Dr Md Shafiqul Islam Salim

  • Home
  • Dr Md Shafiqul Islam Salim

Dr Md Shafiqul Islam Salim প্রতিটি ভ্রমণ একটি গল্প। আমি আমার স্মৃতির ঝুলি থেকে নতুন ও পুরোনো কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করার চেষ্টা করি।
(1)

বাংলাদেশে জমির দলিল রেজিস্ট্রেশনের ১১৭ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো প্রায় সব দলিল অনলাইনে যুক্ত হলো।১৯০৮ সালের রেজি...
31/10/2025

বাংলাদেশে জমির দলিল রেজিস্ট্রেশনের ১১৭ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো প্রায় সব দলিল অনলাইনে যুক্ত হলো।

১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের পর থেকে যত দলিল নিবন্ধিত হয়েছে, সেগুলো ধাপে ধাপে একটি সরকারি ওয়েবসাইটে যুক্ত করা হচ্ছে।

এটি ডিজিটাল বাংলাদেশের আরেকটি বড় সাফল্য

প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ ও আধুনিক হোমিওপ্যাথি—দুটো পদ্ধতিতেই একটি গাছের বিশেষ গুরুত্ব আছে।এমনই এক উপকারী গাছ হলো বাসক — ব...
29/10/2025

প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ ও আধুনিক হোমিওপ্যাথি—দুটো পদ্ধতিতেই একটি গাছের বিশেষ গুরুত্ব আছে।

এমনই এক উপকারী গাছ হলো বাসক — বাংলায় যাকে অনেকে “আদুলসা” নামেও চেনেন।

আধুনিক গবেষণায় দেখা গেছে, বাসক পাতায় থাকা ভাসিসিন (Vasicine) নামের প্রাকৃতিক উপাদানটি অ্যান্টি–ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি–অ্যালার্জিক হিসেবে কাজ করে, যা ফুসফুসের প্রদাহ কমাতে সাহায্য করে।

🩺 হোমিওপ্যাথিতে, বাসক গাছ থেকে তৈরি করা হয় এক বিশেষ ওষুধ, যা শ্বাসকষ্ট, বুকের ব্যথা, কফ জমা, ক্রনিক ব্রঙ্কাইটিস ও হালকা রক্তসহ কাশিতে দারুণ কাজ করে।
এটি ফুসফুসকে পরিষ্কার রাখে, শ্বাসনালির প্রদাহ কমায় এবং ফুসফুসে জমে থাকা কফ দূর করে সহজে শ্বাস নিতে সাহায্য করে।

হোমিওপ্যাথি চিকিৎসা বিশ্বাস করে — শরীরের নিজের ভেতরের শক্তিই সবচেয়ে বড় ওষুধ। বাসকের থেকে তৈরিকৃত ওষধ সেই শক্তিকেই জাগিয়ে তোলে, যাতে শরীর নিজেই রোগ প্রতিরোধ করতে পারে।

সূত্র:

National Center for Biotechnology Information (NCBI)

Indian Journal of Homeopathic Medicine

Journal of Ethnopharmacology



এই ফল থেকেই তৈরি হয় এক কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ।আমলকি ছোট্ট সবুজ এক ফল, কিন্তু এর গুণে ভরপুর পুরো প্রকৃতি। এই ফল থেকেই ...
23/10/2025

এই ফল থেকেই তৈরি হয় এক কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ।

আমলকি ছোট্ট সবুজ এক ফল, কিন্তু এর গুণে ভরপুর পুরো প্রকৃতি। এই ফল থেকেই তৈরি হয় এক কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ, যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে।

হোমিওপ্যাথিতে এই ওষুধ ব্যবহার করা হয় হজমের সমস্যা, লিভারের দুর্বলতা, রক্তশূন্যতা, ত্বকের রুক্ষতা এবং দেহের সাধারণ অবসাদ দূর করতে। এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও রক্তকে পরিশুদ্ধ করে।

প্রাচীনকাল থেকেই মানবদেহের রোগ নিরাময়ে প্রকৃতির উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইউরোপ ও ভারতের বহু গবেষক দেখেছেন যে ফল বা উদ্ভিদ শরীরের ভেতর ভারসাম্য আনতে পারে, তা হোমিওপ্যাথির সূক্ষ্ম পদ্ধতিতে আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।

এই ধারণা থেকেই হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহার শুরু হয় এমন এক ফলের, যা ভিটামিন সি এর অন্যতম প্রাকৃতিক উৎস। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা, হজমশক্তি ও ত্বকের যত্নে এর ভূমিকা আজও বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত।

হোমিওপ্যাথির মূল বিশ্বাস হলো শরীরের নিজস্ব শক্তিকে জাগিয়ে তোলা, যেন প্রকৃতি নিজেই আরোগ্যের পথ দেখায়।

সূত্র: National Center for Biotechnology Information (NCBI), Journal of Homeopathy Research

বৃষ্টির দিনে বড় ও ছোট ভাইদের সঙ্গে দুপুরের দাওয়াতে  এক ফ্রেমে একসাথে।
22/10/2025

বৃষ্টির দিনে বড় ও ছোট ভাইদের সঙ্গে দুপুরের দাওয়াতে এক ফ্রেমে একসাথে।

চীনের ঝেজিয়াং প্রদেশের গবেষকরা উদ্ভাবন করেছেন একটি নতুন বায়ো আঠা, Bone-02, যা মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া লাগাতে সক...
21/10/2025

