Abdul Kader Rahmani

Abdul Kader Rahmani কথায় নয় , কাজে বিশ্বাসী।
ইহসান করতে না পারলেও, ইনসাফকে মানি বেশী। অহংকারী নয়—তবে, আত্মমর্যাদা একটু বেশী।
(19)

পিচ্চি হাজী 💗
20/05/2025

পিচ্চি হাজী 💗

11/04/2025

আপনি আসছেন তো?

11/04/2025

মার্চ ফর গাজা'র সাথে মুফতি দেলওয়ার হুসাইন হাফি. এর সংহতি প্রকাশ

11/04/2025

সম্মানিত খতিব সাহেবদের নিকট অনুরোধ— আজকের জুমার খুতবায় ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন।

সকল শ্রেণী-পেশা-দল-মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থেই অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বারপ্রান্তে আমরা। ...
11/04/2025

সকল শ্রেণী-পেশা-দল-মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থেই অভূতপূর্ব এক গণজমায়েতের দ্বারপ্রান্তে আমরা। এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে কিছু নির্দেশনা আমরা সবাই অনুসরণের চেষ্টা করব বলে অঙ্গীকার করতে চাই-

১. সহযোগিতাপূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব রাখব। অনুষ্ঠানটা আমার, একে সফল করার দায়িত্বও আমিই পালন করব, এই সংকল্প নিয়েই ঘর থেকে বের হবো।

২. আসার পথ কিংবা মার্চ শেষে সোহরাওয়ার্দি উদ্যানের সমাবেশস্থল আমরা নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখব। পানি, ছাতা, মাস্ক সহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিস সাথে রাখব। মেডিকেল ইমার্জেন্সিতে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মেডিকেল টীম এবং অ্যাম্বুলেন্সের সহযোগিতা নিব।

৩। যেকোন পরিস্থিতিতে উত্তেজনা পরিহার করব, আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট হবো, অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতি তৈরি হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করব।

৪। শান্তিপূর্ণ এই বিক্ষোভ কর্মসূচিতে এমন কোন প্রদর্শনী করব না যা দেশের ভাবমূর্তি নষ্টের কারণ হতে পারে। কোন দল বা গোষ্ঠীর প্রতীক এড়িয়ে সৃজনশীল ব্যানার, প্ল্যাকার্ড এবং কেবলমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করার মাধ্যমে সংহতি প্রকাশ করব।

৫। দেশের জনগণের জান ও মাল এর ক্ষতিসাধনকে প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠাকারীদেরকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করব। দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিব। আর মনে রাখব, জুলুমের প্রতিবাদ আরেক জুলুম দিয়ে করা যায় না।

10/04/2025

10/04/2025

১২ এপ্রিল , মার্চ ফর গাজা'য় আমি অংশগ্রহণ করছি—আপনিও অংশগ্রহণ করুন।

10/04/2025

সভাপতিত্ব করবেন মুফতি আবদুল মালেক হাফিজাহুল্লাহ ইনশাআল্লাহ।

09/04/2025

একজন বাংলা টিচার আবশ্যক।

যোগাযোগ : 01783130732

09/04/2025

গাজার জন্য আসুন , মুসলমানদের জন্য আসুন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Kader Rahmani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Kader Rahmani:

Share