E-info

E-info শিক্ষামূলক অনলাইন প্লাটফর্ম

সূচি
30/05/2025

সূচি

28/02/2023

মানবদেহ সম্পর্কে অজানা ও মজার ১৯ টি তথ্য , interesting facts about the human body

ভিডিওর ১ম পর্বে ৭ কলেজ ভর্তি বিষয়ের প্রয়োজনীয় তথ্য - এবং ধাপে ধাপে তুলে ধরব কিভাবে প্রস্তুতি নিলে কাঙ্খিত ফলাফল করা সম্ভ...
19/02/2023

ভিডিওর ১ম পর্বে
৭ কলেজ ভর্তি বিষয়ের প্রয়োজনীয় তথ্য - এবং
ধাপে ধাপে তুলে ধরব কিভাবে প্রস্তুতি নিলে কাঙ্খিত ফলাফল করা সম্ভব ।

Stay With Us For Accurate Information.🔰 আমাদের প্রকাশ করা ভিডিও দেখে নিতে পারেন-- 🔰ঢাবি অধিভুক্ত ৭ কলেজ ভর্তি সার্কুলার ২০২২ | DU 7 College Admission C...

"গনিম-আল-মুফতাহ্" এক নতুন বিস্ময়ের নাম!"গনিম-আল-মুখতাহ্" এর শরীরের নিচের অংশ নেই, জন্মের আগেই দুটো পা হারিয়ে ফেলেন।"কোডা...
22/11/2022

"গনিম-আল-মুফতাহ্" এক নতুন বিস্ময়ের নাম!
"গনিম-আল-মুখতাহ্" এর শরীরের নিচের অংশ নেই, জন্মের আগেই দুটো পা হারিয়ে ফেলেন।
"কোডাল রিগ্রেশন সিনড্রোম" রোগে আক্রান্ত গনিমের শরীরের নিম্নাংশ না থাকা সত্বেও তিনি গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেল।
তাঁর হাত ধরেই গতকাল বেজে উঠলো ফিফা বিশ্বকাপের দামামা। তিনিই ২০২২ সালের বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলের আসরের উদ্বোধন করলেন। তিনি গনিম-আল-মুখতাহ্।
"আল বাইয়াত ষ্টেডিয়ামের এই অনুষ্ঠান উপভোগ করলো গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ।
তিনি এখন কাতারের একজন প্রতিষ্ঠিত এবং বিখ্যাত ব্যক্তি। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্ত, সমর্থকবৃন্দ। তিনি একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পীকারও। তাঁর বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত, বর্ণময় হয়ে ওঠে হাজার বর্ণহীন জীবন।
গনিম যখন মাতৃগর্ভে রয়েছেন, তখনই আলট্রা-সাউন্ড মেশিনে ধরা পড়ে তাঁর শরীরের অবিকশিত অংশ।
ডাক্তার গর্ভপাতের পরামর্শ দেন।
কারণ, অপূর্ণাঙ্গ সন্তানের জন্ম দেওয়ার চেয়ে তাকে জঠরে হত্যা করে দেওয়া শ্রেয়।
গনিমের মাতা-পিতা এই সিন্ধান্ত মেনে নিতে পারলেন না।
কারণ, ইসলামের বিধান অনুযায়ী গর্ভপাত হলো চূড়ান্ত অপরাধ।
মাতা "ইমান-উল-আবদেলি" এবং পিতা "মুহাম্মদ-আল-মুফতাহ্" এটাকে মহান আল্লাহর সিন্ধান্ত হিসেবে মেনে নিয়ে, বিকলাঙ্গ সন্তানের জন্ম দিলেন।
মাতা পিতার উদ্দেশ্যে বলেন - "আমি হবো সন্তানের বাম পা, আর তুমি হবে তার ডান পা।
আমরা দুজনে সন্তানকে কখনো নিম্নাংশের অভাব টের পেতে দেবো না।"
5-ই মে 2002 সালে পৃথিবীর আলো দেখেন গনিম।
শিশুকাল থেকেই পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হয়ে পড়েন তিনি।
স্কুল, খেলার মাঠ সহ বিভিন্ন জায়গায় তাঁকে অপমানিত করা হতো।
তিনি এসবের তোয়াক্কা না করেই এগিয়ে যেতেন নিজ পথে, একেবারে নিজস্ব ছন্দে।
বন্ধুদের বোঝাতেন-তাঁর অসম্পূর্ণ শরীরের জন্য তিনি মোটেও দোষী নন।
আল্লাহ তাঁকে যে পরিমাণ অঙ্গ-প্রতঙ্গ প্রদান করে পাঠিয়েছেন, এর জন্য তিনি কৃতজ্ঞ।
নিজের সহপাঠী, বন্ধুবান্ধব-কে এসব বোঝাতে বোঝাতে নিজের অজান্তেই তিনি হয়ে ওঠেন একজন মোটিভেশনাল স্পীকার।
একদিন যাঁর ভুমিষ্ট হওয়া নিয়েই যথেষ্ট সন্দেহ ছিলো, তাঁর হাতেই উদ্বোধন হয়ে গেল বিশ্বকাপ ফুটবলের মতো বিশ্বের সবচেয়ে বিখ্যাত এক প্রতিযোগিতার আসর!
কাতারের ২০ বছর বয়সী প্রতিবন্ধী যুবক আজ সেদেশের শান্তির দূত হিসাবে গোটা বিশ্ব দরবারে পৌঁছে গেছেন।
এছাড়া তিনি একজন মোটিভেশনাল স্পীকার, কবি, সাহিত্যিক, দারুণ বক্তা হিসাবে আরব দুনিয়া তথা গোটা বিশ্বের কাছে সমাদৃত।
আজ তিনি কাতার সরকারের প্রধান প্রতিনিধি হিসাবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তুলে ধরলেন।
ধন্যবাদ, গনিম-আল-মুফতাহ্।"
শরীরের বাইরের মনের শক্তি কত যে তীব্র হতে পারে, তা বুঝিয়ে দিলেন আপনি। আমরা যারা সুস্থ হয়ে জন্মেছি, তারা আজ জানলাম, আমরা কত বেশি সক্ষম হয়েও আমরা খুব একটা শুকরিয়া আদায় করিনা। আমরা সক্ষম মানুষ হয়েও আমরা কেবল কিছুটা অলসতার কারনে বা ছোটখাটো নানা অজুহাতের দোহাই দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে ভয় পাই বা পারিনা।

