Jannat's khutinati

  • Home
  • Jannat's khutinati

Jannat's khutinati ঘুরে দাঁড়ানোর গল্পটা তৈরি করতে পথচলা। কাজ করছি হোমমেইড মশলা,পাটালিগুড়,নারিকেল তেল নকশিকাঁথা নিয়ে।

জীবনটাই ভাঙ্গা গড়ার খেলা।এখেলায় কেউ হয়তো চিরতরেই হারিয়ে যায় আবার যাদের ভাগ্য খুব ভালো হয় তারা হয়তো লড়াই করে টিকে থাকতে প...
06/02/2025

জীবনটাই ভাঙ্গা গড়ার খেলা।এখেলায় কেউ হয়তো চিরতরেই হারিয়ে যায় আবার যাদের ভাগ্য খুব ভালো হয় তারা হয়তো লড়াই করে টিকে থাকতে পারে।জীবন যুদ্ধে টিকে থাকতে হলে অদম্য সাহস আর দৃঢ় প্রতিজ্ঞা করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।তবেই তো সফলতার সোনালী হরিণটা ধরা দিবে।

06/02/2025

খেজুরের গুড় খুবই অল্প সময়ের জন্য পাওয়া যায়। তবে সারা বছর এটি পাওয়া গেলেও স্বাদ এবং মানের প্রশ্ন থেকেই যায়। দীর্ঘদিন খেজুরের গুড় সংরক্ষণ করতে বর্তমানে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবহার করা হয়। তবে একটু চেষ্টা করলে ঘরোয়া পদ্ধতিতেই খেজুরের গুড় দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব। কারণ সঠিকভাবে সংরক্ষণ করা না হলে গুড়ে ফাংগাস পড়তে পারে। তাই জেনে রাখুন কীভাবে গুড়কে ফাংগাস মুক্ত রাখতে পারবেন-

♦️♦️ পাটালি গুড় জিপলক ব্যাগে ভরে ফ্রিজের নরমালে রেখে সারাবছর সংরক্ষণ করতে পারবেন।

♦️♦️ এছাড়াও প্লাস্টিক জারে গুড় সারাবছর সংরক্ষণ করতে পারবেন। তবে কিছুদিন পরপর রোদে দিলে গুড় থাকবে ফাংগাস মুক্ত এবং টাটকা।

♦️♦️গুড় রোদে দেয়া সম্ভব না হলে কিছুদিন পরপর আগুনে জাল দিয়ে সংরক্ষণ করা যায়। সেক্ষেত্রে গুড় চুলায় জ্বাল দিয়ে বুদবুদ না আসা পর্যন্ত গরম করতে হবে। গুড় ঠাণ্ডা হয়ে স্বাভাবিক তাপমাত্রায় এলে প্লাস্টিক বক্সে করে ফ্রিজে রেখে দিন।

♦️♦️রোদে দেয়া বা ফ্রিজে রাখা সম্ভব না হলে গুড় পরিষ্কার ও শুকনো কাচের পাত্রে রাখুন। এছাড়াও সিরামিক জারে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভাল থাকবে।

আমরা যদি শুধুমাত্র মেন্টালিটি পরিবর্তন করি,নিজের মধ্যে পজিটিভিটি গ্রো করি,আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলি, তাহলে সমাজটাই ...
06/02/2025

আমরা যদি শুধুমাত্র মেন্টালিটি পরিবর্তন করি,নিজের মধ্যে পজিটিভিটি গ্রো করি,আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলি, তাহলে সমাজটাই পরিবর্তন হয়ে যাবে ।কারণ,আমাদেরকে নিয়েই তো সমাজ।মঙ্গলগ্রহ থেকে কেউ এসে আমাদের সমাজ পরিবর্তন করে দিবে না বা ঘুনে ধরা আমাদের এই সমাজকে কোনো ম্যাজিক্যাল পাওয়ার দিয়েও পরিবর্তন করা যাবে না।আমাদেরকেই পরিবর্তনের শুভ সূচনা করতে হবে।ইনশাআল্লাহ আমরা পারবো।

