Dainik Jashore । দৈনিক যশোর

  • Home
  • Dainik Jashore । দৈনিক যশোর

Dainik Jashore । দৈনিক যশোর (সত্যের সন্ধানে) ।। দৈনিক যশোর । । যশোরের সব থেকে পুরাতন পত্রিকা।

যশোর পৌরসভা স্ট্রীট লাইট  টাওয়ার লাইটের উদ্বোধন...নিজস্ব প্রতিবেদক : যশোর মুজিব সড়কের রায়পাড়া ও চাঁচড়া ডালমিলনামক স্থানে...
21/10/2025

যশোর পৌরসভা স্ট্রীট লাইট টাওয়ার লাইটের উদ্বোধন...

নিজস্ব প্রতিবেদক : যশোর মুজিব সড়কের রায়পাড়া ও চাঁচড়া ডালমিল
নামক স্থানে স্ট্রীট লাইট ও টাওয়ার লাইটের উদ্বোধন করা
হয়।
প্রধান অতিথি হিসেবে লাইটের উদ্বোধন করেন জেলা
প্রশাসক আজাহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের
উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, পৌরসভার
প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী,
নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, সহকারী
প্রকৌশলী মোকলেছুর রহমান, সাইফুজ্জামান তুহিন,
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন
প্রমুখ।
মুজিব সড়কের রায়পাড়া থেকে চাঁচড়া ডালমিল পর্যন্ত
১৭টি পুলে ৩৪ টি স্ট্রীট লাইট লাগানো হয়েছে। সেই
সাথে চাঁচড়া ডালমিল মোড়, চৌরাস্তা, কেন্দ্রীয়
শহিদ মিনার , কোতয়ালি থানার মোড়, বিমান অফিস
মোড়ে ৫টি টাওয়ার লাইটের স্থাপন করা হয়েছে।
, , , , , , , , , , , , , , , , , , ,

21/10/2025

যশোর-চুকনগর মহাসড়কে কাভারভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, কিশোর গুরুতর আহত
, , , , , , , , , , , , , , , , , , ,

অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের ...অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু...
21/10/2025

অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট
হয়ে প্রাণ গেল কৃষকের ...

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবুল কালাম (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার চেংগুটিয়া আলিপুর ব্রিজ সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামের আনসার আলী খাঁর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আবুল কালাম সাইকেলযোগে নওয়াপাড়া বাজারে তরকারি বিক্রি করতে যাচ্ছিলেন। আলিপুর ব্রিজের কাছে পৌঁছালে খুলনাগামী একটি ট্রাক পেছন দিক থেকে তার সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং অজ্ঞাত ওই ট্রাকটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। চালককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার পরও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”

যশোর-চুকনগর মহাসড়কে কাভারভ্যান-মোটরসাইকেলমুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, কিশোর গুরুতর আহত...নাসির উদ্দিন নয়ন, কুয়াদা (যশো...
21/10/2025

যশোর-চুকনগর মহাসড়কে কাভারভ্যান-মোটরসাইকেল
মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, কিশোর গুরুতর আহত...
নাসির উদ্দিন নয়ন, কুয়াদা (যশোর) প্রতিনিধি : যশোর-চুকনগর মহাসড়কের সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় কাভারভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং এক কিশোর গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মনিরামপুর থেকে যশোরগামী একটি কাভারভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটিতে ছিলেন রামনগর দক্ষিণপাড়া হাতিপোতা এলাকার সাইদুল ইসলামের ছেলে আকাশ (১৮) এবং একই গ্রামের হাশেম মোল্লার ছেলে সোহান (১৫)।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই আকাশ মারা যান এবং সোহান গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহত সোহানকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠান। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়।
নিহত আকাশের মরদেহ পরিবারের সদস্যরা ইঞ্জিনভ্যানে করে বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার এসআই আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
যশোর ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় আহত সোহানের অবস্থা সংকটজনক।

যবিপ্রবিতে আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু...(যশোর: ২১ অক্টোবর ২০২৫ খ্রি.): “ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” প্রতিপা...
21/10/2025

যবিপ্রবিতে আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু...

