Mousumi mcm Mou

  • Home
  • Mousumi mcm Mou

Mousumi mcm Mou Mousumi mcm Mou is ready to serve you full computer skill and freelancing service.

আমার পেইজে স্বাগতম জানাই সবাইকে!  একজন নতুন ডিজিটাল মার্কেটর হিসেবে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলো...
22/11/2023

আমার পেইজে স্বাগতম জানাই সবাইকে!
একজন নতুন ডিজিটাল মার্কেটর হিসেবে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, শেখা, ও সাধ্যমতো সহযোগিতা পাওয়া ও সহযোগিতা করাই আমার লক্ষ্য। সবাই ভালো থাকুন।

  আমরা সবাই জানি বর্তমান যুগে সারাবিশ্বে তথা  বাংলাদেশের জন্যেও  ক্যারিয়ার গড়ার একটি অন্যতম প্লাটফর্ম হচ্ছে ফ্রিল্যান্সি...
22/11/2023



আমরা সবাই জানি বর্তমান যুগে সারাবিশ্বে তথা বাংলাদেশের জন্যেও ক্যারিয়ার গড়ার একটি অন্যতম প্লাটফর্ম হচ্ছে ফ্রিল্যান্সিং। বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই চাইলে ঘরে বসেই আইটি সেক্টরে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে পারেন আপনিও।

নিজের ভবিষ্যত সুন্দর করার লক্ষ্যে নিজেকে এগিয়ে নিতে হবে। তাই বেকার না থেকে পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করতে হবে।
এখনই সময় প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হয়ে নিজের স্কিলকে আরও সমৃদ্ধ করার। বিশেষ করে প্রতিযোগিতার বর্তমান যুগে সবাই যখন স্কিল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আপনি কেন পিছিয়ে থাকবেন? তাই এখনই সময় নিজেকে যোগ্য করে গড়ে তোলার।

সাকসেস বিজ ফ্যামিলিতে একটি সম্পূর্ণ ফ্রী সেমিনার হয়ে থাকে, এই ক্লাসটি কোনো পেমেন্ট ছাড়াই। যারা আগ্রহী, ফ্রী ক্লাসের মাধ্যমে আগ্রহী হলে পরবর্তীতে ডিজিটাল মার্কেটিংয়ের সম্পূর্ণ কোর্সটি করতে পারবেন। আগ্রহীরা নিচের লিকে নিবন্ধন ফর্ম পুরুণ করে যোগাযোগ করতে পারেন।






ডিজিটাল মার্কেটিং কোর্স এর জন্য ফ্রী ক্লাসে যুক্ত হতে নিচের ফরম পুরণ করে সাবমিট করুন । আমরা খুব তাড়াতাড়ি আপনার সা....

21/11/2023

কন্টেন্ট রাইটিং কী এবং কেন?

কন্টেন্ট রাইটিং ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়ার এক অনন্য মাধ্যম!

বলা হয়ে থাকে,
" Content is the King!"
কন্টেন্ট বলতে মুলত ইন্টারনেটে লিখিত বা পাঠ্য বিভিন্ন বিষয়বস্তুকে বোঝানো হয়ে থাকে। আর সেগুলো যে বা যারা লেখেন, তারাই হলেন কন্টেন্ট রাইটার।
অর্থাৎ যাদের কাজ হলো কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নির্দিষ্ট কোনো টপিক বা বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আকর্ষণীয় ভাবে তুলে ধরা। এটাই হলো কন্টেন্ট রাইটিংয়ের মূল কথা।
কন্টেন্ট বিভিন্নরকম হয়ে থাকে। সেটা হতে পারে কোন টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, পিপিটি কন্টেন্ট, ডক ফাইল ইত্যাদি।

ভালো কন্টেন্ট তৈরী করতে আমাদের কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরী। যেমন-
👉 বিভিন্ন ভালো কন্টেন্ট পড়ে একটি সামগ্রিক ধারণা নেয়া।
👉কপি পেস্ট না করা।
👉বানান ও বাক্য গঠনে সচেতন থাকা।
👉পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো তথ্য প্রদান না করা।
👉তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য সূত্র উল্লেখ করা।
👉 অনেক বড় লেখা না দিয়ে প্যারা আকারে লিখতে হবে।
👉কী ওয়ার্ড খুঁজে বের করা ও তার যথাযথ ব্যবহার।

এগুলো ছাড়াও ভালো মানের সফল কন্টেন্ট তৈরী করতে আমাদের আরও কিছু করণীয় রয়েছে। যেমন-
👉নজরকাড়া হেডলাইন তৈরী করা
👉নিজের মতো করে ইউনিক কিছু লেখার চেষ্টা করা।
👉কন্টেন্টের হেডার, বডি ও ফুটার যথাযথ ভাবে তুলে ধরা।
👉বডি সুন্দর ভাবে গুছিয়ে লেখা।
👉একটি সুন্দর ও অনুপ্রেরণা মুলক উপসংহারের মাধ্যমে কন্টেন্ট শেষ করা।

