Ishu's DREAM WAVE

  • Home
  • Ishu's DREAM WAVE

Ishu's DREAM WAVE ১০০%আসল জিনিস এর মাঝ থেকে আপনার প্রয়োজনীয় সকল জিনিস এখানেই পাবেন।।।।

05/02/2024
13/11/2023

কিছু মানুষ সবসময় একা থাকতে ভালোবাসে।
তারা একা খায়, একা ঘুমায়, একা ঘুরতে যায়, একাই কথা বলে।
খুব ভালো নয় বিষয়টা।
তবুও এইসব মানুষকে আমি সম্মান করি।
কারো উপর নির্ভর না করে বেঁচে থাকতে পারে। ভালোবাসা, সম্পর্ক, পরিবার নিয়ে মাথাব্যথা নেই। কেউ থাকলে সম্পর্ক, নয়তো একাকী। বৈচিত্র এদের টানে না। টানতে পারেও না। খুব শক্ত করে মনটাকে বেঁধে তামার কলসিতে মুখ বন্ধ করে রেখে দেয়। কেউ কেউ এসে বাজিয়ে দেখে। ভিতর থেকে শব্দ ও আসে। কিন্তু কেউ কথা বলে না। শব্দ না বললে, মানুষের আভভাবে অন্যে পাগল ভাবে।
একা মানুষ গুলো একরকম পাগল।
খেতে পেলে খায়, নয়তো ঘুমিয়ে থাকে। রাতে ঘুমিয়ে গেলে তাদের খিদে পায় না। ঘুমিয়ে রাত পার করে সকালে আবার কাজ। খিদের জ্বালা টুকু ভালোবাসা ভুলিয়ে দেয়। ওরা পথ চলে।
আবার একা থাকে, একা ঘুমায়।
শব্দ করে কাঁদে একমাত্র ভোররাতে।
সম্পর্কের মানুষগুলো তখন একে অপরের মধ্যে মত্ত।
তখন ওরা কাঁদতে থাকে। চিৎকার করে নয়। অল্প আর ধীরে। কেউ শুনতে পায় না। শুনতে দেওয়া হয় ও না। আমি তাদের গল্প লিখতে চাই। তাদের চিনতে ও চাই। তাদের মতো হতেও চাই।
হারতে যাদের ভয় নেই তারাও একদিন হারিয়ে ফেলে, জানো তো?

--- অনিবেন্দ্র 🍁

এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাত মনের এক গোপন কথা তোমায় বলতে চাই,,,,,,,,,
30/09/2023

এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাত
মনের এক গোপন কথা তোমায় বলতে চাই,,,,,,,,,

21/09/2023

জানেন ভাবি, এই তীব্র গরমেও আমি না খুব সুখেই আছি।
থাকব না কেন? বাসায় কারেন্ট আছে, আইপিএস আছে, এসি আছে।

রান্নাঘরে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে, অন্য আট, দশজনের মতো আমি দরদর করে ঘামতে থাকি না। কিছুক্ষণের জন্য এসির নিচে বসতে পারে।

কিন্তু সমস্যা হচ্ছে, সাহেব যখন বাসায় থাকে না, তখন এসির রিমোটটা সরিয়ে রেখে যান।

ফ্যান আছে তো! আবার এসি কেন? বিল উঠবে তো! গতমাসে একবার সতেরো হাজার টাকা বিল এসেছে।

বলি বিলটা তো আর আমি দেই না। বিল আবার কোথা থেকে দেব? বিশ বছরের বিবাহিত জীবনে বিশ টাকা রোজগার করে সংসারে দিতে পেরেছি? বসে বসে অন্ন ধ্বংস করা ছাড়া।

জানেন ভাবি, আমাদের একটা মার্সিডিজ গাড়িও আছে। ম্যালা টাকা দাম। প্রায় এক কোটি টাকা। জানেন কয় ডিজিটে এক কোটি হয়? জানেন হয়তো। আমিও জানি। কারণ সাহেব প্রায় বলে তো! ৮ ডিজিটে হয় এক কোটি।
বলতে হয়, না বললে ভুলে যাই যে!

