23/10/2025
এই ফল থেকেই তৈরি হয় এক কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ।
আমলকি ছোট্ট সবুজ এক ফল, কিন্তু এর গুণে ভরপুর পুরো প্রকৃতি। এই ফল থেকেই তৈরি হয় এক কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ, যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে।
হোমিওপ্যাথিতে এই ওষুধ ব্যবহার করা হয় হজমের সমস্যা, লিভারের দুর্বলতা, রক্তশূন্যতা, ত্বকের রুক্ষতা এবং দেহের সাধারণ অবসাদ দূর করতে। এটি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও রক্তকে পরিশুদ্ধ করে।
প্রাচীনকাল থেকেই মানবদেহের রোগ নিরাময়ে প্রকৃতির উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইউরোপ ও ভারতের বহু গবেষক দেখেছেন যে ফল বা উদ্ভিদ শরীরের ভেতর ভারসাম্য আনতে পারে, তা হোমিওপ্যাথির সূক্ষ্ম পদ্ধতিতে আরও কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব।
এই ধারণা থেকেই হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহার শুরু হয় এমন এক ফলের, যা ভিটামিন সি এর অন্যতম প্রাকৃতিক উৎস। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা, হজমশক্তি ও ত্বকের যত্নে এর ভূমিকা আজও বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত।
হোমিওপ্যাথির মূল বিশ্বাস হলো শরীরের নিজস্ব শক্তিকে জাগিয়ে তোলা, যেন প্রকৃতি নিজেই আরোগ্যের পথ দেখায়।
সূত্র: National Center for Biotechnology Information (NCBI), Journal of Homeopathy Research