
19/07/2025
আয়নায় যে মানুষটিকে দেখতে পাই, তাকে আমি ঠ'কিয়েছি অসংখ্যবার। জোর করে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি, মেনে নিতে বাধ্য করেছি। সেক্রিফাইস করতে বলেছি। অনেক সময় সে হাঁপিয়ে গেছে, অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে, আমি বুঝি নি। তার কথা একবারও ভাবি নি, মেনে নেই নি।
জগতের সমস্ত দুঃখ-কষ্ট যেন সে সইতে পারে, এটাই ভেবে এসেছি।
আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অন্যায় করেছি। দিনের পর দিন অন্যদের জন্য তাকে ক্লান্ত করে তুলেছি। তাকে বিশ্রাম দেই নি, যত্ন নিই নি। তার শখ-স্বপ্ন চাওয়া-পাওয়া সবকিছু ধূলিসাৎ করে দিয়েছি। অন্যদের সুখের জন্য তার সুখগুলোকে উড়িয়ে দিয়েছি।
পারলে আমায় ক্ষমা করে দিও 😞😞😞😞