Islam

Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islam, Video Creator, .

24/07/2025

কিসের এতো চিন্তা?
গতকাল যে রব আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আজকেও আপনার জন্য যথেষ্ট হবেন। শুধু আল্লাহর উপর ভরসা করুন।❤️🌸

23/07/2025

নিশ্চয় আল্লাহ্ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী"।

সূরা আনফাল-৩০

23/07/2025

জীবন তো মাগরিবের সালাতের আযান আর ইকামাতের মধ্যকার সময়ের মতো সংক্ষিপ্ত।

— আরিফ আজাদ

23/07/2025

এই আয়াত টা কত ভয়ংকর!

"আমি ইচ্ছে করলেই সবাইকে হিদায়ত দান করতে পারতাম। কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে, আমি নিশ্চয়ই জ্বীন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবো"!

[সুরা-আস সাজদাহ আয়াত -১৩]🌸

22/07/2025

“আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে,”

— সূরা ক্বাফ; আয়াত ৪৩।

আহহ!🙂
21/07/2025

আহহ!🙂

08/07/2025

শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে।

আদ দ্বোহা : আয়াত ০৫

Allah is Merciful.✨🩷
01/07/2025

Allah is Merciful.✨🩷

Islam
18/10/2022

Islam

16/10/2022

★ তুমি কি দেখনি! সেই ডাক্তারকে, যে ফেরাউনের লাশ নিয়ে গবেষনা করতে গিয়ে মুসলিম হয়ে গেল!!
★ তুমি কি দেখনি! সেই বিজ্ঞানিকে, যে হাঁচি নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম হয়ে গেল!!
★ তুমি কি শোনোনি!সেই বিজ্ঞানির কথা যে চাঁদে গিয়ে দুনিয়াতে বাঁজা আযান শুনতে পেয়েছে।
★ তুমি কি দেখনি!সেই বিজ্ঞানিকে যে চাঁদে ভ্রমণ করতে গিয়ে (চাঁদের গায়ে) ফাঁটা দাগ দেখতে পেয়েছে।
★ তুমি কি শোনোনি!সেই খ্রি/ষ্টান ভাইয়ের কথা,যে আমাদের দ্বীনি ভাইকে খ্রি/ষ্টান করতে গিয়ে নিজেই মুসলিম হয়ে গেছে।
★ তুমি কি দেখনি!সেই সাহাবী গাছকে,যা ধুঁ ধুঁ মরুভূমির মাঝে এখনো জীবিত আছে!!
তাহলে কেন তুমি হতাশ, যখন তুমি সত্যের পথেই আছ।
★ তুমি কি জানো না! তোমার চাওয়া-পাওয়া তোমার (একলা কবরের) সঙ্গী হবে না,,,সঙ্গী হবে শুধু আমল।
এত কিছু জানার পরেও তুমি কেন হতাশ জানো!?
কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু। যে কিনা নিজে পথভ্রষ্ট হয়ে,তোমাকেও পথভ্রষ্ট করার জন্য উঠে- পরে লেগেছে।
জেনে রাখো,
মানুষের চেয়ে শয়/তানের শক্তি অনেক বেশি, কিন্তু তোমার রবের চেয়ে না।
আর রব তোমার সহায় হবে,শয়তানের সহায় না।

10/05/2022

মনের দিকে দিয়ে শক্তিশালী হওয়ার গুরুত্ব আমরা অনেকেই জানি না। আর তাই নিজের ভেতরকার মানুষটিকে উন্নত করার চেষ্টা আমরা করিও না।

আল্লাহর রাসূল ﷺ বলেছেন, ধন-সম্পদ ও পার্থিব সাজ-সরঞ্জামের প্রাচুর্য ও আধিক্য প্রকৃত ঐশ্বর্য নয়, বরং মনের ঐশ্বর্যই বড় ঐশ্বর্য। (সহীহ্ মুসলিম:২৩১০)

দুনিয়াতে যার সম্পদ আছে, সে আরও চায়। তার সম্পদ থাকা স্বত্তেও সে গরিব, ফকিরের মত আরও চায়। অপরদিকে, সম্পদ কম থাকায় মানুষ আল্লাহকে বেশি স্মরণ করে, কারণ তার অনেক অনেক প্রয়োজন এবং সে জানে আল্লাহ ব্যতীত কেউই তার এই প্রয়োজনগুলো মেটাতে পারবে না।

মিথ্যা, রাগ, হিংসা, গর্ব, কৃপনতা, আত্ম-অহংকার, লোভ, চোগলখোরি, পরচর্চা ইত্যাদি একজন মানুষের মনকে ধ্বংস করে ফেলে, মানুষের মনকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করে ফেলে। পরকালে এর জন্য ভয়াবহ শাস্তি রয়েছে! আল্লাহ হিফাযত করুন।

বিদায়ী হজ্জে রাসূলে কারীম ﷺ বলেছেন,
আমি কি তোমাদেরকে মুমিন কে তা বলে দেব না? (প্রকৃত মুমিন হল সেই),
যার (অত্যাচার) থেকে লোকেরা নিজেদের জান-মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করতে পারে।
(প্রকৃত) মুসলিম হল সেই ব্যক্তি, যার জিব ও হাত হতে লোকেরা শান্তি লাভ করতে পারে। (প্রকৃত) মুজাহিদ হল সেই ব্যক্তি, যে আল্লাহর আনুগত্য করতে নিজের মনের বিরুদ্ধে জিহাদ করে।
আর (প্রকৃত) মুহাজির (হিজরতকারী) হল সেই ব্যক্তি, যে সমস্ত পাপাচরণকে হিজরত (বর্জন) করে।
(হাদিস সম্ভার:২২৪২)

মহান আল্লাহ আমাদের প্রকৃত মুমিন বান্দা হবার তাওফীক দান করুন।

Tahajjud ✨Meet Allah, tell your wise and get Everything.🤲🌸
05/04/2022

Tahajjud ✨
Meet Allah, tell your wise and
get Everything.🤲🌸

Address


Telephone

+8801872436569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share