Freelancer Ahsan Habib

Freelancer Ahsan Habib I'm Ahsan Habib. I'm
Expert in Social Media Marketing, Facebook & Google Ads, SEO, Email Marketing, Graphics Design, and more. Welcome to Freelancer Ahsan Habib!

Helping businesses grow globally. 🌍

📩 Message me for professional services! I am your dedicated professional offering a wide range of freelancing services to clients worldwide. With expertise across various digital marketing and creative solutions, I aim to help businesses grow, connect, and succeed in the global marketplace.

🎯 Services Offered:
Digital Marketing:

Social Media Marketing: Strate

gy, content creation, and audience engagement. Facebook Ad Campaigns: Expert ad management for targeted reach and conversions. Facebook Boost Services: Maximize post visibility, reach, and engagement. Google Ads Management: High-performing campaigns to drive traffic and sales. SEO Services: On-page, off-page, and technical SEO for better search rankings. Keyword Research: Strategic keyword analysis to dominate your niche. Email Marketing & Lead Generation:

Email Marketing: Campaigns that convert into sales. Email Signature Design: Professional email branding for better communication. Lead Generation: High-quality leads tailored to your industry. Content Creation & Branding:

YouTube Channel Creation: From setup to optimization and growth strategies. Content Writing: Blogs, articles, website copy, and social media captions. Graphics Design: Logos, banners, posters, brochures, and more

Photo Editing: Creative retouching, enhancements, and professional editing. Business Support & Development:

page Setup: Build and optimize your professional business page. Virtual Assistance: Administrative tasks, customer support, and data entry. Online Store Setup: Create e-commerce websites and manage products.

📩 Why Choose Me? Professional services tailored to your business needs
Fast turnaround and global reach for all countries
Proven results with attention to detail.

🌍 Serving Clients Worldwide
No matter where you’re located, I’m here to help your business thrive.

📩 Let’s Work Together! Message me today for expert services and solutions that deliver real results. Let’s take your business to the next level! This bio reflects your services on a global scale and highlights your ability to cater to clients in all countries. Let me know if there’s anything else you’d like to adjust!

Professional Facebook Business Page  And Full Setup Of Facebook Meta.Do you want to professionally create, setup and opt...
14/01/2025

Professional Facebook Business Page And Full Setup Of Facebook Meta.

Do you want to professionally create, setup and optimize Facebook business pages? Then you are in the right place. I am experienced in this matter. You contact me.

📣 OUR SERVICE ...

✔️Facebook Business Page Create.
✔️Professional Page Setup.
✔️SEO Friendly Optimization.
✔️Premium Logo & Cover Photo.
✔️Add Business Details.
✔️Add CTA Button.
✔️Custom URL Setup & More...

✅ আপনি কি প্রফেশনাল ভাবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, সেটআপ এবং অপটিমাইজ করতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় আছেন । আমি এই বিষয়ে অভিজ্ঞ। আপনি আমার সাথে যোগাযোগ করুন।

📣 আমাদের সার্ভিস সমুহ :

✔️ফেসবুক বিজনেস পেজ তৈরি করুন।
✔️প্রফেশনাল পেজ সেটআপ।
✔️SEO বন্ধুত্বপূর্ণ অপ্টিমাইজেশান।
✔️প্রিমিয়াম লোগো এবং কভার ফটো।
✔️ব্যবসার বিবরণ যোগ করুন।
✔️ CTA বোতাম যোগ করুন।
✔️কাস্টম URL সেটআপ এবং আরো...

🔰 কিওয়ার্ড কি..? 🔰 কিওয়ার্ড কত প্রকার ও কি কি..?🔰 আমরা ইন্টারনেটে কোনো কিছু খুঁজে বের করার জন্য সার্চ ইঞ্জিনে যা লিখে ...
07/03/2024

🔰 কিওয়ার্ড কি..?
🔰 কিওয়ার্ড কত প্রকার ও কি কি..?