(যশোর: ২১ অক্টোবর ২০২৫ খ্রি.): “ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। ২১ ও ২২ অক্টোবর দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় যবিপ্রবির ২০টি বিভাগের খেলোয়াররা অংশগ্রহণ করবে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ খেলোয়ারদের উদ্দেশ্যে বলেন, আনন্দের জায়গা খেলাধুলা, বিনোদনের জায়গা খেলাধুলা। বন্ধুত্ব তৈরি ও পারষ্পারিক সম্পর্ক তৈরির জায়গা খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে আমাদের যোগাযোগ বাড়বে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, আর এটাই আমাদের প্রত্যাশা। প্রতিটি শিক্ষার্থীরই উচিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠক্রমিক কার্যকলাপে অংশগ্রহণ করা। খেলাধুলা ও অন্যান্য সহ-পাঠক্রমিক কার্যকলাপই তোমাদেরকে অন্যদের থেকে আলাদাভাবে পরিচিত করে তুলতে সাহায্য করবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আমরা গবেষণা ও বিশ্ব র‌্যাঙ্কিংয়ে যেভাবে এগিয়ে গিয়েছি ঠিক তেমনিভাবে আমরা খেলাধুলায়ও আমরা এগিয়ে যেতে চাই। আমাদের যে অর্জন তা কিভাবে আরও সমৃদ্ধ করা যায় আমরা সেই অনুযায়ী নিরলস পরিশ্রম করে যাবো। আশা করি তোমরা সুন্দর দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. মোঃ শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার, কবি গোলাম মোস্তফা হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুল হালিম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ মিনহাজ উদ্দিন মনির, আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা পরিচালনা কমিটি-২০২৫ এর আহবায়ক অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মোঃ শাহিনূর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তর প্রধান, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার বিজ্ঞ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিসের সাবেক জাতীয় খেলোয়ার রত্না রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ।

যশোরের বাঘারপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের  আগুনে ছয়টি দোকান পুড়ে ভষ্ম... আজম খাঁন, বাঘারপাড়া (যশোর)ঃ  যশোরের বাঘারপাড়ার...
21/10/2025

যশোরের বাঘারপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের
আগুনে ছয়টি দোকান পুড়ে ভষ্ম...
আজম খাঁন, বাঘারপাড়া (যশোর)ঃ যশোরের বাঘারপাড়ার চাড়াভিটা বাজারে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। যশোর - নড়াইল সড়কের পাশে এ দোকান গুলির অবস্থান।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিন টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে দুইটি পেঁয়াজুর দোকান, একটি পানের দোকান, একটি মিষ্টির দোকান, একটি চা পানের দোকান ও একটি বেকারি ও ফলের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রাত সাড়ে তিনটার দিকে মসজিদের পাশে জিয়াউর রহমানের দোকানে আগুন লাগে। দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় মুহুর্তেই আগুন পুরো দোকান ছড়িয়ে পড়ে। এরপর পাশের দোকান রিজাউল দফাদার, কামাল হোসেন, এয়াকুব খান, বাবু ঘোষ, জিয়াউর ও জুলফিক্কার আলীসহ ৬জন ব্যবসায়ীর দোকান পুড়ে যায়।
বাঘারপাড়া ফায়ার ব্রিগেডের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকা।

চুয়াডাঙ্গায় মদপানে ৭ মৃত্যুর  ৪ মরদেহ উত্তোলন, হবে ময়নাতদন্ত ....মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর উ...
21/10/2025

চুয়াডাঙ্গায় মদপানে ৭ মৃত্যুর ৪ মরদেহ
উত্তোলন, হবে ময়নাতদন্ত ....
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে ৭ জনের মৃত্যুর ঘটনায় প্রশাসন পূনরায় কবর থেকে চারজনের মরদেহ উত্তোলন করেছে। এর আগে তিন জনের মরদেহ ময়নাতদন্ত শেষ করা হয়েছিল।বাকী চারজনের মরদেহ গোপনে তাদের পরিবার দাফন করেছিল।