🥰🥰🥰হিংসা খুব মারাত্মক মানসিক রোগ।এটি তুষের আগুনের মতো ভিতরে ভিতরে মানব চরিত্রের সকল ভালো কাজগুলোকে জালিয়ে ভস্ম করে দেয়।হ...
05/02/2025

🥰🥰🥰হিংসা খুব মারাত্মক মানসিক রোগ।এটি তুষের আগুনের মতো ভিতরে ভিতরে মানব চরিত্রের সকল ভালো কাজগুলোকে জালিয়ে ভস্ম করে দেয়।হিংসা নিয়ে আমাদের সমাজে অনেক কথা প্রচলিত আছে।কয়েকটি উল্লেখ করছি ------

❣❣️হিংসা নিয়ে উক্তিঃ
১.হিংসা পতনের মূল।
২.লোভ, হিংসা, অহংহার মানুষের ধংসের মূল।
৩.হিংসা মানুষের মাঝে ভেদাভেদ তৈরি করে দেয়।
৪.হিংসা ধীরে ধীরে অন্তরে কলুষতা তৈরি করে দেয়।
৫.হিংসা পরায়ন ব্যক্তি কখনো শান্তি পায় না।
৬.হিংসা মানুষের ভালো গুণগুলো ঢেকে দেয়।
৭.এক বিন্দু পরিমাণ হিংসা নিয়ে কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবেনা।
৮.হিংসা সমাজের উন্নতির অন্তরায়।
৯.হিংসা পরায়ণ ব্যক্তির শান্তি খুঁজে পায় না।
১০.হিংসা অহংকারের সমতুলে
অহংকার পতনের মূল।
১১.হিংসা অন্তরকে কলুষিত করে তুলে।

05/02/2025

আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠানের আয়োজন করি।আর আমাদের এই আনন্দকে পূর্ণতা দিতে আমরা আয়োজন করি নানারকম উপাদেয় খাবারের।কখনো কী ভেবে দেখেছি যে ধরণের খাবার আমরা খাচ্ছি তা কী স্বাস্থ্যকর? আমাদের জন্য ক্ষতিকর নয় তো?বাসার খাবারগুলো শতভাগ বিশুদ্ধ ও পরিস্কার - পরিচ্ছন্নভাবে তৈরির পরও খাবারগুলো কী স্বাস্থ্যবিধির মাপকাঠিতে উত্তীর্ণ হয়? আমি বলবো না।

কেন না বলছি জানেন?কারণ,আমরা তো শুধু খাবারগুলো পরিস্কার - পরিচ্ছন্ন করার সুযোগ পাচ্ছি। কিন্তু,খাবার তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান মশলাদি কী পরিস্কার করার সুযোগ পাচ্ছি? বাজার থেকে কিনে আনা মশলা দিয়েই তো তৈরি করা খাবার খাচ্ছি আর প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছি আমরা।তাহলে,আমাদের এই অসুস্থতার জন্য কী কোনোভাবেই নিজেদের দায় এড়াতে পারবো?না, তা সম্ভব নয়। তাহলে,আমরা এখন কী করবো আর কিই বা আমাদের করার আছে?

করার অবশ্যই আছে।জনসচেতনতাই পারে এসকল অরাজক অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিতে।তাই,আসুন না আমরা খাবার তৈরিতে যে মশলা ব্যবহার করছি তা স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার মাপকাঠিতে উত্তীর্ণ কি না বা কতটুকু মানসম্মত ও বিশুদ্ধ অন্তত জেনে নেয়ার চেষ্টা করি আর ভেজাল দ্রব্য পরিহার করি।

04/02/2025

মানব জীবনে এগিয়ে যাওয়ার জন্য সাহস আর স্বপ্ন দুটি অপরিহার্য বিষয়।যেসব মানুষের অপরিসীম সাহস থাকে আর যারা স্বপ্নবাজ মানুষ, তারা নিজেদের জীবনকে রাঙিয়ে তুলতে দুঃসাহসী সব পরিকল্পনা গ্রহণ করে এবং পরিকল্পনা বাস্তবায়নে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে। যেকোনো চ্যালেন্জ্ঞ মোকাবেলা করতে পারে।