বাজারে গেলেও গাড়ি, স্কুলে গেলেও গাড়ি, বাবার বাড়িতে গেলেও গাড়ি।
কেনরে বাপু! রাস্তায় এত বাস, সিএনজি কেন আছে? একটায় চড়ে চলে গেলেই তো! বড়জোর বিশ টাকা লাগবে!

জানেন ভাবি, আজ ডাক্তারের কাছে যাব। কিন্তু ভাবতেই কেমন হাঁপিয়ে যাচ্ছি, সরকারি হাসপাতালে গিয়ে টিকেট কেটে, লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখানো বিরাট হ্যাপা।

না, না, সমস্যা আমার প্রকট কিছু না, শুধু টয়লেট চেপে রাখতে রাখতে কোষ্ঠ কাঠিন্য হয়ে গেছে।

টয়লেট চেপে না রেখে আসলে উপায়ও ছিল না, আমি ওয়াশরুমে গেলে না-কি বিকট গন্ধ হয়। উনি ভীষণ রাগারাগি করেন। না করে উপায় আছে? উনার আবার গন্ধ সহ্য হয় না। বড়, বড় ছেলে, মেয়ের সামনে বিষয়টা নিয়ে কথা শুনতে বড় লজ্জা লাগতো। তাই তো ইচ্ছে, অনিচ্ছে টয়লেট চেপে বসে থাকতাম।

আপনি হয়তো বললেন, হয়তো সমস্যা হয়েছে, ভালো কথা। কতটাকা আর ভিজিট লাগবে, একটা প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখালে তো আর কষ্ট হতো না।

বোকা! প্রাইভেট ক্লিনিকে কেন যাব? সরকার কত কোটি, কোটি টাকা বিনিয়োগ করেছে স্বাস্থ্য খাতে। কত বড় বড় ডিগ্রিধারী ডাক্তার সেখানে। আমাদের সৌখিনতার জন্যই রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়।

জানেন ভাবি, গতকাল আব্বা - আম্মা এসেছিল আমায় দেখতে। আজ অবশ্য চলেও গেছেন। বাসায় কত কাজ!

কী ভেবেছেন? বাবা-মাকে আপ্যায়ন করার জন্য দুবাই থেকে আনা কোকারিজের জিনিসপত্র আবার শোকেচে সাজিয়ে রাখার কাজ!

না, না এত ঝামেলা করতে যাইনি। পাড়ার মোড়ের দোকান থেকে আঠারোশ টাকা দিয়ে কেনা ডিনারসেটটা দিয়েই কাজ সেরেছি।
কাচের তো, বাবা - মা কি এত কিছু বুঝেন?

এগুলো আসলে দামী কোকারিজ যত্রতত্র বের করার অনুমতি নেই। ছোট ননাশ যখন লন্ডন থেকে ফিরবে তখন বের করব, আর না হয় অফিসের বস বাসায় আসলে।

আগামী সপ্তাহে আন্নার বিয়ে, শহরের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে হবে। শত শত মানুষের উপস্থিতি থাকবে। সবাই শাড়ি, গয়না, সাজ, পোশাক নিয়ে পরিকল্পনা করছে।

আমার অবশ্য এত পরিকল্পনা নেই। কি নিয়ে পরিকল্পনা করব? ঐসব সোনার গয়না, টয়না আমার নেই, আমি পরি না। গোল্ড প্লেটের একসেট কিনে নিয়েছি বাইশশ টাকা দিয়ে। সেটা দিয়েই বিয়ে, জন্মদিন আর বউভাতের কাজ সারি।

কী দরকার লক্ষ লক্ষ টাকার সোনা গায়ে জড়ানোর! বাবা- মা বিয়ের সময় কিছু দিতে পারেনি তো! সেই টাকা দিয়ে আশিয়ান সিটিতে একটা প্লট বরাদ্দ দেয়া যায়।

আমার সাহেব কিন্তু ভীষণ ভালো, কোনো নারী লোভ নেই। নেশা, ভাং কিছু করে না। বন্ধু- বান্ধব নিয়ে বাহিরে আড্ডাও দেয় না। শিক্ষিত তো, চাকরিও করে বেশ বড় পদে।