🔰 আমরা ইন্টারনেটে কোনো কিছু খুঁজে বের করার জন্য সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করি সেটিই কিওয়ার্ড। মনে করুন, আপনি একটি আইটি ট্রেনিং সেন্টার খুঁজছেন, তাহলে প্রথমে কি করবেন? আপনি হয়তো সার্চ ইঞ্জিনে লিখবেন “IT training center in Dhaka” আপনি যে শব্দ সমষ্টি লিখে সার্চ দিলেন এটি একটি কিওয়ার্ড। এটি যেমন একটি মাত্র শব্দ হতে পারে আবার একাধিক শব্দের সমন্বয়ে একটি পূর্ণ বাক্যও হতে পারে।

🔰 কিওয়ার্ড কয়েক প্রকারের রয়েছে। এসইও এর কাজ করতে হলে এ সম্পর্কে জানা জরুরি। তা না হলে কোনো কিওয়ার্ড কোথায় ব্যবহার করা হয় তা আপনি বুঝতে পারবেন না।

🔰 কিওয়ার্ড এর প্রকারভেদ স্থান, কাল, ও সময়ভেদে কিওয়ার্ড এর অনেকগুলো প্রকার রয়েছে। তবে ডিজিটাল মার্কেটিং সেক্টরে সাধারণত ৯ ধরনের কীওয়ার্ড দেখতে পায়। যথাঃ

১। SHORT-TAIL KEYWORD
সাধারণত একটি বা দুটি শব্দ নিয়ে গঠিত কিওয়ার্ডগুলোকেই শর্ট টেল কিওয়ার্ড বলে। যেহেতু এই কিওয়ার্ডে শব্দ কম থাকে তাই এর সার্চ ভলিউম অনেক বেশি থাকে একই সাথে অনেক প্রতিযোগিতামূলক কিওয়ার্ডগুলো। মনে করুন, আপনি বই শব্দটি লিখে সার্চ দিলেন। এখন সার্চ রেজাল্টে অনেক ওয়েবসাইট দেখাবে যেগুলো বই সম্পর্কিত। কারণ বই শব্দটি কমন একটি শব্দ।শর্টেইল কিওয়ার্ডের শব্দগুলো সাধারণত কমন হয়।বিধায় এগুলোতে অনেক সার্চ ভলিউম থাকে।

২। LONG-TAIL KEYWORD
সাধারণত তিন শব্দের বেশি গুলোকেই লং টেইল কিওয়ার্ড বলা হয়। শর্ট টেল কিওয়ার্ড এর চাইতে এটি অনেক বেশি স্পেসিফিক হয় বিধায় সার্চ ভলিউম তুলনামূলক কম থাকে এবং প্রতিযোগিতাও অনেক কম থাকে। এ কারণে এসব কিওয়ার্ড দিয়ে ওয়েবসাইটকে র‌্যাংক করা সহজ হয়।

৩। SHORT-TERM FRESH KEYWORD
এটি এমন এক ধরনের কিওয়ার্ড যা অতি স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়। এই কীওয়ার্ডগুলো সাধারণত সম্প্রতি ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে। মুলত্ব এ ধরনের কিওয়ার্ড ব্যবহৃত হয় মার্কেটিং সংক্রান্ত প্রচারণার জন্য, ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর জন্য বা সাম্প্রতিক কোনো ঘটনার উপর ভিত্তি করে সংবাদ বা আর্টিকেলের লেখার জন্য। যেমন, SSC Result 2023। নির্দিষ্ট সময়ে ছাত্র ছাত্রীদের রেসাল্ট দেখা শেষ হলে কেউ কিন্তু আর এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে না।

৪। LONG-TERM EVERGREEN KEYWORD
এই কিওয়ার্ড গুলো সাধারনত অনেক সময় দীর্ঘস্থায়ী হয়ে থাকে। অথ্যাৎ এটি এক ধরনের কিওয়ার্ড যার তথ্য আজকেও দরকার হবে এবং ৫ বছর পরেও দরকার হবে, এগুলো এতটাই গরুত্বপূর্ণ তথ্য যে আপনার পুরো জীবনেও সেই তথ্যটি প্রয়োজন হবে।এই ধরনের কীওয়ার্ডগুলি দিয়ে সাধারণত দীর্ঘ মেয়াদী টপিক সম্পর্কে জানার প্রয়োজন হয় তাই এদেরকে লংটার্ম এভারগ্রিন কীওয়ার্ড বলা হয়। যেমন, কিভাবে সাতার কাটতে হয়? এ সমস্ত প্রশ্ন মানুষ যুগ যুগ ধরে করে আছতেছে।

