Abdullah As sayem

  • Home
  • Abdullah As sayem

Abdullah As sayem I can't make music to make money, i make money to make music.

21/07/2025

Anonymous Main Page is a Fake Scam Page.

Don’t Get Panicked..

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট।

তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য।

তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

21/07/2025

পাইলট তৌকির ইসলাম মারা গেছেন।
বিকাল ৩টা ৪২ মিনিটে সিএমএইচের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

21/07/2025

এখনও বেঁচে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, পালস পেয়েছেন চিকিৎসকরা

যা ঘটেছে এবং এখনও যা ঘটে চলেছে, তা অকল্পনীয় বেদনার। আমাদের হৃদয় চূর্ণবিচূর্ণ আমরা গভীরভাবে মর্মাহত, বিপর্যস্ত।এই মুহূর...
21/07/2025

যা ঘটেছে এবং এখনও যা ঘটে চলেছে, তা অকল্পনীয় বেদনার। আমাদের হৃদয় চূর্ণবিচূর্ণ আমরা গভীরভাবে মর্মাহত, বিপর্যস্ত।

এই মুহূর্তে সংবাদকর্মীদের, বিশেষ করে টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার প্রতি বিনীত অনুরোধ
আক্রান্ত শিশুদের রক্তাক্ত ও আহত অবস্থার ছবি বা ভিডিও লাইভ সম্প্রচার করবেন না।
যদি দেখানও, অনুগ্রহ করে দৃশ্যগুলো ঝাপসা করে দিন, ধাক্কা দেওয়ার মতো করে তুলে ধরবেন না।

ওরা আমাদের সন্তান। ওদের প্রতি আমাদের দায়িত্ব, ভালোবাসা, প্রার্থনা সবটুকুই নিঃশর্ত।
এই দুর্বিষহ সময়ে ওদের পাশে থাকুন, মানবিক থাকুন।

21/07/2025

একটি বিশেষ ঘোষণা :-
যারা মানুষের সেবায় রক্ত দান করে থাকেন তারা দ্রুত এই হাসপাতালগুলোতে দ্রুত যাবেন এবং আপনার আশেপাশের সবাইকে অনুরোধ করবেন যেতে
। প্রচুর রক্ত লাগবে। প্লিজ সবাই নিজ নিজ অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

1. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
2. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
3. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
4. কুয়েত মৈত্রী হাসপাতাল
5. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
6. মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত লাগতে পারে।

দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।
fans

21/07/2025
এই বাচ্চা টা কে কেউ চিনলে জানাবেন প্লিজ? ও আমার স্কুল ফ্রেন্ড এর ভাই এর অফিসে আছে , সেফ আছে তবে ও ওর কোনও ঠিকানা পরিচয় ...
21/07/2025

এই বাচ্চা টা কে কেউ চিনলে জানাবেন প্লিজ? ও আমার স্কুল ফ্রেন্ড এর ভাই এর অফিসে আছে , সেফ আছে
তবে ও ওর কোনও ঠিকানা পরিচয় কিছু বলতে পারছে না 🙂

কেউ চিনতে পারলে আমাকে ইনবক্স করলেও হবে 🙂

© Mudassir Tonmoy

Contact number 01913333651

ছেলেটিকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে। আহত বাচ্চাটির অভিভাবকের খোঁজ পাওয়া য...
21/07/2025

ছেলেটিকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বার্ন ইউনিটে নেওয়া হচ্ছে। আহত বাচ্চাটির অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি এখনো। যদি কেউ চিনে থাকেন তাহলে অতি দ্রুত নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন:

০১৮১১৬৯৬০৩৩

গোপালগঞ্জের ঘটনায় নেতাদের তাৎক্ষণিক  প্রতিক্রিয়া।।আর্কাইভ ফটো।
17/07/2025

গোপালগঞ্জের ঘটনায় নেতাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া।।
আর্কাইভ ফটো।

12/07/2025

গত ৯ মাসে দেশজুড়ে খুন, ধর্ষণ ও নানা সামাজিক বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও ইন্টেরিম সরকার ও প্রশাসনকে সমকামী আর যৌনকর্মীদের অধিকার নিয়ে বেশি সক্রিয় দেখা যাচ্ছে। অথচ দেশের সাধারণ মানুষের প্রাণহানি ও বিচারহীনতা নিয়ে তাদের তেমন উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি।

সম্প্রতি একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে ৯ তারিখে, কিন্তু প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হয় ভিডিওটি ১১ তারিখে ভাইরাল হওয়ার পর। প্রশ্ন হলো—এর আগে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল?

