10/05/2024
🎯 CR
যে দশটি কারণে CR(Class Representative) দের বিয়ে করবেন।
১.সি আর রা হলো পৃথিবীর সবচেয়ে বড় কেয়ারিং জাতি। আপনার স্বামী বা স্ত্রী যদি সি আর হয় তাহলে বুঝে নিবেন আপনার কেয়ার নিয়ে কখনো চিন্তিত হওয়ার দরকার নেই।
২.সি আর রা পৃথিবীর সবচেয়ে নিরীহ প্রাণী। আপনি তাকে দিয়ে যতখুশি খাটাতে পারবেন। টু শব্দটিও করবে না। আপনাকে খুশি রাখতে সে খেটে যাবে নিরন্তর।
৩.সি আর রা হলো ভালবাসার কাঙাল। প্রতিদিন সকাল বিকাল উঠতে, বসতে,খাইতে,শুইতে যেভাবে সিনিয়র আর টিচারদের ঝাড়ি খায় তাতে কারো স্নেহস্পর্শ
পেলে আবেগি হয়ে যায়। সি আর দের ভালবাসুন গ্যারান্টি দিচ্ছি ঠকবেন না।
৪.বেশিরভাগ সি আর সিঙ্গেল হয়। এদের কাছে দোস্ত একটা মেয়ে খুজে দে /ছেলে খুজে দে টাইপ ডায়ালগ বেশি পাওয়া যায়। এত কাজের চাপ যে প্রেম করার সময় কই। তাই সন্দেহমুক্ত থাকতে সি আর দের বিয়ে করুন জলদি।
৫.সি আর খুবই নিয়মমাফিক চলাফেরা করে এদের বিয়ে করলে দেখবেন নিজের জীবন শৃংখলার মধ্য এসে গেছে। বিয়ে করুন এদের কেই।
৬.গোপনসূত্রে পাওয়া বেশিরভাগ সি আর লম্বা,সুদর্শন ,স্পষ্টভাষী হয় (ছেলেদের বেলায়)এদের বিয়ে করলে আপনি যে হ্যাডাম নিয়ে চলতে ফিরতে পারবেন তা একবার ভেবে দেখেছেন।
৭.সি আর রা খুবই মানববদরদী হয়। আপনার অসুস্থতা, দেরী করে ফেরা ওর জীবনের দুই তিন রাত হারাম করে দিতে পারে। এরকম স্বামী /স্ত্রী কে না পেতে চাইবে।
৮.দিনে পঞ্চাশ উর্ধ্ব কল এবং মেসেজ দেয়ার অভ্যাস সি আর দের আছে। আপনার অনুপস্থিতিতে এরকম ফোন মেসেজ দিয়ে ভালবাসা প্রকাশ একদম সি আর দের বেলায় সম্ভব।
৯.এদের না খাওয়ার অভ্যাস ব্যাপক। এত কাজ যে খাওয়ার সময় পায় না। আপনার রেস্টুরেন্টের বিল বেঁচে গেল কিন্তু।
১০.সবচেয়ে বড় কথা সি আর রা খুবই লয়াল ,বিশ্বাসী,অনুগত, ভদ্র এদের সাথে যে কোন কথা, সমস্যা, সাহায্য শেয়ার করা যায়, পাওয়া যায় আপনি কি চাইবেন না আপনার জীবন সঙ্গি /সঙ্গিনী এমন হোক? ?
তাই আসুন বয়ফ্রেন্ড /গার্লফ্রেন্ডদের কম খাইয়ে সিআর দের সেবা করুন। বয়ফ্রেন্ড /গার্লফ্রেন্ড চলে যাবে কিন্তু সি আর আজীবন রয়ে যাবে।
©️ Collected