Live Ever Green

  • Home
  • Live Ever Green

Live Ever Green All kind of update bangladesh

11/10/2025

চী‌নের উপর ক্ষে‌পে‌ছে ট্রাম্প চরম প্রতি‌শোধ নি‌তে ব‌্যস্ত মা‌র্কিনরা।

এবার লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। বোমার আঘা...
11/10/2025

এবার লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। বোমার আঘাতে নিহত হয়েছে কমপক্ষে একজন। আহত আরও দুইজন।

হিজবুল্লাহ পরিচালিত আল মানার টিভিতে দেখানো হয় বিস্ফোরণের ফুটেজ। দক্ষিণাঞ্চলীয় সিডনের আল নাজারিয়া এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।

তেলআবিবের দাবি, হিজবুল্লাহর আস্তানা টার্গেট করে অভিযান চালানো হয়েছে। অভিযোগ রয়েছে, লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি আবারও নিজেদের সামরিক অবকাঠামো তৈরির প্রস্তুতি নিচ্ছিলো। আর সে লক্ষ্যেই জড়ো করছিলো প্রয়োজনীয় সরঞ্জাম।

যদিও হিজবুল্লাহর দাবি, বুলডোজার ও এক্সক্যাভেটর বিক্রির একটি প্রদর্শনী চলছিলো সেখানে। বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনে। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় সংলগ্ন সড়কটিও। লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে গত নভেম্বরে হিজবুল্লাহর সাথে চুক্তির পরও বহুবার শর্তভঙ্গ করেছে তেলআবিব।

সূত্র: আল জাজিরা।

11/10/2025

আমিরের সঙ্গে হচ্ছে দফায় দফায় বৈঠক
জামায়াতের প্রতি আগ্রহ বাড়ছে বিদেশীদের....

সূত্রঃ প্রতি‌বেদন: সুজন দে.. ভো‌রের ডাক

24/09/2025

জা‌তিসংঘের কাজ আমা‌কেই ক‌রতে হয়। ট্রাম্প

23/09/2025
আ'লীগ‌কে ফেরা‌নোর কোন সু‌যোগ নেই। না‌হিদ ইসলাম
23/09/2025

আ'লীগ‌কে ফেরা‌নোর কোন সু‌যোগ নেই। না‌হিদ ইসলাম

পিআর পদ্ধতি যে দল বোঝে না, তারা দেশ চালানোর যোগ্যতাও রাখে না: চরমোনাই পীর
23/09/2025

পিআর পদ্ধতি যে দল বোঝে না, তারা দেশ চালানোর যোগ্যতাও রাখে না: চরমোনাই পীর

জুলাইয়ের অঙ্গিকার সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন-পীর সাহেব চরমোনাইইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফ...
23/09/2025

জুলাইয়ের অঙ্গিকার সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ ২২ সেপ্টেম্বর, সোমবার ঢাকা-১০ আসনে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন আমাদের প্রধান কর্মসূচি। কিন্তু বিদ্যমান পদ্ধতির নির্বাচনে আমরা ডামি ভোট, রাতের ভোট দেখেছি। এই নির্বাচনী ব্যবস্থা হাসিনার মতো ফ্যাসিস্ট জন্ম দিয়েছে। ব্যর্থ হিসেবে প্রমানিত এই পদ্ধতিতে আমরা আর কোন নির্বাচন চাই না। আমরা এমন পদ্ধতিতে নির্বাচন চাই যার মাধ্যমে আর কোন ফ্যাসিষ্ট জন্ম নেবে না। আপনারা জানেন সেই পদ্ধতি হলো পিআর। এই সরকারের প্রধান তিনটি অঙ্গিকার ছিলো। সংস্কার,বিচার ও নির্বাচন। সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই পিআর পদ্ধতিতে নির্বাচন দেন।

পীর সাহেব চরমোনাই বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই। বরং দুর্নীতিতে চ্যাম্পিয়ান হতে দেখেছি আর হাজার কোটি টাকা পাচার হতে দেখছি। হাসিনার আমলে আইয়াতে জাহেলিয়াতের বর্বরতা দেখেছি। ৫ আগস্ট আমাদের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করা যায় নাই, বিচারও দৃশ্যমান না। এমন বাস্তবতায় পুরোনো বন্দোবস্তের নির্বাচন নিয়ে এতো মাতামাতির অর্থ কি?

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, আমাদের দাবী স্পষ্ট। জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করতে হবে। না হলে জুলাই বিপ্লবীদের ফাসির আশংকা তৈরি হচ্ছে।

তিনি আক্ষেপ করে বলেন, বিএনপির এক নেতা আমাদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছে তা শিষ্টাচার বর্হিভূত। তাকে বলবো, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের কি ভূমিকা তা মির্জা ফখরুল ইসলাম বা বরকতুল্লাহ বুলু সাহেবের কাছে জিজ্ঞেস করুন।

গণসমাবেশ থেকে ঢাকা-১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে আলহাজ্ব আব্দুল আউয়ালের নাম ঘোষণা করে পীর সাহেব চরমোনাই বলেন, দেশে অনেক দলের শাসন দেখেছে। কিন্তু ইসলামের শাসন দেখে নাই। এবার ইসলামকে সুযোগ দিয়ে দেখেন; আপনাদের হাজার বছরের লালিত আকাঙক্ষা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।

'আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।' নিজের ব্যক্তিগ...
23/09/2025

'আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।' নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া একটি পোস্টে এমনটি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

#প্রথমবাংলা‌দেশ #‌নির্বাচন #এন‌সি‌পি

Family In bangladesh.best picture
23/09/2025

Family In bangladesh.best picture

Address


Telephone

+8801988077963

Website

Alerts

Be the first to know and let us send you an email when Live Ever Green posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Live Ever Green:

  • Want your business to be the top-listed Media Company?

Share