21/10/2025
যশোর পৌরসভা স্ট্রীট লাইট টাওয়ার লাইটের উদ্বোধন...
নিজস্ব প্রতিবেদক : যশোর মুজিব সড়কের রায়পাড়া ও চাঁচড়া ডালমিল
নামক স্থানে স্ট্রীট লাইট ও টাওয়ার লাইটের উদ্বোধন করা
হয়।
প্রধান অতিথি হিসেবে লাইটের উদ্বোধন করেন জেলা
প্রশাসক আজাহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের
উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত
জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, পৌরসভার
প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী,
নির্বাহী প্রকৌশলী এসএম শরীফ হাসান, সহকারী
প্রকৌশলী মোকলেছুর রহমান, সাইফুজ্জামান তুহিন,
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন
প্রমুখ।
মুজিব সড়কের রায়পাড়া থেকে চাঁচড়া ডালমিল পর্যন্ত
১৭টি পুলে ৩৪ টি স্ট্রীট লাইট লাগানো হয়েছে। সেই
সাথে চাঁচড়া ডালমিল মোড়, চৌরাস্তা, কেন্দ্রীয়
শহিদ মিনার , কোতয়ালি থানার মোড়, বিমান অফিস
মোড়ে ৫টি টাওয়ার লাইটের স্থাপন করা হয়েছে।
, , , , , , , , , , , , , , , , , , ,