চীনের ঝেজিয়াং প্রদেশের গবেষকরা উদ্ভাবন করেছেন একটি নতুন বায়ো আঠা, Bone-02, যা মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম। এই আঠা রক্তময় পরিবেশেও কার্যকরভাবে হাড়ের টুকরা একত্রিত করতে পারে। এটি শরীরে প্রাকৃতিকভাবে শোষিত হয়, ফলে ধাতব প্লেট বা স্ক্রু ব্যবহারের প্রয়োজন হয় না।

এই প্রযুক্তি অস্থি চিকিৎসায় একটি নতুন যুগের সূচনা করতে পারে। বিশেষ করে দুর্ঘটনাজনিত হাড় ভাঙা, বয়স্কদের হাড়ের সমস্যা এবং অস্ত্রোপচারের পরবর্তী জটিলতা প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। এছাড়া, এটি যুদ্ধক্ষেত্রের চিকিৎসা, দাঁতের সার্জারি এবং অন্যান্য জরুরি চিকিৎসায়ও ব্যবহৃত হতে পারে।

তথ্যঃ NDTV

আলহামদুলিল্লাহআমি Facebook থেকে Emerging Talent Badge অর্জন করেছি। 🎉I’m honored to receive the Emerging Talent Badge fro...
20/10/2025

আলহামদুলিল্লাহ
আমি Facebook থেকে Emerging Talent Badge অর্জন করেছি। 🎉

I’m honored to receive the Emerging Talent Badge from Facebook.
Let’s keep growing together, learning, and spreading positivity. 😎



অনেকে আরসোলাকে “তেলাপোকা” বা “তেলচাটা” বলে থাকেন। এই আরসোলা থেকেই তৈরি হয় এক হোমিওপ্যাথিক ওষুধ, যা হাঁপানিতে উপকারে আসে...
15/10/2025

অনেকে আরসোলাকে “তেলাপোকা” বা “তেলচাটা” বলে থাকেন। এই আরসোলা থেকেই তৈরি হয় এক হোমিওপ্যাথিক ওষুধ, যা হাঁপানিতে উপকারে আসে।
১৯শ শতকের কলকাতায়, শিক্ষার আলোকবর্তিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু শিক্ষাবিদ ও সমাজসংস্কারকই নন, ছিলেন মানবতাবাদী চিন্তকও। তিনি হোমিওপ্যাথির প্রতি আগ্রহী ছিলেন এবং বিশ্বাস করতেন, নতুন ধারার চিকিৎসা মানুষের কাজে লাগতে পারে।
শোনা যায়, বিদ্যাসাগর নিজে এই ওষুধ রোগীদের বিতরণ করতেন, আর এতে রোগী সুস্থ হতেন।
যদি কেউ খেতে ঘৃণা করত, তখন চায়ের সঙ্গে দুধ ও চিনি মিশিয়ে খাওয়ানো হতো — আগুনে সিদ্ধ করার পর আরসোলার কোনো গন্ধ থাকত না।
চীনের মানুষ আজও আরসোলাকে এক ধরনের সুস্বাদু খাদ্য হিসেবে খায়।
তথ্যসূত্র: কম্পারেটিভ মেটিরিয়া মেডিকা (ডাঃ এন.সি. ঘোষ)

রক্তের গ্রুপের নামকরণ কেমনভাবে হয় জানেন?আমাদের শরীরের লাল রক্তকণিকার উপর থাকা বিশেষ প্রোটিন বা অ্যান্টিজেন অনুযায়ী রক্তে...
12/10/2025

রক্তের গ্রুপের নামকরণ কেমনভাবে হয় জানেন?

আমাদের শরীরের লাল রক্তকণিকার উপর থাকা বিশেষ প্রোটিন বা অ্যান্টিজেন অনুযায়ী রক্তের গ্রুপের নামকরণ করা হয়।
১৯০০ সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার প্রথম এই রহস্য উদঘাটন করেন।

লাল রক্তকণিকার উপর যদি থাকে

A অ্যান্টিজেন, রক্তের গ্রুপ হবে A

B অ্যান্টিজেন, রক্তের গ্রুপ হবে B

দুটোই থাকলে AB, আর কোনোটা না থাকলে O

পরে যুক্ত হয় Rh ফ্যাক্টর, যা নির্ধারণ করে রক্তের গ্রুপ পজিটিভ (+) না নেগেটিভ (−) হবে।


আলহামদুলিল্লাহ্ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে নতুন এক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।সবার জন্য শান্তি ও মানবতার জয় হোক
10/10/2025

আলহামদুলিল্লাহ্
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে নতুন এক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সবার জন্য শান্তি ও মানবতার জয় হোক

10/10/2025

10/10/2025

আজকের ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা

জান্নাতুল মাওয়ার জন্মদিনের মুহূর্ত, কিছু দিন পর শেয়ার করছি
09/10/2025

জান্নাতুল মাওয়ার জন্মদিনের মুহূর্ত, কিছু দিন পর শেয়ার করছি

Address


Telephone

+8801515602754

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Shafiqul Islam Salim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr Md Shafiqul Islam Salim:

  • Want your business to be the top-listed Media Company?

Share