স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ, অনুগ্রহ করে তদন্ত করে দেখুন ঘটনার পরপরই পুলিশ কী ধরণের পদক্ষেপ নিয়েছে। যদি তারা দায়িত্ব পালনে গাফিলতি করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

অপরাধীদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে প্রয়োজনে প্রকাশ্যে। যাতে সমাজে স্পষ্ট বার্তা যায়, অপরাধ করে কেউ পার পাবে না।

আমরা রাষ্ট্রের শত্রু নই। কিন্তু যদি অধিকার না দেন, তাহলে জনগণ তাদের অধিকার নিজেরাই আদায় করে নেবে এটাই স্বাভাবিক।

11/07/2025

২ মাস ধরে হুমকি দিয়েছে।
এরপর মারতে মারতে উলঙ্গ করেছে।
মাথায় পাথর মেরে খুন করেছে।
বাট লাশ লুকায়নি।
বরং হাত পা ধরে লাশ বাজারের মাঝখানে এসে রেখেছে।
তারপর স্লোগান দিতে দিতে সেই উলঙ্গ লাশের উপর উঠে নৃত্য করেছে।
যাতে সবাই বোঝে চাঁদা না দেওয়ার পরিণাম কী হতে পারে।
আর এখন?
এখন এসে সেই খুন করার ভিডিও বা প্রতিবাদ করা পোস্টে এসে হাহা দিতেছে।
না,দলটার নাম আওয়ামী লীগ না।
দলটার নাম বিএনপি।
যাদের হাতে আমাদের ভবিষ্যত। যাদের হাতে আমাদের দেশ।
এখন প্রতিবাদের বাইরে আমার আর আপনার দায়িত্ব কী?
চাঁদার টাকা রেডি করেন।
নাহলে নিজের লাশের উপর নৃত্য করা পর্যন্ত ওয়েট করেন।
আর হ্যাঁ, ওরা মন চাইলে রেপ করবে, মন চাইলে খুন করে সেই লাশের উপর উইঠা নাচবে।
তাদের কিছুই বলা যাবে না।
বললেই আপনি শিবির, আপনি খুব খারাপ,আপনি মিডিয়া ট্রায়াল করছেন।
যাই হোক, এসব বাদ দিয়ে ৩১ দফাটা মুখস্ত করে ঘুমান।
বাংলাদেশ জিন্দাবাদ!!
--
আমার জীবনে এর চেয়ে বিভৎস ভিডিও আমি আর দেখি নাই।
এরপরও আমি বলব, এই ভিডিওটা আপনার দেখা উচিত।
আপনারা জানা উচিত, কাদের হাতে আপনি দেশ তুলে দিতে যাইতেছেন।
আপনার জানা উচিত, এই বিভৎসতা শুধু ওদের কর্মীরা না,স্যুট বুট পরা ওদের দলের কথিত বুদ্ধিজীবীরাও এই লেভেলেরই জানোয়ার।
এই খুন করা জানোয়ার আর খুন দেখেও চুপ থাকা জানোয়ার, এদের হাতেই পড়তে যাইতেছে আমাদের দেশ।
ভোট দেওয়ার আগে আপনার এই ভিডিওটা দেখা উচিত।
যতই ট্রমা লাগুক, আপনার জানা উচিত, আপনার ,আপনার সন্তান আর আপনার দেশকে আপনি কোন জানোয়ারদের হাতে তুলে দিতে চাইতেছেন।
কমেন্টে লিঙ্ক দিলাম।
মেয়েরা আর শিশুরা দেইখেন না, প্লিজ।
আমার নিজের পেট আর মাথা গুলাইতেছে গত এক ঘন্টা যাবত।
বাকিরা দেখেন।
আপনার সোনার বাংলাদেশের ভবিষ্যৎ দেখেন।
আইয়ামে জাহেলিয়ার জানোয়ারদের দেখেন।
দেখার পর অবশ্যই ৩১ দফা মুখস্থ করতে আর বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে ভুলবেন না যেন!!
বাংলাদেশ জিন্দাবাদ!!

Address


Telephone

+8801770071115

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah As sayem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullah As sayem:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share