12/03/2025
ট্রাফিক আপডেট
সম্পর্কে
এ কথা অনস্বীকার্য যে, আমাদের গাড়ির তুলনায় রাস্তা অপ্রতুল। কিন্তু ফ্লাইওভার এবং অন্যান্য নতুন রাস্তার পরও যতটুকু যান চলাচল সুবিধা আসার কথা, তা পাচ্ছি না। শুধু আমাদের নিয়মবহির্ভূত আচরণের জন্য। ঢাকার রাস্তায় নামলেই একটি জিনিস পরিষ্কার হয়ে ওঠে, ঢাকাবাসীর কোনো শৃঙ্খলা বোধ নেই।
আমাদের অর্থনৈতিক ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই অর্থনৈতিক সাফল্যের সঙ্গে আমাদের নাগরিক অধিকার বোধ, বিশেষ করে নিয়ম-নীতি বোধের উন্মেষ ঘটেনি। আমরা বরং দিন দিন খুবই বিশৃঙ্খল হয়ে উঠেছি। আমাদের চিন্তায় ট্রাফিক আইন না মানার একটি ব্যাধি ঢুকে পড়েছে।
সবাইকে স্বাগতম। ট্রাফিক আপডেট গ্রুপের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি একটি সুশৃঙ্খল বাংলদেশ গড়ার, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
পাবলিক গ্রুপে কে আছে এবং তারা কি পোস্ট করছে তা যে কেউ দেখতে পারে।
দৃশ্যমান,
যে কেউ এই পেজে পোষ্ট করার আগে ইনবক্সে জানিয়ে দিবেন।
অবশ্যই এডমিন আপমাকে জবান প্রদান করবে।
DHONNOBAD
ধন্যবাদ