পুতুল, মিজানুর রহমান ডিউক, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব প্রমূখ।
#রাজনীতি # #নাটোর

19/04/2025

বাংলাদেশের মানুষ নির্বাচন চায়-দুলু

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। শহীদ জিয়ার আর্দশে এগিয়ে যাচ্ছে বিএনপি। জিয়াউর রহমানের আর্দশ বুকে ধারণ হরে নেতাকর্মীরা আজ সুসংগঠিত।

শনিবার(১৯ এপ্রিল) দুপুরে জিয়া পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটেরিয়ামে এক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলে

বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এক সময় নাটোরে শহীদ জিয়ার আর্দশ ধারণ করার কোনো নেতা ছিল না। ১৯৮২ সালে নতুন করে আমি শুরু করেছিলাম। গত ১৫ বছর
বিএনপির অসংখ্যক নেতাকর্মী যত নির্যাতন, নিপীড়ন হয়েছে। আমাকে রাজনীতি থেকে সরাতে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দুলু বেঁচে থাকতে তাকে কোনো ভাবে সরাতে পারবে না। নিজের দলের কর্মীকে হত্যার অভিযোগে আমাকে হত্যা মামলার আসামী করা হলো। কত কষ্ট করে ৪৬ বছর বিএনপির পতাকা হাতে নিয়ে আলো ছড়াতে নির্যাতন, হামলা, মামলার শিকার হয়েছি। দুলু যদি চাঁদাবাজ হয়, তাহলে সারাদেশের নেতাকর্মী চাঁদাবাজ। সন্তান হয়ে যদি বাবাকে চাঁদাবাজ বলে এ দুঃখ কই রাখবো। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপ্রচার ও ষড়যন্ত্র করেও জনগণের বুক থেকে দুলুকে সরাতে পারেনি।

বিএনপি নেতা দুলু বলেন, নির্বাচনের জন্য তারেক রহমান এত বছর ধরে সংগ্রাম করছে। এ সংগ্রাম করতে বিএনপির নেতাকর্মীরা রক্ত দিয়েছে। সামনের নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দীর্ঘ বছর দেশের মানুষ নির্বাচনে অংশ নিতে পারেনি। আমি এ অন্তবর্ত্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবো, অতি শর্তে দ্রুত নির্বাচন দিন। আপনারা যত সংস্কারের কথা বলছে, তা সব সংস্কার তারেক রহমান দিয়েছেন। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচনে অংশ নিয়ে সরকারে যেতে চাই।

দুলু আরও বলেন, বিএনপিকে নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র করে কোনো সুফল পায়নি তারা। বিএনপি শহীদ জিয়ার আর্দশে এগিয়ে যাচ্ছে। শহীদ জিয়ার পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপি।

সেমিনারে নাটোর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে দেন- এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়াও বক্তব্যে রাখেন- জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, রাজশাহী জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিল্পব, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদসহ পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন|
#রাজনীতি #দুলু #রুহুলকুদ্দুসতালুকদারদুলু

19/04/2025

সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার করতে আর কত সময় লাগবে আপনাদের? বর্তমান সরকার অনুরাগীরা বলছেন, “সংস্কার সম্পাদন না করে নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসবে তারা সংস্কার করতে পারবে কি না সন্দেহ”। সংস্কার নিয়ে ধোঁয়াশা ও বিভ্রান্তি তৈরী করে কার লাভ হচ্ছে? তিনি বলেন, সংস্কার হলো রাজনৈতিক অঙ্গীকার। কোন দল অঙ্গীকার করলে তারা অবশ্যই সংস্কার করবে। আপনারা সংস্কারের যে প্রস্তাব দেবেন তা নির্বাচনের পর পার্লামেন্টের মাধ্যমেই তো পাশ হবে।

শনিবার দুপুরে জিয়া পরিষদের আয়োজনে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে নাটোর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপনের সভাপতিত্বে সেমিনারে জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, রাজশাহী জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিল্পব, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদসহ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel R

#রাজনীতি #বিএনপি #রুহুলকবিররিজভী # জিয়াপরিষদ

22/03/2025

সাংবাদিকদের ঋণ শোধ করতে পারব না। দুলু Channel R

#দুলু

13/03/2025

নাটোরে সাংবাদিকদের উপর হা*ম*লা ও গ্রে*ফ*তারের প্রতিবাদে সাংবাদিকদের অবস্থান কর্মসূচী Channel R

11/03/2025

নাটোরে স্ত্রীর করা নারী নি*র্যা*তন মামলায় সাবেক এসপি কারাগারে/ ফুটেজ নেওয়ার সময় সাংবাদিকদের উপর এসপির হা*ম*লা Channel R
#পুলিশ

