Our Letterbox

  • Home
  • Our Letterbox

Our Letterbox Soft moments • Skin care • Daily vlogs

Our letterbox✨
Living gently, glowing softly🌻

Shop here: https://www.facebook.com/share/1AC43pWYz9/
(7)

ভাবির হাতের মজার দুধ চিতই❤️
21/12/2025

ভাবির হাতের মজার দুধ চিতই❤️

হাদি ভাই বলছিলেন মাত্র 500 ভোট পাইলেই উনি খুশি।চোখ খুইলা দেখেন হাদি ভাই আপনি বাংলাদেশের ইতিহাস রচনা করে ফেলছেন। আপনার জন...
20/12/2025

হাদি ভাই বলছিলেন মাত্র 500 ভোট পাইলেই উনি খুশি।

চোখ খুইলা দেখেন হাদি ভাই আপনি বাংলাদেশের ইতিহাস রচনা করে ফেলছেন। আপনার জন্য পৃথিবীর অন্যতম জনবহুল শহর থমকে গেছে। আপনার জন্য ঢাকা মেট্রো স্মরণকালের সবচেয়ে বেশি প্রেশার নিছে। আপনার জন্য এই নগরীর রাস্তাঘাট সব ব্লক হয়েগেছে।

কিন্তু কারো চোখে মুখে সেসব নিয়ে বিরক্তি নাই। সবাই শুধু আপনার জন্য দোয়া করছে।সবাই আপনার জানাজায় দুর দূরান্ত থেকে সব কাজ ফেলে ছুটে এসেছে।

চোখ মেলে দেখেন হাদি ভাই আপনি জিতছেন..🤍

সাধারণ একটা মানুষের জানাযায় কি পরিমাণ মানুষ জমায়েত হইছে!! এতেই বুঝা যায় তিনি কতো অসাধারণ ছিলেন🤍এখানেই উনি সার্থক🇧🇩শহীদ শ...
20/12/2025

সাধারণ একটা মানুষের জানাযায় কি পরিমাণ মানুষ জমায়েত হইছে!!
এতেই বুঝা যায় তিনি কতো অসাধারণ ছিলেন🤍
এখানেই উনি সার্থক🇧🇩
শহীদ শরীফ ওসমান হাদী
আপনাকে মানুষ আজীবন মনে রাখবে✨

যার যায় কেবল সেই বোঝে - প্রিয় মানুষটা লাস হয়ে গেলে কেমন লাগে ! লালটুকটুকে শাড়ি পরে বউটা কোনও দিন স্বামীর জন্য সেজে ব...
18/12/2025

যার যায় কেবল সেই বোঝে - প্রিয় মানুষটা লাস হয়ে গেলে কেমন লাগে ! লালটুকটুকে শাড়ি পরে বউটা কোনও দিন স্বামীর জন্য সেজে বসে থাকবে না বিকাল বেলা ! অবুঝ সন্তানটা কোনও দিন বাপের কলে চড়তে পারবে না ! মায়ের বুকে কোন দিন তার আদরের সন্তান ফিরবে না । হায়রে “মানুষ সেবা” করার রাজনীতি! এ যেন আগুন থেকে বেঁচে পাহাড় থেকে ঝাঁপ দেয়া! একটা লাশের ওপর আর একটা লাশের খবর শোনানোর মঞ্চ প্রস্তুত করা !
বাংলাদেশ, তুমি কোনদিন আমাকে নিরাপত্তা দিবা না ?

মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। আমার আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক ❤️        “Fought Bravely Till The End”"এমন জীবন...
18/12/2025

মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। আমার আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক ❤️
“Fought Bravely Till The End”

"এমন জীবন তুমি করিও গঠন,
মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন"

Osman Hadi 1993 to Infinity...🖤

17/12/2025

Host: Mr & Mrs Mostafij😍😎

বিজয়ের শুভেচ্ছা 🇧🇩
16/12/2025

বিজয়ের শুভেচ্ছা 🇧🇩

16/12/2025

A sunny day🌻

একটা পোস্ট দেখলাম, যেখানে বিবাহিত মেয়েদের কে জিজ্ঞেস করা হয়েছিলো 'তারা যদি কোনোভাবে আবার বিয়ে করার সুযোগ পায়, তাহলে এখন ...
15/12/2025

একটা পোস্ট দেখলাম, যেখানে বিবাহিত মেয়েদের কে জিজ্ঞেস করা হয়েছিলো 'তারা যদি কোনোভাবে আবার বিয়ে করার সুযোগ পায়, তাহলে এখন যার সাথে আছে তাকেই বিয়ে করবে কিনা?'
খুব কৌতুহল নিয়ে কমেন্ট বক্সে গেলাম আর অবাক হতে থাকলাম! ৯৯.৯৯% কমেন্ট ই হচ্ছে 'না!'
কেউ ই এখনকার সঙ্গী টা কে আর বিয়ে করতে রাজী না, অনেকেই কমেন্ট বক্সে সঙ্গী থেকে পাওয়া কষ্টের কথা লিখেছে আর বলতেছে 'ইশ! আগে যদি বুঝতে পারতাম ও এমন! জীবনেও বিয়ে করতাম না!'

