07/04/2025
গ্লোবাল স্ট্রাইকের পরদিন থেকে আমরা কী শুরু করব?
আমরা দোকান-পাট বন্ধ করলাম, স্কুল-কলেজের গেইটে তালা ঝুলালাম, ফেসবুকে ঝড় তুললাম। কিন্তু এরপর?
স্ট্রাইকের পরদিন থেকে কি আমরা স্কুল-কলেজ-মাদ্রাসায় বসে শিখব কীভাবে প্রযুক্তি বানাতে হয়?
কীভাবে সফটওয়্যার কোড করা যায়, কীভাবে নিজের দেশের জন্য অর্থনৈতিক কাঠামো দাঁড় করাতে হয়?
কীভাবে রকেট সায়েন্স, ন্যানোটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স- এসবকে ইসলামিক মূল্যবোধের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা যায়?
না হলে এই স্ট্রাইক কাদের জন্য? কার উদ্দেশ্যে?
শুধু ছবি আপলোড করে, ব্যানার ধরে দাঁড়িয়ে থেকে, কয়টা প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা হবে?
প্রশ্ন হলো, স্ট্রাইকের পরদিন আমাদের ক্লাসে কী থাকবে?
– আলিম ছাত্র কী রোবোটিক্স শিখবে?
– মাদ্রাসার শিক্ষক কী কোরআনের পাশাপাশি কোডিং শেখাবেন?
– স্কুলে কি ইসলামের দৃষ্টিতে অর্থনীতি শেখানো হবে?
– মসজিদের খুতবায় কি মুসলিম বিশ্বের নবজাগরণ নিয়ে কথা হবে?
না হলে আমরা আন্দোলনের নামে স্বপ্ন নয়, লোকদেখানো হুজুগে লিপ্ত হচ্ছি।
এখন সময় শুধু ক্ষোভ দেখানোর নয়,
জবাবদিহি করার, কাজ শুরু করার।
কারণ শত্রুর হাতে আছে ড্রোন, স্যাটেলাইট, নিউরাল নেটওয়ার্ক
আর আমাদের হাতে কেবলই ফেসবুক রিঅ্যাকশন?
প্রশ্নটা তাই জরুরি----
গ্লোবাল স্ট্রাইকের পরদিন থেকে
আমরা কী শিখতে যাচ্ছি?