26/05/2025
টুপটাপ এক সুন্দর সাদা বিড়াল, আর ভোঁদা এক দয়ালু কুকুর। একদিন টুপটাপ পুকুরে পড়ে যায়। সে সাঁতার জানত না, ভয়ে কাঁপতে থাকে।
ভোঁদা দৌড়ে এসে টুপটাপকে পানির থেকে বাঁচায়।
সেই দিন থেকে তারা হয়ে যায় পাকা বন্ধু। সবাই বলে,