15/05/2025
আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী
মালয়েশিয়ার Langkawi-তে অনুষ্ঠিতব্য ১৭তম Langkawi International Maritime and Aerospace Exhibition -2025 (LIMA-2025) এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'বানৌজা খালিদ বিন ওয়ালিদ' চট্টগ্রাম নৌ ঘাঁটি ত্যাগ করেছে। মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান জাহাজের সকল কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে সফরের পূর্বে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মহড়ায় বাংলাদেশের সাথে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াসহ নৌ সদস্যদের পেশাগত দক্ষতা সমৃদ্ধ হবে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এজাজ মাসুদের নেতৃত্বে নৌ সদস্যগণ এই আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশের সুনাম, নৌবাহিনীর কর্মদক্ষতা ও ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরবে।
এই আন্তর্জাতিক অংশগ্রহণ কেবল সামরিক দক্ষতা নয়, বরং বন্ধুত্ব, আঞ্চলিক সহযোগিতা এবং সমুদ্র কূটনীতির এক অনন্য উদাহরণ।
Bangladesh Navy joins International Naval Exercise
Bangladesh Navy Ship ‘BNS Khalid Bin Walid’ has departed from Chattogram Naval Berth to participate in the 17th Langkawi International Maritime and Aerospace Exhibition – 2025 (LIMA-2025), to be held in Langkawi, Malaysia. Prior to the departure, Chief of Naval Staff Admiral M Nazmul Hassan has given his visionary guidance and diretives to the Ship’s Company, outlining the objectives of the Exercise.
The exercise will strengthen diplomatic ties, promote shared regional security and foster friendly relations between Bangladesh and other participating nations. This will also enhance the professional skills of naval personnel and give them the opportunity to represent the country with honor, showcasing the efficiency and capabilities of the Bangladesh Navy on the global stage.
This international participation is not only a display of military capability but also a unique example of friendship, regional cooperation and maritime diplomacy.
⚓⚓
🇧🇩🇧🇩🇧🇩