মঙ্গলবার সকালে পুলিশ ও এলাকাবাসীর পাশাপাশি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়।এব্যাপারে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় সদর থানায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। এর আগে তিন জনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছিল। আদালতের নির্দেশে বাকি চারজনের মরদেহ পূনরায় কবর থেকে উত্তোলন করা হয়েছে।সেগুলো ময়নাতদন্ত করা হবে।উত্তোলন মরদেহ গুলো হলো চুয়াডাঙ্গা সদরের পিরোজখালি গ্রামের নবীছউদ্দিনের ছেলে লাল্টু হোসেন, খেজুরা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে সেলিম (৪৫), নফরকান্দি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খেদের আলী (৫০) এবং শংকরচন্দ্র গ্রামের শহিদুল মোল্লা।
উল্লেখ্য ৯ অক্টোবর দিবাগত রাতে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার এলাকায় বেশ কয়েকজন মিলে বিষাক্ত অ্যালকোহল পান করেন। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে ছয়জনের মৃত্যু হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর পর ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। এ সময় জানা যায়, নিহতদের মধ্যে চারজনকে গোপনে দাফন করে ফেলেছিল তাদের পরিবারের সদস্যরা। আদালতের নির্দেশে মঙ্গলবার ওই চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়।
এদিকে, এই মৃত্যুর ঘটনার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত বিষাক্ত স্পিরিটের যোগসূত্র খুঁজে পেয়েছিল পুলিশ। বিষয়টি তদন্ত করতে গিয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১১৭ বোতল মেয়াদোত্তীর্ণ স্পিরিট।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে মূল আসামি ফারুক আহমেদ ওরফে ‘এ্যালকো ফারুক ও তার সহযোগী জুমাত আলীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করে, সে দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে হোমিও চিকিৎসার নামে মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল বিক্রি করে আসছিল এবং চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় সরবরাহ দিত।
পুলিশের ধারণা, ফারুকের সরবরাহ করা এই বিষাক্ত স্পিরিট পান করেই ছয়জনের মৃত্যু হয়েছে।

21/10/2025

প্রাণনাশের হুমকি জমি ও মাছের ঘের জবর দখলের বিরুদ্ধে থানায় অভিযোগ, প্রশাসনের নীরবতায় প্রেসক্লাব বসুন্দিয়ায় সংবাদ সম্মেলন ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন...

মুজিবনগরের ভৈরব নদে গোসলে নেমে দুই যুবক নিখোঁজ....মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদে গোসল করতে নেমে তানভির(২০) ও কৌ...
20/10/2025

মুজিবনগরের ভৈরব নদে গোসলে
নেমে দুই যুবক নিখোঁজ....

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে ভৈরব নদে গোসল করতে নেমে তানভির(২০) ও কৌশিক (২০) নামের দুই যুবক নিখোঁজ হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রতনপুর-রশিকপুরের সুইচ গেটে এ মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিখোঁজ তানভির মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও মেহেরপুর পৌর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কৌশিক আমদহ গ্রামের মহিন শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজরা দুপুরে কয়েকজন বন্ধু মিলে রশিকপুর সুইচ গেটে গোসল করতে আসেন। এ সময় অনেকেই তাদের ঐ জায়গার পানিতে নামতে নিষেধ করে তবুও বন্ধুরা নদের স্রোতের মধ্যে নেমে পড়ে। হঠাৎ কৌশিক পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে তানভির পানিতে ঝাপিয়ে পড়ে। এর পরেই আশপাশের লোকজনও তাদের উদ্ধারে চেষ্টা করে দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়দের খবরে মুজিবনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে তাদের সন্ধান পাওয়া যায়নি।
মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা জানান, নদীতে পানি প্রবাহ অনেক বেশি থাকায় তারা ডুবে গেছে। আমরা চেষ্টা করেও তাদের কোন সন্ধান মেলেনি এ কারণে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হবে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ডুবুরি দল খুলনা থেকে রওনা দিয়েছে তারা পৌঁছুলে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হবে।


#ভৈরবনদ #মুজিবনগর #মেহেরপুর #নিখোঁজ #দুর্ঘটনা #দুই_যুবক_নিখোঁজ #দুঃখজনক_ঘটনা #পানিতে_ডুবে_নিখোঁজ

যশোরে মাদকবিরোধী  গণ শুনানি অনুষ্ঠিত.... স্টাফ রিপোর্টার,যশোর থেকেঃ মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে যশোরে অনু...
20/10/2025

