Ritu prokash

Ritu prokash Official page of Ritu prokash

12/11/2024
নতুন বই ❤️
27/09/2024

নতুন বই ❤️

লন্ডন প্রবাসী কবি ও বিশিষ্ট গীতিকার ওয়াহিদ জালাল ভাইয়ের নতুন কবিতা বই❤️❤️ উদলা এক মায়াঘর ❤️❤️প্রকাশকঃ Ritu prokash প্রচ্...
27/09/2024

লন্ডন প্রবাসী কবি ও বিশিষ্ট গীতিকার ওয়াহিদ জালাল ভাইয়ের নতুন কবিতা বই

❤️❤️ উদলা এক মায়াঘর ❤️❤️

প্রকাশকঃ Ritu prokash
প্রচ্ছদঃ সারাজাত সৌম

(বই থেকে কবিতা)

উদলা এক মায়াঘর || ওয়াহিদ জালাল

চলে যাই এবারের মতো,
আমি জানি না আগামী সময় আমাকে
তোমার কাছে আসতে আমার সঙ্গ দিবে কী-না?
তবুও বলছি তোমাকে ভুলতে পারবো না কখনও
কাউকে ভুলতে যে কলিজা থাকতে হয়,আমার
ভিতর তা নেই, আমার কাছে সন্ন্যাসীর জলস্থ্য
নরম কসনের বাসনে রাখা উদলা এক মায়াঘর।

যদি আর আমাদের দেখা হয় না
ভুলে যেও বলছি না,কারণ তোমাকে একথা বললেও
তুমি কতো স্মৃতি,এতো প্রেম,বুকের ওপর নিঃশ্বাসের দাগ
ওগুলো ভুলতে পারবে না জন্মান্তরের বিশাল আবরণ
ভেদ করে গিয়েও,মনে রেখো,মানুষকে ভুলা যায় না।
মানুষকে খুব বেশি মনে পড়ে,সে চলে গেলও রয়ে যায়
মনের গভীরে চিরকাল, সে ভাসতেই থাকে যেমন আমিও।

আবার যখন মনে পড়বে আমারে
দূর পথের দিকে তাকিয়ে দেখো মানুষ চলতে চলতে কী
ভাবে পথের ওপরই হারিয়ে যায় প্রতিদিনের শেষে,
দেখে নিও ঘরের কোনে চূড়ই পাখিদের কতো ভালবাসা
সন্ধ্যা নামলেই আর থাকে না একা পাখিটির পাশে অন্যটি
তবু ওরা ভালবাসে আবার দেখার প্রত্যাশা করে,
তুমিতো জানো মৃত্যুতেও প্রেমের হাত ছাড়েনা প্রেমিকেরা।

যদি দেখা হয় আবার কোনদিন
আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে,তোমার বুক আমার
চোখের জলে ভিজিয়ে কানে কানে তোমাকেই জানাবো,
এই পৃথিবীর অজস্র কন্ঠস্বর আমার বড়ই আপন ছিলো রে
অথচ আমি কারও আপন ছিলাম না কোনদিন!

১১ জুন ২০২৪
মানচেষ্টার, ইংল্যান্ড

27/09/2024

পোকাদের প্রজাতন্ত্র

- শামীম আজাদ।

সেরা 🤣
25/09/2024

সেরা 🤣

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ritu prokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ritu prokash:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share