24/10/2025
অপব্যয় ও অনৈতিক ব্যয় কমালে দেশের চেহারা বদলে যাবে : সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী
২৪/১০/২৫ খ্রিস্টাব্দ রোজ জুমাবার সকাল ০৮.৩০ মিনিট থেকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনতি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সেন্টার প্রতিনিধি ও সুধী সমাবেশের শুরুতে পবিত্র কুরআনে থেকে দারস পেশ করেন অধ্যক্ষ আবু মূসা খালেদ জমিল, প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কর্ম-পরিষদ সদস্য, সাবেক সাংসদ, সাবেক হুইপ মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, 'অপব্যয় ও অনৈতিক ব্যয় কমালে দেশের চেহারা বদলে যাবে, আমাদের উপর হওয়া জুলুম আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করি, আমাদেরকে শহিদ করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, রিমান্ডের নামে অমানবিক নির্যাতন করা হয়েছে, মামলা-হামলা করে এলাকা ছাড়া করা হয়েছে, চাকরি করতে দেয়া হয় নাই ঠিকমত, ব্যবসা-বাণিজ্য করতে দেয়া হয় নাই যথাযথ। বিগত সময়ে হওয়া উন্নয়নগুলোতে, অনৈতিক ব্যয় ও অপব্যয়ের অডিট হলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ জালিয়াতি করেছে বিগত স্বৈরাচারী সরকার।'
সূত্রমতে জানা যায়, নির্বাচনী সেন্টার প্রতিনিধি ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভি.সি ড. আবু বকর রফিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্মানীয় আমির জনাব আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবে আমির ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, লোহাগাড়া শাখার সংগ্রামী আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন, নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, সেক্রেটারি মাওলানা আনম নোমান, চট্টগ্রাম মহানগরী শাখার কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল আজিজ মোহাম্মদ শোয়াইব। সমাবেশে সভাপতিত্ব করেন, মাওলানা সলিম উল্লাহ, আমির, চুনতি ইউনিয়ন শাখা।
আরো উপস্থিত ছিলেন, চুনতি ইউনিয়ন শাখার সূরা ও কর্ম-পরিষদ সদস্যগণ, ওয়ার্ড সভাপতিগণ, সেন্টার কমিটি গুলোর আহবায়ক- সদস্য সচিব ও সদস্য বৃন্দ, ইউনিয়নের সুধীগণ।
প্রেস বিজ্ঞপ্তি।