যশোরে মাদকবিরোধী গণ শুনানি অনুষ্ঠিত....
স্টাফ রিপোর্টার,যশোর থেকেঃ মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে গণশুনানি। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ এফ এম এহতেশামুল হক। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক প্রশাসন আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন অধিদপ্তরের খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান।
গণশুনানীতে যশোরের বিভিন্ন সেক্টরের শতাধিক স্টেক হোল্ডারগণ অংশ গ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় দেশ ও সমাজকে মাদকমুক্ত রাখতে সমাজের সকল সেক্টরের স্টেকহোল্ডারগণকে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি বলেন, মাদক একটি সমাজকে ধ্বংসের জন্য আগ্নেয়াস্ত্রের চেয়েও মারাত্নক ভূমিকা পালন করে। একটি সমাজ ও দেশের যুব শক্তিকে ধ্বংসের জন্য পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিত ভাবে নানা নামে বাংলাদেশে মাদকদ্রব্য পুশ করা হচ্ছে। আর্থিক ভাবে লাভবান হতে দেশের এক শ্রেণীর বিপথগামী মানুষ সেই মাদক চোরাচালানের সাথে যুক্ত হয়ে দেশকে ও দেশের যুব সমাজকে ধ্বংসের চক্রান্ত করছে। এই জন্য সবচেয়ে বেশি দায়ী এদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত কিছু ব্যক্তি। তাদের কারনেই দিন দিন দেশের যুব সমাজ মাদকাসক্ত হয়ে দেশকে মেধাহীন রাষ্ট্রে পরিণত করছে। এই অবস্থার অবসান ঘটাতে দেশের রাজনৈতিক দলের নেতাদেরকে মাদক বিরোধী শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্লোভ হয়ে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। আমাদের সরকার দেশকে মাদকমুক্ত করতে এবং মাদকমুক্ত যুবসমাজ গড়তে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তার জন্য সমাজের প্রত্যেক স্টেক হোল্ডারহণকে নিজের অবস্থানে থেকে শক্ত ভূমিকা পালন করতে হবে। তবেই আমরা মাদকমুক্ত রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে পারবো।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। জাতির বিবেক লোভ পাচ্ছে। সমাজে অশান্তি বিরাজ করছে। সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। সমাজে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। আর এটা করা হচ্ছে সুপরিকল্পিত ভাবেই। কারন কোন জাতিকে ধ্বংস করতে হলে সর্ব প্রথম তার যুবশক্তিকে ধ্বংস করতে হয়, জাতিকে মেধাশুন্য করতে হয়। বিগত বছর গুলোতে আমাদের দেশকে সেই পথেই নিয়ে যাওয়া হচ্ছিল।
আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো বহুদিন ধরে পরিকল্পিত ভাবেই সেই কাজটি করে যাচ্ছে। ৩৬ জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে সময় এসেছে সেই অবস্থার অবসান ঘটানো। আমাদের যুব সমাজকে জাগ্রত করতে মাদককে না বলতে হবে। যশোর হচ্ছে দেশের অন্যতম বৃহত্তর সীমান্তবর্তী জেলা। এই জেলায় প্রায় ৮৫ কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। এই বিস্তৃত সীমান্ত পথে প্রতি দিন বিপুল পরিমান মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে প্রবেশ করানো হচ্ছে। এই মাদকদ্রব্য পাচারের জন্য যশোর জেলাকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই অবস্থার অবসান ঘটাতে হবে। সীমান্তরক্ষাকারী বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকে সর্বোচ্চ শক্তি দিয়ে এই মাদক পাচার প্রতিরোধ করতে হবে। মাদক কারবারীরা দেশ ও জাতির শত্রু। যারা মাদক পাচার ও মাদক সেবনের সাথে জড়িত তারা সমাজের বোঝা। তাই সম্মিলিতভাবে এদেরকে প্রতিরোধ করতে হবে। দেশের সকল রাজনৈতিক দলের বিশেষ করে ৩৬ জুলাই পরবর্তী স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে যারা রাজপথে সক্রিয় ছিলো সেই সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে মাদক বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সমাজে ও রাষ্ট্রের সকল স্টেক হোল্ডারগনকে নিজ নিজ অবস্থান থেকে মাদক বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় হতে হবে। কারণ মাদক মরনাস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। একটি সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করতে মাদক আগ্নেয়াস্ত্রের মত কাজ করছে। তাই সমাজের সকল স্টেক হোল্ডারগনকে মাদকবিরোধী যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। সমাজের সকল স্তর থেকে যদি মাদক বিরোধী প্রচার প্রচারণা হতে শুরু করে তবেই কেবলমাত্র দেশকে মাদকমুক্ত করা সম্ভব হবে। রাষ্ট্র ও দেশের আইন-শৃঙ্খলা বাহিনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। আজকের এই গন শুনানি তারই অংশ।
পরে উন্মুক্ত আলোচনায় সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
গণশুনানীতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন
সাংবাদিক নূর ইসলাম, তৌহিদ জামান,ছাত্রপ্রতিনিধি রাশেদ খান, জামায়াতের নেতা নূর ই আল মামুন, বেলায়েত হোসেন,

