21/11/2023
কন্টেন্ট রাইটিং কী এবং কেন?
কন্টেন্ট রাইটিং ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার গড়ার এক অনন্য মাধ্যম!
বলা হয়ে থাকে,
" Content is the King!"
কন্টেন্ট বলতে মুলত ইন্টারনেটে লিখিত বা পাঠ্য বিভিন্ন বিষয়বস্তুকে বোঝানো হয়ে থাকে। আর সেগুলো যে বা যারা লেখেন, তারাই হলেন কন্টেন্ট রাইটার।
অর্থাৎ যাদের কাজ হলো কোনো ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নির্দিষ্ট কোনো টপিক বা বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য আকর্ষণীয় ভাবে তুলে ধরা। এটাই হলো কন্টেন্ট রাইটিংয়ের মূল কথা।
কন্টেন্ট বিভিন্নরকম হয়ে থাকে। সেটা হতে পারে কোন টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, পিপিটি কন্টেন্ট, ডক ফাইল ইত্যাদি।
ভালো কন্টেন্ট তৈরী করতে আমাদের কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরী। যেমন-
👉 বিভিন্ন ভালো কন্টেন্ট পড়ে একটি সামগ্রিক ধারণা নেয়া।
👉কপি পেস্ট না করা।
👉বানান ও বাক্য গঠনে সচেতন থাকা।
👉পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো তথ্য প্রদান না করা।
👉তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য সূত্র উল্লেখ করা।
👉 অনেক বড় লেখা না দিয়ে প্যারা আকারে লিখতে হবে।
👉কী ওয়ার্ড খুঁজে বের করা ও তার যথাযথ ব্যবহার।
এগুলো ছাড়াও ভালো মানের সফল কন্টেন্ট তৈরী করতে আমাদের আরও কিছু করণীয় রয়েছে। যেমন-
👉নজরকাড়া হেডলাইন তৈরী করা
👉নিজের মতো করে ইউনিক কিছু লেখার চেষ্টা করা।
👉কন্টেন্টের হেডার, বডি ও ফুটার যথাযথ ভাবে তুলে ধরা।
👉বডি সুন্দর ভাবে গুছিয়ে লেখা।
👉একটি সুন্দর ও অনুপ্রেরণা মুলক উপসংহারের মাধ্যমে কন্টেন্ট শেষ করা।
প্রফেশনাল কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে চাইলে প্রথমেই নিজেকে দক্ষ হিসেবে তৈরী করতে হবে। তারপর জানতে হবে কোথায় পাওয়া যাবে কাঙ্ক্ষিত কাজ। এই কাজে নিজেকে দক্ষ হিসেবে তৈরী করার পর বিভিন্ন ওয়েবসাইটে কাজ পাওয়া সম্ভব। এই ওয়েবসাইট গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-
# Upwork
# Fiverr
# People Per Hour
# Guru
# Problogger Job Board
এগুলো ছাড়াও আরও অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে কাজ পাওয়া সম্ভব।
পরিশেষে বলা যায়, নিজের মেধা ও সৃজনশীলতার মাধ্যমে এবং নিজের ইচ্ছাশক্তিতে কাজে লাগিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ে খুব সহজেই নিজের একটি পরিচয় তৈরী করা ও ক্যারিয়ার গঠনের মাধ্যমে আয় করা যায় এবং বেকারত্ব নিরসনে কন্টেন্ট রাইটিং নিঃসন্দেহে সন্তোষজনক একটি ভূমিকা রাখতে পারে।