19/04/2025
বাংলাদেশের মানুষ নির্বাচন চায়-দুলু
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। শহীদ জিয়ার আর্দশে এগিয়ে যাচ্ছে বিএনপি। জিয়াউর রহমানের আর্দশ বুকে ধারণ হরে নেতাকর্মীরা আজ সুসংগঠিত।
শনিবার(১৯ এপ্রিল) দুপুরে জিয়া পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটেরিয়ামে এক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলে
বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, এক সময় নাটোরে শহীদ জিয়ার আর্দশ ধারণ করার কোনো নেতা ছিল না। ১৯৮২ সালে নতুন করে আমি শুরু করেছিলাম। গত ১৫ বছর
বিএনপির অসংখ্যক নেতাকর্মী যত নির্যাতন, নিপীড়ন হয়েছে। আমাকে রাজনীতি থেকে সরাতে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দুলু বেঁচে থাকতে তাকে কোনো ভাবে সরাতে পারবে না। নিজের দলের কর্মীকে হত্যার অভিযোগে আমাকে হত্যা মামলার আসামী করা হলো। কত কষ্ট করে ৪৬ বছর বিএনপির পতাকা হাতে নিয়ে আলো ছড়াতে নির্যাতন, হামলা, মামলার শিকার হয়েছি। দুলু যদি চাঁদাবাজ হয়, তাহলে সারাদেশের নেতাকর্মী চাঁদাবাজ। সন্তান হয়ে যদি বাবাকে চাঁদাবাজ বলে এ দুঃখ কই রাখবো। আমাদের বিরুদ্ধে মিথ্যা অপ্রচার ও ষড়যন্ত্র করেও জনগণের বুক থেকে দুলুকে সরাতে পারেনি।
বিএনপি নেতা দুলু বলেন, নির্বাচনের জন্য তারেক রহমান এত বছর ধরে সংগ্রাম করছে। এ সংগ্রাম করতে বিএনপির নেতাকর্মীরা রক্ত দিয়েছে। সামনের নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দীর্ঘ বছর দেশের মানুষ নির্বাচনে অংশ নিতে পারেনি। আমি এ অন্তবর্ত্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবো, অতি শর্তে দ্রুত নির্বাচন দিন। আপনারা যত সংস্কারের কথা বলছে, তা সব সংস্কার তারেক রহমান দিয়েছেন। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচনে অংশ নিয়ে সরকারে যেতে চাই।
দুলু আরও বলেন, বিএনপিকে নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র করে কোনো সুফল পায়নি তারা। বিএনপি শহীদ জিয়ার আর্দশে এগিয়ে যাচ্ছে। শহীদ জিয়ার পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপি।
সেমিনারে নাটোর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে দেন- এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়াও বক্তব্যে রাখেন- জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, রাজশাহী জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিল্পব, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদসহ পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন|
#রাজনীতি #দুলু #রুহুলকুদ্দুসতালুকদারদুলু