
29/09/2025
একদিন হঠাৎ করে মনে হবে, তুমি কতটা গুরুত্বপূর্ণ ছিলে কারো জীবনে। একজন ছিলো, যে প্রতিদিন তোমার খোঁজ নিতো, যে প্রতিটি ক্ষুদ্র মুহূর্তে তোমার কথা ভাবতো, যার কাছে তুমি শুধুই তার শখের মানুষ।
তুমি তখন বুঝবে, এই পৃথিবীতে কেউ তোমার জন্য এতটা যত্নশীল হতে পারে এতটা খোঁজ রাখতে পারে এমন একজন মানুষ ছিলো।
যখন তোমার সব কিছু থাকবে, তবুও বুকের ভেতর এক ফাঁকা জায়গা খা-খা করবে। কারণ তখনই তোমার উপলব্ধি হবে, একজন মানুষ ছিলো, যার কাছে তুমি তার পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, তার সবচেয়ে প্রিয় শখের মানুষ কিন্তু তুমি কখনো সেই মূল্য দিতে শিখোনি।
😌🖤