উদ্যোক্তা জীবন মানেই ঝুঁকি।জীবনের প্রতিটি পদক্ষেপে ঝুঁকি নিতে হয়।কোথায় সাহসের দরকার হয় না?একটি নতুন প্রোডাক্ট নিয়ে কাজ ক...
04/02/2025

উদ্যোক্তা জীবন মানেই ঝুঁকি।জীবনের প্রতিটি পদক্ষেপে ঝুঁকি নিতে হয়।কোথায় সাহসের দরকার হয় না?একটি নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে ঝুঁকি নিতে হয়। একটি প্রোডাক্ট রেডি করে কাস্টমারকে পাঠাতে গেলেও কিন্তু, ঝুঁকির বিষয়টা সামনে আসে।কারণ,আপনার প্রোডাক্টটি ঠিক মতো কাস্টমারের হাতে পৌঁছাবে কিনা,কাস্টমার আপনার প্রোডাক্ট পছন্দ করবে কি না,প্রোডাক্টটি হাতে পাওয়ার পর আপনার সেই কাস্টমার কী রকম ফিডব্যাক দিবেন? সব কিছুই একটি অনিশ্চয়তার মধ্যে থাকে।আর অনিশ্চয়তা মানেই ঝুঁকি। অর্থাৎ আমাদেরকে কাজের সফলতার জন্য অবশ্যই ঝুঁকি নেয়ার মতো সাহস সঞ্চয় করতে হবে। তবেই তো উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে পারবো।

04/02/2025

খেজুরের গুড়ের উপকারিতা:
প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম থাকে। রক্তস্বল্পতা প্রতিরোধ করবে হাড় ও বাতের ব্যথা কমাতে খেজুরের গুড় বেশ উপকারী। খেজুরের গুড় খেলে চুল ও ত্বকের উজ্জ্বল বাড়াতে সাহায্য করে। খেজুরের গুড়ে থাকে নানা ধরনের খনিজ পদার্থ। প্রোটিন আর ভিটামিনও থাকে । হজমের সমস্যা দূর হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও প্রতিরোধ করা যায় নিয়ম করে গুড় খেলে সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হবে। নিয়মিত গুড় খেলে কমতে পারে মাইগ্রেনের সমস্যা। শরীরের হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

সময়ের এক ফোঁড়,অসময়ের দশ ফোঁড়।🤔🤔ছাত্রজীবনে শুধু পড়েছি  কিন্তু এখন বুঝি কথাটা কতোটা যৌক্তিক। সময়ের কাজ সময়ে না করে যদি ফেল...
03/02/2025

সময়ের এক ফোঁড়,অসময়ের দশ ফোঁড়।

🤔🤔ছাত্রজীবনে শুধু পড়েছি কিন্তু এখন বুঝি কথাটা কতোটা যৌক্তিক। সময়ের কাজ সময়ে না করে যদি ফেলে রাখা হয় তাহলে শুধু কাজের ভারই বাড়বে, চাপই বাড়বে। কাজের কাজ কিছুই হবে না।

সেটা আরও বেশি অসম্ভব। কিন্তু, ছোট ছোট কাজগুলো যদি আমরা অবহেলা না করে সময়মতো করে ফেলতে পারি তাহলে দেখা যাবে যে,একটা সময় কোনো কাজই আর বাকি পড়ে থাকবে না।ইনশাআল্লাহ। এভাবেই সকল কাজ সুন্দরভাবে আন্জ্ঞাম দিতে দিতেই একদিন দেখা যাবে সফলতা আমাদের দরজায় ঠিক কড়া নাড়ছে।

🌱🌱ভারতীয় প্রথম মহিলা নভোচারী কল্পনা চাওলা বলেছিলেন--------"স্বপ্ন আর বাস্তবতাকে এক করার পথ আসলেই আছে।তোমার এটা দেখার চোখ...
03/02/2025

🌱🌱ভারতীয় প্রথম মহিলা নভোচারী কল্পনা চাওলা বলেছিলেন--------"স্বপ্ন আর বাস্তবতাকে এক করার পথ আসলেই আছে।তোমার এটা দেখার চোখ থাকতে হবে এবং পথভ্রষ্ট না হওয়ার দৃঢ়তা থাকতে হবে।"