আমি না বেশ সুখেই আছি। আমার গাড়ি আছে, বাড়ি আছে। পরিচয় দেয়ার মতো স্বামী আছে।

যাই হোক, সব জিনিস ব্যাবহারে একটু সাশ্রয় আমি না হয় করি, তাতে কি! মেয়েদের একটু হিসাবি হতে হয়। তবেই সংসারের উন্নতি

আমার এত এত সুখ দেখে আপনি আবার হিংসা করবেন না।

জানেন ভাবি, আমি না বেশ সুখেই আছি। অদৃশ্য সুখ। অস্পর্শ সুখ।

Courtesy Kamrun Nahar Mishu

মাঝে মাঝে ‘পথের পাঁচালী’ এর দুর্গা হতে ইচ্ছে করে। এলোমেলো রুক্ষ চুল, ফ্যা'কা'সে শাড়ি। ইচ্ছে করলেই মুক্ত পাখির মতন উড়ে বে...
20/09/2023

মাঝে মাঝে ‘পথের পাঁচালী’ এর দুর্গা হতে ইচ্ছে করে। এলোমেলো রুক্ষ চুল, ফ্যা'কা'সে শাড়ি। ইচ্ছে করলেই মুক্ত পাখির মতন উড়ে বেড়ানোর সাধ, দ'স্যি মেয়ে হয়ে এগাছ থেকে ওগাছে ফল পারতে উঠা। কখনো বা এক দৌড়ে ঘাসবন পেড়িয়ে ট্রেন দেখতে যাওয়া। বান্ধবীদের সাথে বনভোজন করে ধোয়ায় চোখ লাল করা। গাছের ডালে বসে খিলখিলিয়ে হাসা। আরো কতো দ'স্যিপনা! তারপর একদিন অ'কালে, ম'র'ন জ্বরে টুপ করে নিভে যাওয়া।

আহ্! কত্তো ভালো হতো দুর্গার জীবনটা পেলে। তাহলে হয়তো এসব ডি'প্রে'শন, ফ্রা'স্টে'শন, হে'জি'টেশন কিছুই ছুঁতে পারতো না। শুধু ওড়ার তৃপ্তি নিয়ে বিদায় নেওয়া যেতো।

কিন্তু আফসোস! আমরা যে চাইলেই সব কিছু পারি না। কিছু আমাদের ভাগ্যে থাকে না আর কিছু থাকে নাগালের বাইরে। আর এটাই জীবন!

_ নাবিলা তাসনিম
ফটো ক্রেডিট : Payel Guha

Earlier when I saw this picture.... didn't understand the meaning behind it... .It turns out that the cat has seen a sna...
20/09/2023

Earlier when I saw this picture.... didn't understand the meaning behind it... .

It turns out that the cat has seen a snake's tail sticking out of a small hole and the cat thought that it was a rat's tail, so he wanted to pull it and tease it until it came out... .

Then I realized that... This photo is the work of the famous Italian illustrator Marco Melgrati,

the meaning of his painting: "You never know who you're playing with, without knowing the risks, because we are packed with today's qualities like ignorance, show-off, hard work, quick solutions etc.".

In today's fast & busy life, what we see is only a tiny fraction of the truth....

If we see others suffering of health closely, their lives burdens on others, chasing hope, counting days, away from joy of celebrations, away from charm & professionalism etc. etc.

What are we doing ?? We consider health conditions as rat's tail & never guess that the real cobra behind the wall.

So give priority to your health.
Never ignore your health conditions.
Don't play with cobra's tail by considering it as a rat's tail.
Finally, life does matter, so health is important.

Remember this picture: You can't see the whole picture. If you could see the whole picture, you would understand that what we think of small, is actually much bigger than us. Learn health secrets with Dr M. A. Chaudhary.

So let's take care of your health conditions & stay healthy.
Hopefully by sharing this you can help build awareness of wellbeing.

Health is the new luxury of this era...♥️

Address


Telephone

+8801707813571

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishu's DREAM WAVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ishu's DREAM WAVE:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share