28/10/2025
পৃথিবীর কি আজব নিয়ম, যার কাছে শান্তি মেলে তার সাথে স্থায়ী হওয়া যায় না। পৃথিবীতে' মানুষ দখলের ও কোনো শক্তি নেই আমাদের।
কারো মন ও মনোযোগ পাওয়ার তৃষ্ণা নিয়ে বেঁচে থাকা যেন এক অভিশাপ। অধিকার থাকেনা তাও আসক্তি।
এই নামহীন একটা অস্পর্শ মানসিক টান আমাদের মুক্তি দেয় না আবার বন্দিও রাখে না।
জীবন, চলার গতিপথের মাঝামাঝি এমন এক জায়গায় এনে ছেড়ে দেয় -যেখান হতে পালাতে গিয়ে দেখি, সে পথের কোনো শেষ গন্তব্যই নেই।
আমাদের ৬০ বছর গড় আয়ুর এই জীবনে, সবথেকে বড়ো পরাজয় তো এই, যাকে সবচেয়ে বেশি নিজের করে চাই, তাকে কখনোই নিজের করে পাওয়া হবে না।..
#মি. #হৃদয়