প্রফেশনাল কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে চাইলে প্রথমেই নিজেকে দক্ষ হিসেবে তৈরী করতে হবে। তারপর জানতে হবে কোথায় পাওয়া যাবে কাঙ্ক্ষিত কাজ। এই কাজে নিজেকে দক্ষ হিসেবে তৈরী করার পর বিভিন্ন ওয়েবসাইটে কাজ পাওয়া সম্ভব। এই ওয়েবসাইট গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-
# Upwork
# Fiverr
# People Per Hour
# Guru
# Problogger Job Board
এগুলো ছাড়াও আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে কাজ পাওয়া সম্ভব।

পরিশেষে বলা যায়, নিজের মেধা ও সৃজনশীলতার মাধ্যমে এবং নিজের ইচ্ছাশক্তিতে কাজে লাগিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ে খুব সহজেই নিজের একটি পরিচয় তৈরী করা ও ক্যারিয়ার গঠনের মাধ্যমে আয় করা যায় এবং বেকারত্ব নিরসনে কন্টেন্ট রাইটিং নিঃসন্দেহে সন্তোষজনক একটি ভূমিকা রাখতে পারে।

07/10/2023
30/08/2023

"কন্টেন্ট রাইটিং"- ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়ার এক অনন্য মাধ্যম!

বলা হয়ে থাকে,
" Content is the King!"
কন্টেন্ট বলতে মুলত ইন্টারনেটে লিখিত বা পাঠ্য বিভিন্ন বিষয়বস্তুকে বোঝানো হয়ে থাকে। আর সেগুলো যে বা যারা লেখেন, তারাই হলেন কন্টেন্ট রাইটার।
অর্থাৎ যাদের কাজ হলো কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নির্দিষ্ট কোনো টপিক বা বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আকর্ষণীয় ভাবে তুলে ধরা। এটাই হলো কন্টেন্ট রাইটিংয়ের মূল কথা।
কন্টেন্ট বিভিন্নরকম হয়ে থাকে। সেটা হতে পারে কোন টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, পিপিটি কন্টেন্ট, ডক ফাইল ইত্যাদি।

ভালো কন্টেন্ট তৈরী করতে আমাদের কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরী। যেমন-
👉 বিভিন্ন ভালো কন্টেন্ট পড়ে একটি সামগ্রিক ধারণা নেয়া।
👉কপি পেস্ট না করা।
👉বানান ও বাক্য গঠনে সচেতন থাকা।
👉পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো তথ্য প্রদান না করা।
👉তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য সূত্র উল্লেখ করা।
👉 অনেক বড় লেখা না দিয়ে প্যারা আকারে লিখতে হবে।
👉কী ওয়ার্ড খুঁজে বের করা ও তার যথাযথ ব্যবহার।

এগুলো ছাড়াও ভালো মানের সফল কন্টেন্ট তৈরী করতে আমাদের আরও কিছু করণীয় রয়েছে। যেমন-
👉নজরকাড়া হেডলাইন তৈরী করা
👉নিজের মতো করে ইউনিক কিছু লেখার চেষ্টা করা।
👉কন্টেন্টের হেডার, বডি ও ফুটার যথাযথ ভাবে তুলে ধরা।
👉বডি সুন্দর ভাবে গুছিয়ে লেখা।
👉একটি সুন্দর ও অনুপ্রেরণা মুলক উপসংহারের মাধ্যমে কন্টেন্ট শেষ করা।

প্রফেশনাল কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে চাইলে প্রথমেই নিজেকে দক্ষ হিসেবে তৈরী করতে হবে। তারপর জানতে হবে কোথায় পাওয়া যাবে কাঙ্ক্ষিত কাজ। এই কাজে নিজেকে দক্ষ হিসেবে তৈরী করার পর বিভিন্ন ওয়েবসাইটে কাজ পাওয়া সম্ভব। এই ওয়েবসাইট গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-
# Upwork
# Fiverr
# People Per Hour
# Guru
# Problogger Job Board
এগুলো ছাড়াও আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে কাজ পাওয়া সম্ভব।

পরিশেষে বলা যায়, নিজের মেধা ও সৃজনশীলতার মাধ্যমে এবং নিজের ইচ্ছাশক্তিতে কাজে লাগিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ে খুব সহজেই নিজের একটি পরিচয় তৈরী করা ও ক্যারিয়ার গঠনের মাধ্যমে আয় করা যায় এবং বেকারত্ব নিরসনে কন্টেন্ট রাইটিং নিঃসন্দেহে সন্তোষজনক একটি ভূমিকা রাখতে পারে।

Address


Telephone

+8801615168012

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mousumi mcm Mou posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mousumi mcm Mou:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share