H R I D O Y

H R I D O Y “প্রেরণা নয়, প্রয়োগই আসল শিক্ষা। নিজের ভুল থেকেই গড়ে ওঠে সেরা সংস্করণ।”
(২৮-০১-১৯) 🙏💨
(4)

02/11/2025

মানুষের আয়ু সীমিত, কিন্তু তার প্রার্থনা ও বদ'দোয়া অসীম। যাকে আপনি কষ্ট দেন, তার কান্নার প্রতিধ্বনি
ফিরে আসে আপনার শান্তি কে'ড়ে নিতে। তাই সৎ থাকেন , কারণ দুনিয়া ছোট, কিন্তু কর্মফল বড়।

_সমীকরণ

02/11/2025

Best feeling in winter 🥶🌸

02/11/2025

মানুষের সাথে মানুষের সুসময়ের মেয়াদ সবচেয়ে কম!

__সমীকরণ

01/11/2025

অতিলোভ মানুসকে বিবেকহীন করে দেয়,এবং তখন সে প্রিয় অপ্রিয় সবার সাথেই মন্দ ব্যাবহার করতে পারে!

#সমীকরণ

01/11/2025

চাহিদা কম জীবন সুন্দর! 🌸🥹

゚viralシalシ

01/11/2025

কাকে বলবো— কেই বা বুঝবে! ❤️‍🩹

31/10/2025

অতঃপর চুপ হতে শিখলাম, একা থাকা শিখলাম! কেউ গরুত্ব না দিলে, গুরুত্ব পাওয়ার আশা বাদ দিলাম! কেউ পাশে

থাকবে নাকি থাকবে না সেই আশা ও বাদ দিলাম!কারও কথায় মন খারাপ করাও বাদ দিলাম! অতঃপর,জীবন এখন অনেক সুন্দর !

কারণ, অবশেষে বুঝেছি শান্তি কখনও অন্যের মাঝে নয়, নিজের ভেতরেই লুকিয়ে থাকে!

#সমীকরণ

অসীম অন্ধকারে অপেক্ষায় অবিচল,অচেনা অনুভবের অন্তিম আঁচে। 🏵️
31/10/2025

অসীম অন্ধকারে অপেক্ষায় অবিচল,
অচেনা অনুভবের অন্তিম আঁচে। 🏵️

29/10/2025

বেশিরভাগ মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে অন্যদের বিশ্বাসের কথা চিন্তা করে!অথচ শব্দটি 'অন্যদের বিশ্বাস' না শব্দটি ' আত্মবিশ্বাস'!🖤

#সমীকরণ

29/10/2025

দীর্ঘদিন একই রাস্তায় চলাচল করলে সেই রাস্তার ধারেকাছের বিল্ডিং থেকে শুরু করে প্রতিটা দোকান চেনা হয়ে যায়। মুখস্থ হয়ে যায় কোথায় কি আছে। দীর্ঘদিন একই জুতা পড়ার পর হুবহু আরেকটা জুতো ভুলবশত পায়ে দিলেও দেখার আগেই টের পাওয়া যায়, অনুভব করা যায় জুতা জোড়া অন্য কারো। কিন্তু বহুবছর ধরে একটা মানুষকে জানাশোনার পরেও মানুষ চেনা যায়না। মানুষ চেনা অসম্ভব; একেবারেই অসম্ভব, অসম্ভব রকম অসম্ভব।

28/10/2025

আমি খুব একটা মানুষের সমালোচনার আশেপাশে থাকিনা। অন্যের সফলতায় জ্ব'লি না। আমি কারো পরনিন্দায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়। কোনো মানুষকে অহেতুক জাজ করা আমার ডিকশনারীতে নাই। না কারোর ক্ষতি চাই, না কারোর পেছনে লাগি। আমার নিজস্ব একটা ছোট্ট জগত আছে। সেই জগতে গুটিকয়েক নিজের মানুষের সাথেই নিজের মতো করে থাকি।

আমি শান্তিতে থাকতে ভালোবাসি। শান্তি পাবো এমন ভাবে চলার চেষ্টা করি। প্রয়োজনে জীবনে মানুষ কম থাকুক অথবা এক্কেবারেই না থাকুক তাও ভালো। কিন্তু যাদের উপস্থিতিতে আমার জীবন বিঘ্নিত হবে অশান্তি তৈরী হবে, আমার সময়ের অবমূল্যায়ন হবে এমন মানুষ এমন সঙ্গ আমার কোনোদিনও চাই না!'

28/10/2025

পৃথিবীর কি আজব নিয়ম, যার কাছে শান্তি মেলে তার সাথে স্থায়ী হওয়া যায় না। পৃথিবীতে' মানুষ দখলের ও কোনো শক্তি নেই আমাদের।

কারো মন ও মনোযোগ পাওয়ার তৃষ্ণা নিয়ে বেঁচে থাকা যেন এক অভিশাপ। অধিকার থাকেনা তাও আসক্তি।

এই নামহীন একটা অস্পর্শ মানসিক টান আমাদের মুক্তি দেয় না আবার বন্দিও রাখে না।

জীবন, চলার গতিপথের মাঝামাঝি এমন এক জায়গায় এনে ছেড়ে দেয় -যেখান হতে পালাতে গিয়ে দেখি, সে পথের কোনো শেষ গন্তব্যই নেই।

আমাদের ৬০ বছর গড় আয়ুর এই জীবনে, সবথেকে বড়ো পরাজয় তো এই, যাকে সবচেয়ে বেশি নিজের করে চাই, তাকে কখনোই নিজের করে পাওয়া হবে না।..

#মি. #হৃদয়

Address


Telephone

+8801979866300

Website

Alerts

Be the first to know and let us send you an email when H R I D O Y posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share