18/08/2025
আমি বেশ কিছু দিন ধরে আমার পেজে ভিডিও আপলোড করতে পারছিলাম না। এই জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। 😔 আমি জানি আমার এই খারাপ সময়ে আপনারা আমার পাশে থাকবেন। 🙏 আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের জন্যই আমি আস্তে আস্তে আমার ভিডিওর ক্যাটাগরি পরিবর্তন করে ভিডিও করা শুরু করেছিলাম। আমি জানতাম যে এর জন্য হয়তো আমার ভিডিও গুলো আগের মত হিট হবে না, তাও আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এটাই মনে হয় আমার অপরাধ। একটা মানুষ খারাপ থেকে যখন ভালো হতে চায় তখন সেই মানুষটাকে আমরা উৎসাহ তো দেই ই না, বরং তাকে নিয়ে কিভাবে রোস্ট করা যায়, পাঠানো যায় সেই চিন্তায় থাকি আমরা সবাই।
আমি ভালোভাবে ভিডিও বানানো শুরু করেছিলাম, আপনারা আমাকে ভালোই সাপোর্ট করেছেন। তার জন্য অনেক ধন্যবাদ। এর মাঝেও কিছু কিছু পাবলিক আমাকে কথা ও শোনায়। অনেকে বলে আপনি যদি পরিবর্তন হতে চাইতেন সত্যিই, তাহলে আগের ভিডিও গুলি ডিলিট করে দিতেন। তো আপনাদের এই বলি, আমার পেজে এমন কিছু ভিডিও ছিল যা ৫ মিলিয়ন এর বেশি হিট হয়েছিল, সেটা আমি কেটে দিছি, আর ও কয়েকটা কেটে দিসি, আস্তে আস্তে সব কাটবো। তার জন্য একটু তো সময় লাগবে আমার, তাই না? 😊
আবার অনেকে মনে করে এই ভিডিও দিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করছি, কিন্তু সত্য তো এটাই যে আমার এই পেজে এখন ও মনিটাইজেশন অন হয় নাই। তাহলে কিভাবে ইনকাম করব আমি বলেন। 🤔 যাই হোক আজকের অনেক কথা বললাম। আমার এই কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাকে পারলে একটু সাপোর্ট কইরেন। (আপনি অন্যের ক্ষতি করলে আল্লাহ কিন্তু আপনাকে ছাড় দিবেন না)। ❤️