Aashiq vlogs

Aashiq vlogs Hi! I’m RT Aashiq. On my channel, you will find blogging channel. I love Tours and travels and sharing my experiences with you.

Subscribe to see more tour, travel,motor vlog, and Travel the world on your feed!

- আমাদের উত্তরা সেক্টর - ৭, রোড -৯(A) সন্ধ্যার দিকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে।সেখানে দেখা যায় একটা ছেলেকে দুজন সন্ত্রাস...
17/02/2025

- আমাদের উত্তরা সেক্টর - ৭, রোড -৯(A) সন্ধ্যার দিকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে।সেখানে দেখা যায় একটা ছেলেকে দুজন সন্ত্রাসী রামদা দিয়ে কোপ দেয়....
ভিডিওটা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে!! আমার ভালো লেগেছে এই জিনিসটা দেখে আগে যেখানে দেশের মানুষ এক সময় কেউ কারো বিপদে এগিয়ে যেতে চাইতো না বা সাহস পেত না আজ কিন্তু তারা এটা হতে দেয় নাই!!তারা ঠিকই দূর্বৃত্তদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে সমর্পণ করে!!
এমন জনগনই চাই আমরা,এমন সাহসী জাতিকে কেউ দাবাইয়া রাখতে পারবে না ইনশাআল্লাহ!!

07/11/2024
28/07/2024

যারা যারা ফ্রি ৫ জিবি ইন্টারনেট পাওনি, তোমরা বংশগত রা'জাকার! 🙂🤣🤣

😊
20/07/2024

😊

09/07/2024

আমি এখন নিজের পরিচয় দিচ্ছি গর্তজীবী নামে। ধানমন্ডির যে ফ্ল্যাটবাড়িতে থাকি তাকে বলছি গর্ত। নিজেকে নিয়ে ছড়াও বানিয়েছি- "বাইরে যাবো মরতে? থাকবো আমি গর্তে।"
—হুমায়ূন আহমেদ (কাঠপেন্সিল)

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভ...
26/06/2024

ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইলো। আওরঙ্গজেব তখন পিটায়-পাটায় ব্রিটিশদের ভারত ছাড়া করলো।

তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে। সুবেদারদের ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ালো। দুটো জাহাজ ভেড়ানোর অনুমতি পেলো।

তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইলো, তারপর মালামাল রাখার ওয়্যারহাউজ। তারপর একদিন ওয়্যারহাউজে চুরি হলো, ওয়্যারহাউজে বাউন্ডারি দিলো। ব্যবসা বাড়লো।

তারপর ওয়্যারহাউজ চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার বাংলো হলো। বাংলোর নিরাপত্তায় পাহাড়াদার এলো। উঁচু প্রাচীর হলো। সৈন্য এলো। দুর্গ হলো। এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে।

২০০ বছরের গোলামীর রাস্তা শুরু হয়েছিলো দুটো জাহাজ ভেড়ানোর ঘাট দিয়ে।

ভারত রেল ট্রানজিট নিবে, তারপর রেলে দামি পন্য বহন করবে, কিছু উচ্ছৃঙ্খল বাঙালি (!) রেলে হামলা করবে। নিরাপত্তায় সৈন্য আসবে, ঘাটি হবে। ব্যবসা বাড়বে। দুর্গ হবে।

তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো!



সংগৃহীত

Address


Alerts

Be the first to know and let us send you an email when Aashiq vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aashiq vlogs:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share