#যশোর #মাদকবিরোধী #গণশুনানি #মাদকমুক্ত_সমাজ #জেলা_প্রশাসক #আজাহারুল_ইসলাম #স্বরাষ্ট্র_মন্ত্রণালয় #মাদকদ্রব্য_নিয়ন্ত্রণ_অধিদপ্তর #মাদকমুক্ত_বাংলাদেশ #মাদক_নিরোধ

শার্শায় বোনের অভিযোগের প্রতিবাদে ভাইয়ের সংবাদ সম্মেলন....প্রতিবেদক, বেনাপোল (যশোর) : যশোরের শার্শায় পারিবারিক দ্বন্দ্বের...
20/10/2025

শার্শায় বোনের অভিযোগের প্রতিবাদে
ভাইয়ের সংবাদ সম্মেলন....

প্রতিবেদক, বেনাপোল (যশোর) : যশোরের শার্শায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বোন ও দুলাভাইয়ের করা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই আসাদুজ্জামান আসাদ। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বেনাপোল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আসাদুজ্জামান আসাদ বলেন, চলতি বছরের গত ২৯ সেপ্টেম্বরে তার বোন মোছা. আনজুয়ারা খাতুন (শিমুল) ও দুলাভাই শরিফুল ইসলাম কর্তৃক শার্শা থানায় দায়ের করা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দাবি করেন, পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে তার বোন ও দুলাভাই তাকে আর্থিকভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।
আসাদ আরও বলেন, গত ২১ জুলাই আমার বোন ও দুলাভাই স্থানীয় দুজনকে সঙ্গে নিয়ে মোবাইল ফোনে আমার কাছে ১০ লক্ষ টাকা দাবি করে। পরে ২৮ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আমার বাড়ির মূল ফটক বাইরে থেকে আটকে দেয়। পরদিন সকাল ৮টার দিকে বোন ও ভাগ্নে শিহাব বাড়িতে ঢুকে বিল্ডিংয়ের পেছনের পকেট গেট তালা লাগিয়ে দেয়। এরপর বোন আমার ঘরের দরজা আটকে রান্নাঘরে গিয়ে নিজের হাতে ব্লেড দিয়ে মাথা কাটে, আমাকে ফাঁসানোর উদ্দেশ্যে। ঘটনার ভিডিও আমার ছেলে ধারণ করেছে।
তিনি অভিযোগ করেন, তার বোন তাকে ভয়ভীতি ও আর্থিক চাপে ফেলতে ৫ লক্ষ টাকা দাবি করে এবং হুমকি দেয় টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাবে। আমার বোন দাবি করছে, সে আমার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য টাকা দিয়েছে, কিন্তু এর কোনো প্রমাণ নেই।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পরবর্তীতে তার বোন শার্শা থানায় অভিযোগ করেন যে তিনি ১০ লক্ষ টাকা পাওনা এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আসাদ। বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন এবং প্রশাসনের কাছে তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারসহ ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এবিষয়ে বোন মোছা. আনজুয়ারা খাতুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোন সাড়া দেননি।

, , , , , , , , , , , , , , , , , , ,

20/10/2025

যশোর জেলায় ওয়াজ মাহফিল ও পবিত্র আজিমুশান ইসলামি জলসা অনুষ্ঠিত হয়েছে
, , , , , , , , , , , , , , , , , , ,

Address

33/1 Rail Rode, Kotwali Jashore

7400

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Jashore । দৈনিক যশোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share