11/03/2025

আগামী ১৫ মার্চ সারাদেশের মত নাটোর জেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে Channel R

নাটোর জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্সরুমে আয়োজিত কর্মশালায় ক্যাম্পেইন বিষয়ক নানা তথ্য তুলে ধরে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন। কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন জানান, আগামী ১৫ মার্চ সারাদেশের মত নাটোর জেলার ৭টি উপজেলায় একযোগে ৬মাস থেকে ৫বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৫,৫৯২ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,২৩,০৩৩ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ১৪২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ২৩৩ পরিবার কল্যাণ সহকারি এবং ২৭৭৬ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

03/03/2025

১২ ঘন্টার মধ্যে নাটোর জেলা কমিটি বিলুপ্তি না করলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে- বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী Channel R

01/03/2025

সম্ভাবনাময় ও ঔষধিগুণ সমৃদ্ধ রোজেলা চা চাষে নতুন দিগন্তের সূচনা Channel R
রোজেলা চা একই গাছের ফল একেক নামে পরিচিত। কোথাও হিবিস্কাস ট্রি, চুক্কা, চুকাই বা চুকুর, চুকরি মেস্তা, কোথায় হরগোরা মেস্তা নামে এটি পরিচিত হলেও এর বৈজ্ঞানিক নাম রোজেলা। দেশের বিভিন্ন প্রান্তে পুষ্টিগুণ সম্পন্ন রোজেলা বৃক্ষের দেখা মেলে। অনেকেই বাড়ীতে রোজেলা বৃক্ষের ফলকে টক হিসেবে রান্না করে থাকেন। এছাড়া বর্তমানে রোজেলা বৃক্ষের ফল থেকে বিশেষভাবে তৈরী করা হচ্ছে রোজেলা চা যা ঔষধি ও পুষ্টিগুণ সম্পন্ন। রোজেলা চা খেতে টক ও মিষ্টি। এটি স্বাস্থ্যকরও বটে। গত ৫ বছর ধরে নাটোর সদর উপজেলার ঔষধি গ্রাম খ্যাত লক্ষীপুর খোলাবাড়ীয়া গ্রামের উদ্যোক্তা ও ব্যবসায়ী শহিদুল ইসলাম বানিজ্যিকভাবে পুষ্টি ও ঔষধি গুণসমৃদ্ধ রোজেলা চা’য়ের চাষাবাদ, প্রক্রিয়াজাত এবং বাজারজাতকরণ শুরু করেছেন। বর্তমানে রোজেলা চায়ের উদ্যোক্তা শহিদুল ইসলাম ১৫ বিঘা জমিতে রোজেলা চা’য়ের চাষ করছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে রোজেলা চায়ের পরিচিতি। প্রতিদিন এর কদর বেড়েই চলেছে।

সরেজমিনে নাটোর সদর উপজেলার ঔষধি গ্রাম খ্যাত খোলাবাড়ীয়ার পার্শ্ববর্তী গ্রাম কাঠালবাড়িয়া নতুন বাজার এলাকায় গিয়ে দেখা যায়, উদ্যোক্তা শহিদুল ইসলাম তার রোজেলা চা’য়ের জমির পাশে খোলা জায়গায় রোজেলা বৃক্ষের ফল রোদে শুকাচ্ছেন। ভাল মানের ফল বাছাই করছেন। যতœ সহকারে দেখাশুনা করছেন। তার পাশের লিজকৃত জমি গুলোতে রোজেলার চাষ করেছেন। কোন জমিতে ফল তোলা হয়েছে। কোনটিতে ফল আহরণের সময় আসন্ন। রোদে শুকানোর পরই পলিনেটযুক্ত স্থানে পুনরায় স্বয়ংক্রিয় ড্রায়ার মেশিনে শুকিয়ে প্রক্রিয়াজাত করা হয়। এর পরই মোড়কজাতকরণ করে বাজারজাত করা হচ্ছে। ইতোমধ্যে অনেকে অনুপ্রাণিত হয়ে সরেজমিনে শহিদুল ইসলামে প্রজেক্টে গিয়ে এর চাষাবাদ পদ্ধতি, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ বিষয়ে নিচ্ছেন পরামর্শ নিচ্ছেন। ইতোমধ্যে কাজের স্বীকৃতি স্বরুপ প্রথম আলো কৃষি পুরস্কার-২০২৪ এর সেরা কৃষি ব্যান্ড এ ভ‚ষিত হয়েছেন শহিদুল ইসলাম।
#রোজেলা #কৃষি #ঔষধিগ্রাম

Address


Telephone

+8801784928958

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel R posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel R:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share