💝💝বিশুদ্ধ খাবো,ভালো থাকবো💗💗

আমি ---- Jannatul Fardause
ওনার অফ-- Jannat's khutinati

লক্ষ্মীপুর থেকে কাজ করছিঃ
ফরমালিন ও কার্বাইডমুক্ত ফ্রেশ আম, সব রকম হোমমেইড মশলার আইটেম, নকশিকাঁথা, শীতলপাটি, হাতের কাজের এক্সক্লুসিভ ড্রেস, নারিকেল ও নারিকেল তেল এবং রাজমাসহ সব রকম ডাল ও সয়াফুডস নিয়ে।

শীত প্রায় শেষের দিকে। শীতের সাথে সাথে খেজুরের গুড়ও আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে।তাইতো, শীতের সিজন থাকতে থাকতেই সা...
03/02/2025

শীত প্রায় শেষের দিকে। শীতের সাথে সাথে খেজুরের গুড়ও আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে।তাইতো, শীতের সিজন থাকতে থাকতেই সারাবছর ব্যবহারের জন্য গুড় সংরক্ষণ করে রাখতে পারবেন।

পাটালি গুড় বায়ুরোধী প্যাকেট বা পাত্রে সংরক্ষণ করুন। অতিরিক্ত গরম বা ঠাণ্ডা থেকে দূরে রাখুন। শীতকালে ফ্রিজে রাখার প্রয়োজন হয় না। তবে নরম, পাতলা কাপড় দিয়ে মুড়িয়ে রাখলে ভালো থাকবে।

পাটালিগুড়ে বাতাস লাগলে সাদা-কালো দাগ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে গুড় ভালো থাকলেও দেখতে ভালো লাগে না। তাই এমন পাত্রে সংরক্ষণ করুন যাতে কোনোভাবেই বাতাস না লাগে। এয়ার টাইট কাচের পাত্র এ ক্ষেত্রে ভালো সমাধান।

গুড় ঝোলা হোক কিংবা শক্ত কোনোভাবেই যাতে পানি না লাগে সেদিকে খেয়াল রাখুন। ঝোলা গুড়ের ক্ষেত্রে অনেকেই চামচ ধুয়ে ভেজা চামচ দিয়ে পাত্র থেকে গুড় নেন। এটি কখনোই করা উচিত নয়। কেননা, এতে গুড়ে ছত্রাক জমা হয়ে নষ্ট হয়ে যেতে পারে।

অনেকেই প্লাস্টিকের বয়ামে গুড় রাখেন। এটা সম্ভব হলে এড়িয়ে যাওয়াই ভালো। কেননা, কাচ বা সিলভারের পাত্রে গুড়ের স্বাদ-ঘ্রাণ বেশি দিন অক্ষুণ্ণ থাকে।

নিচের ছবিগুলো কাস্টমার রিভিউ থেকে পাওয়া ছবি।

হোমমলইড বেসনঃ----সাত রকমের ডাল ও তিন রকমের চাল মিশিয়ে তৈরি করছি রমজানের অন্যতম অনুষঙ্গ বেসন।আমি  দুই রকমের বেসন তৈরি করছ...
01/02/2025

হোমমলইড বেসনঃ----সাত রকমের ডাল ও তিন রকমের চাল মিশিয়ে তৈরি করছি রমজানের অন্যতম অনুষঙ্গ বেসন।আমি দুই রকমের বেসন তৈরি করছি। প্লেইন বেসন আর মশলা মিক্সড বেসন।সাত রকমের ডাল আর তিন রকমের চাল দিয়ে প্লেইন বেসন তৈরি করছি।এটা মূলতঃ মিষ্টি যেকোনো আইটেম তৈরিতে ব্যবহার করা হয়। আর প্লেইন বেসনের সাথে সব রকমের মশলা এমনকি লবন ও মরিচ মিশিয়ে মশলা মিক্সড বেসন তৈরি করা হয়।যেকোনো ঝাল আইটেম তৈরিতে এই বেসন ব্যবহার করা হয়।

Address


Telephone

+8801839441140

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat's khutinati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannat's khutinati:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share