29/05/2023
(নীল ডায়রী)
-প্রিয় মায়াবতী,
আজকের জগত মানে (২০২৩) চারিদিকে ভালোবাসার রঙ্গমঞ্চ!
পৃথিবীতে আজকাল খুব সহজেই ভালোবাসা প্রকাশ করা যায়।
কতো প্রণালি কতো মাধ্যম আছে প্রতিনিয়ত দেখছি চারপাশটায়!
যেমন- রিলেশনশিপ স্ট্যাটাস, ফেইসবুকের কাভার পিকচার, একসাথে কতো ছবি, কতো সুন্দর সুন্দর মুহুর্ত, প্রিয়তমার জন্মদিনে কতো সারপ্রাইজ, কতো গিফ্ট আরো অনেক মাধ্যম আছে যা বলে শেষ করা যাবে না!
শোনেন প্রিয়, আমার এই সব কিছুর সামর্থ্য নাইগো, আমার দ্বারা হয়তো এতোকিছু হবেও নাহ!
আপনি তো জানেনই আমি একটু বেকডেটেড প্রকৃতির মানুষ -তবে এটা জেনে রাখেন আমার ডায়রীর প্রতিটা পৃষ্ঠা জুড়ে কেবলই আপনি বিরাজমান!
ডায়রীর ভাজে ভাজে কতো অনুভূতি, কতো যে অপেক্ষা, কিছু কাটা যুক্ত উপহার 🥀
আর এ এক অন্য জগৎ, যে জগৎ একান্তই আমার!
অনেক সময় প্রিয় মানুষটাকে নিজের অনুভূতি গুলো, দেখিয়ে বুঝিয়েও দিতে হয়, তবে কোন মাধ্যমে সেটা নির্ভর করে নিজের উপর অর্থাৎ আমি যেভাবে চাই!
তবে হয়তো সামনের মানুষটার কাছে তা খুব একটা ভালো নাও লাগতে পারে, নির্ভর করে সেই মানুষটা কতটুকু আবদ্ধ আছে আপনার মায়ায়!
সে কতটুকু বুঝে আপনাকে, আপনার ছোট বড় বিষয় গুলোকে, বিশেষ করে আপনার অনুভূতি গুলোকে!
নেকামি বাচ্চামি তো শুধু আপনার সামনেই দেখাবো প্রিয়, আপনি কি বিরক্ত বোধ করবেন তখন?
আপনি নাহয় একটু সময়ের জন্য সামান্য প্রশ্রয় দিলেন আমায়, পরে আবার শাসন করে নিবেন এতে আমার কোনো আপত্তি বা অভিযোগ থাকবে না!
যেদিন আপনি আমার সামনে আসবেন দেখে নিয়েন আমিও অন্য সকলের মতো ভালোবাসার অনুভূতি প্রকাশ করতে জানি!
আপনি আমার কাছে কতটা প্রিয়, কতটা দামি, কতটা মায়ার, কতটা কাছের, আমি তা প্রকাশ করতে জানি!
তবে অন্য সকলের ভালোবাসা প্রকাশের মাধ্যম গুলোর মতো করে নাহ!
আমি আপনার হাতে আমার প্রিয় নীল ডায়রিটা ধরিয়ে দিবো... আপনি বরং আপনার মতো করে আমার জমিয়ে রাখা অনুভূতি গুলোকে বুঝে নিয়েন!
জানিনা আপনি কতটুকু বুঝবেন, কতটুকু বুঝতে পারবেন..!
তবে নিশ্চিন্তে থাকেন প্রিয়
আমি কিন্তু কখনোই আপনার প্রতি আমার অনুভূতি গুলোর সমাপ্তি ঘটাবো না -কথা দিলাম!
যতো সময় অব্দি আমার অস্তিত্ব আছে ততো সময় অব্দি আমি অক্লান্ত রূপেই আপনার নিকট আমার অনুভূতি গুলোকে প্রকাশ করতে থাকবো!
আপনি আমার সীমাহীন অসমাপ্ত এবং চিরস্থায়ী ভালোবাসা 💙
-ইতি
আপনার জীবনের ভুল
অবেলায় ফোঁটা কোনো ফুল