১ম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের ৬৩৩২ মি. উঁচু দুর্গম ‘ডোলমা খাং’ পর্বতচূড়া জয় করলেন- ‘শায়লা বীথি’
07/11/2022

১ম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের ৬৩৩২ মি. উঁচু দুর্গম ‘ডোলমা খাং’ পর্বতচূড়া জয় করলেন-
‘শায়লা বীথি’

সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান হওয়ায় E-info পেজের পক্ষ থেকে অধ্যাপক সাবিহা সুলতানা ম্যামকে শুভেচ্ছা...
04/11/2022

সরকারি বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান হওয়ায় E-info পেজের পক্ষ থেকে অধ্যাপক সাবিহা সুলতানা ম্যামকে শুভেচ্ছা ও অভিনন্দন।

৭ কলেজের পেমেন্ট পদ্ধতি, পরবর্তী করনীয়,  মাইগ্রেশন এবং ক্লাস শুরু কবে সব বিষয় তুলে ধরা হয়েছে।
29/09/2022

৭ কলেজের পেমেন্ট পদ্ধতি, পরবর্তী করনীয়, মাইগ্রেশন এবং ক্লাস শুরু কবে সব বিষয় তুলে ধরা হয়েছে।

With Us For Accurate Information.🔰 আমাদের প্রকাশ করা ভিডিও দেখে নিতে পারেন-- নতুন নিয়মে ৭ কলেজের মাই...

28/09/2022

ইসলামিক স্টাডিজ সাবজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য 😍
বেটার কোয়ালিটিঃ https://youtu.be/pRFhMwRGOBw

15/07/2022

ইউনিটভিত্তিক আবেদনের যোগ্যতা—

১. বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.০০ হতে হবে।

২. বাণিজ্য ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয় সহ জিপিএ ৬.৫০ হতে হবে।

৩. কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৬.০০ হতে হবে।

পরীক্ষার তারিখ—

১. বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট।

২. কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ আগস্ট।

৩. বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট।

10/06/2022

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801797363220

Website

http://www.facebook.com/einfoOfficial

Alerts

Be the first to know and let us send you an email when E-info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E-info:

  • Want your business to be the top-listed Media Company?

Share