মেয়েদের একটা কমন অভিযোগ যে ছেলেরা বিয়ের পরে বদলে যায়, কমেন্ট বক্স দেখে 'অভিযোগ' টা মিথ্যা না।

আবার আমার লিস্টের বিবাহিত মেয়েদের জামাই নিয়া পোস্ট ও দেখি। বিয়ের ৪-৫ বছর পরেও জামাই রে নিয়া প্রচুর খুশি। জামাই বাজার করার সময়ে একটা গোলাপ নিয়া আসে,এতেও খুশি মেয়েটা!
আশেপাশেও দেখি এমন খুশি খুশি থাকা মানুষ।

আসলে মানুষজন নানান কারনে চেঞ্জ হয়, কেউ পার্টনার এর আচরণে চেঞ্জ হয়, কেউ 'পেয়ে তো গেছি ই' এই চিন্তা করে চেঞ্জ হয়, প্রায়োরিটি টা সেইম রাখেনা আর!

তবে সত্যি বলতে, আপনি নিজে খুশি থাকতে হলে পার্টনার কেও খুশি রাখতে হবে। বিয়ে করছেন,পেয়ে গেছেন মানেই কি সব পাওয়া হয়ে গেলো? বাকি জীবন কি সুন্দর করে কাটাতে ইচ্ছে করেনা?
যার জন্য এতোসব করলেন, সেই মানুষ টা কে পেয়ে গেলে তো আরো বেশি করার কথা,না?

ভালোবাসা আসলে কখনোই 'কমে যাওয়ার জিনিস' না, যে ভালোবাসে সে পেয়ে গেলেও ভালোবাসে!

বিয়ের পরের জীবন আরো সুন্দর হয়। হ্যাঁ, জানি দায়িত্ব বেড়ে যায়, রাগ অভিমান সব ই থাকে এইটাও স্বাভাবিক কিন্তু এতো কিছুর মধ্যেও আপনি যখন ছোটখাটো ব্যাপারেও 'কেয়ার' দেখাবেন, দেখবেন সেই মেয়েটা আপনাকে ছাড়া আর কিচ্ছু বুঝবেনা! ❤️

14/12/2025

যদিও তুমি জিনা বা গুনাহ করে ফেলেছো,

তুমি হয়তো সীমা অতিক্রম করেছো...

তবুও আল্লাহর রহমত এখনও তোমাকে ডাকছে। নিচের ৩টি দোয়া প্রমাণ করে, তুমি চাইলে নতুনভাবে শুরু করতে পারো।

কারণ - আল্লাহর রহমত তোমার ভুলের থেকেও অনেক বড়।

১. সব গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ : wafa

উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি যাম্বি কুল্লাহু

অর্থ: "হে আল্লাহ! আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন-ছোট- বড়, প্রথম-শেষ, প্রকাশ্য-অপ্রকাশ্য সব।"

সূত্র: সহিহ মুসলিম, হাদীস: ৭৭১

২. আদম (আঃ)-এর তওবার দোয়া

আরবি:

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ

الْخَاسِرِينَ

উচ্চারণ:

রাব্বানা যালামনা আনফুসানা, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, লানাকুনান্না মিনাল খাসিরীন।

অর্থ:

"হে আমাদের প্রভু! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।"

সূত্র: সূরা আল-আ'রাফ ৭:২৩

৩. সাইয়্যিদুল ইস্তেগফার (সমস্ত দোয়ার শ্রেষ্ঠতম দোয়া)

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، : alafa وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি, ওয়া আনা 'আবদুকা, ওয়া আনা 'আলা 'আহদিকা ওয়া ওয়াদিকা মা স্তাতু, আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, ওয়া আবুউ বিধাম্বি, ফাগফিরলি, ফা ইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা।

অর্থ: " হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ'তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই'।

সূত্র: সহিহ বুখারি, হাদীস: ৬৩০৬

এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় পড়ো।

এটি তওবার সর্বোত্তম রূপ।

তুমি যত গভীর গুনাহেই থাকো না কেন আল্লাহর রহমত তোমার গুনাহ থেকেও গভীর।

তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না, তোমার তওবা-ই বলে দেয় তুমি কে। ফিরে আসো তাঁর দিকে, আল্লাহ এখনো তোমার অপেক্ষায় আছেন।
Collected

😎🤣🥳
14/12/2025

😎🤣🥳

13/12/2025

🤐🤐🤐

Address


1219

Telephone

+8801785270272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Letterbox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our Letterbox:

  • Want your business to be the top-listed Media Company?

Share