৫। PRODUCT DEFINING KEYWORD
প্রোডাক্ট ডিফাইনিং কীওয়ার্ড হল বিশেষ বর্ণনামূলক শব্দ বা বাক্য যা একটি নির্দিষ্ট পণ্য বা সেবা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে। এ ধরনের কিওয়ার্ডের মাধ্যমে পণ্যের সবচেয়ে ভাল দিকগুলো সুন্দরভাবে বর্ণনা করা হয়। প্রোডাক্ট ডিফাইনিং কীওয়ার্ড সম্পর্কে আপনার সঠিক জ্ঞান থাকলে এটি আপনার ব্যবসার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। যেমন, গরমের পাতলা জামা।

৬। CUSTOMER DEFINING KEYWORD
যে কিওয়ার্ড এর মাধ্যমে প্রোডাক্ট সেল করার জন্য নির্দিষ্ট কাস্টমার খুজে বের করাই হয় তাকে Customer defining keyword বলে। কাস্টমার ডিফাইনিং কীওয়ার্ড সাধারণত ক্রেতাদের প্রশ্ন বা সমস্যার সম্পর্কে আলোচনা করে ও কাস্টমারদের সমস্যার সমাধান করার উপায় সম্পর্কে বর্ননা করে। যেমন, শিশুদের গরমের জামা কাপড়।

৭। GEO-TARGETING KEYWORD
কোন একটি নির্দিষ্ট এলাকার মানুষদেরকে টার্গেট করে এসইও অপটিমাইজেশন করার জন্য যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলোকে জিও টার্গেটিং কিওয়ার্ড বলে। এই কীওয়ার্ডগুলো ব্যবহার করে একটি নির্দিষ্ট লোকেশন ভিত্তিক সার্চ ইঞ্জিন মার্কেটিং ক্যাম্পেইন করা যায়। এছাড়াও এটি আপনার ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে যখন আপনি নির্দিষ্ট এলাকা, শহর বা দেশে পণ্য বিক্রি করতে চান। যেমন, Best hotel in Uttara।

৮। LSI KEYWORD
LSI কীওয়ার্ড হল এমন এক ধরনের শব্দ বা বাক্য যা একটি নির্দিষ্ট কীওয়ার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে। এই কিওয়ার্ডগুলো সাথে অন্যান্য কীওয়ার্ডের সম্পর্কযুক্ত হওয়ায় একটি আর্টিকেলকে আরো অর্থবহ করে তোলে। তাছড়া এটি আপনার আর্টিকেলের কনটেন্ট কে সার্চ ইঞ্জিন র‌্যাঙ্কিং এ উপরে উঠতে সাহায্য করে। উদাহরুস্বরূপ, অনলাইন ফ্রীল্যান্সিং এর LSI কিওয়ার্ড হচ্ছে, কিভাবে অনলাইন ফ্রীল্যান্সিং করব?, অনলাইন ফ্রীল্যান্সিং করার সহজ উপায়।

৯। INTENT TARGETING KEYWORDS
যে কিওয়ার্ড দিয়ে কি, কেন, কিভাবে এবং কোথায় ব্যবহার করে প্রশ্ন ও উত্তর প্রদান করা হয় তাকে Intent targeting Keywords বা অভিপ্রায় টার্গেটিং কীওয়ার্ড বলে। ইন্টেন্ট টার্গেটিং কীওয়ার্ডগুলি সাধারণত ব্যবহার করা হয় পণ্যের মার্কেটিং প্রচারণা বা পণ্যের প্রমোশনের সময়।

Address

Sirajganj

Telephone

+8801781553882

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Ahsan Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Ahsan Habib:

Share