Naim's vlog

Naim's vlog ❤️হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।❤️ personal blog

06/07/2025

সোনাই বারান্দায় দাঁড়িয়ে!

06/07/2025

একটি নতুন কুঁড়ি
একটি নতুন সকাল

05/07/2025

কখনো কখনো নিজের ভালোর জন্য।
#আমি

💥 #আত্মসম্মানবোধ আমার কাছে প্রেম ভালবাসার চেয়ে প্রিয়। ☀️তেজ, জেদ, সাহস এবং সততা, এগুলো আমার অলংকার।🌙আমি সহজে কারও “কাছের...
05/07/2025

💥 #আত্মসম্মানবোধ আমার কাছে প্রেম ভালবাসার চেয়ে প্রিয়।
☀️তেজ, জেদ, সাহস এবং সততা, এগুলো আমার অলংকার।

🌙আমি সহজে কারও “কাছের” হই না, নিজেকে সহজ বানাইও না।
#বন্ধুদের যত্ন করি, কিন্তু বন্ধনে জড়াই না।

#আমার মানসিক স্বস্তি নষ্ট হয় যে গলিতে, সে গলিতে যতই আলো থাকুক, ওই আলোয় আমি হাঁটব না।
#কোনো প্রলোভনে আমাকে দমানো যাবে না। যা আমি করতে চাই, তা আমি অবশ্যই করব। আর যা করতে চাই না, তা আমাকে দিয়ে কেউ করাতে পারবে না।

#আমি কঠিন মানুষ। যতটা কঠিন হলে ভেঙে যাওয়া নিজেকে নতুন করে গড়া যায়, আমি ততটাই কঠিন।
ইমোশন অপাত্রে বিলাই না। ভালবাসার মত আমার ঘৃণাও মুল্যবান।
পুরোনো কোনো সম্পর্কে জং ধরলে, নির্দ্বিধায় ছেড়ে দিই। #অতীত আঁকড়ে ধরার কোনো অভ্যাস আমার নেই।

আমি মাথা নত করি সম্মানে, প্রজ্ঞায়, যত্নে, #ভালোবাসায়,……… ভিক্ষায় নয়।
আমাকে দখল করা যায় না, আমাকে অধিকার করা যায় না, পিছুটানে আটকানো যায় না, চাইলে আমার সঙ্গে পথ চলা যায়।

ভালো লাগলে পোস্ট টা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।

ঝ👉কাউকে মানষিক  #কষ্ট দিচ্ছেন?খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।যে কষ্টগ...
02/07/2025

ঝ👉কাউকে মানষিক #কষ্ট দিচ্ছেন?
খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।
যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, #দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে!
গোলাকার এই #পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না!

#সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস — সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে " of Nature" বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!!

#কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাল, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি দিল না,
#ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্যা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বাণে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না!! জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?

#সবসময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না!

#এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ মহান #সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। তিনি কারোর একার না। তিনি সবার।

 #মহাকবি শেখ সাদী একদিন একটি মাটির ঢেলা খুঁজে পেলেন। তারপর মাটির ঢেলাটিকে নাকের কাছে নিয়ে শুঁকে দেখলেন- ঢেলাটি থেকে সুন্...
24/06/2025

#মহাকবি শেখ সাদী একদিন একটি মাটির ঢেলা খুঁজে পেলেন। তারপর মাটির ঢেলাটিকে নাকের কাছে নিয়ে শুঁকে দেখলেন-
ঢেলাটি থেকে সুন্দর সুবাস বের হচ্ছে। কবি খুব অবাক হয়ে গেলেন।
কবি ঢেলাটিকে জিজ্ঞেস করলেন- তুমি কি আতরদানি?
#মাটির ঢেলাটি বলল- আমি খুব সাধারণ এক খন্ড মাটি।
#কবি বললেন, তাহলে তোমার কাছে এত সুবাস কী করে এলো? মাটির ঢেলাটি তখন বলল- আমি যেখানে ছিলাম, সেখানে আমার ওপর একটি #গোলাপ গাছ ছিল। প্রতিদিন গাছ থেকে একটা দুইটা করে গোলাপের পাপড়ি আমার ওপর ঝরে পড়তো। প্রতিদিন সেই পাপড়ির সুবাস আমি শুষে নিতে থাকলাম। অসংখ্য পাপড়ির #সুবাস শুষে নিতে নিতে আমার ভেতরটাও সুগন্ধি হয়ে গেল।

প্রিয় বন্ধু, এই গল্পটি থেকে আমরা কী শিখলাম? আমরা সবাই মাটির ঢেলার মতো সাধারণ হয়ে জন্মগ্রহণ করি। যদি আমাদের ওপর একটি গোলাপ গাছ থাকে, অর্থাৎ #অসাধারণ কিছু মানুষের সান্নিধ্য আমরা পাই, তখন আমরা সেসব মানুষ থেকে শুষে নিতে পারি সৌন্দর্য, জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা।
পরিপূর্ণ মানসিক বিকাশ আমাদের তখনই ঘটে। পক্ষান্তরে যদি নেতিবাচক এবং অসৎ চিন্তাভাবনার মানুষের সান্নিধ্য পাই, নিজের অজান্তেই আমরা সুবাসের পরিবর্তে দুর্গন্ধ ছড়াবো।
এইজন্য আমাদের খোঁজ করStarsEverywhere # #মানুষ। সময় কাটানো উচিৎ তাদেরই সাথে। তাহলে আমাদের জীবনটা সহজ ও সুন্দর হয়ে উঠবে৷ আসুন জীবনের সবক্ষেত্রে #ইতিবাচকতার চর্চা করি৷ আন্তরিক ধন্যবাদ।।


সংগৃহীত

23/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

ঘুমিয়ে পড়ো শান্তির ছায়ায়, নতুন ভরে জেগে উঠো নতুন আশায়!
23/06/2025

ঘুমিয়ে পড়ো শান্তির ছায়ায়,
নতুন ভরে জেগে উঠো নতুন আশায়!

💥"স্বপ্ন বড় হতে পারে, পথ কঠিন হতে পারে,কিন্তু হাল ছেড়ে দিলে তুমি কখনোই জানবে না — তুমি কতটা দূর যেতে পারতে।আজই শুরু করো।...
22/06/2025

💥"স্বপ্ন বড় হতে পারে, পথ কঠিন হতে পারে,
কিন্তু হাল ছেড়ে দিলে তুমি কখনোই জানবে না — তুমি কতটা দূর যেতে পারতে।

আজই শুরু করো। নিজেকে বিশ্বাস করো।
তুমি পারবে ইনশাআল্লাহ। 🌼🌸🌼

💥দুনিয়ায় এতোটুকু নিশ্চিত যে হারাম উপার্জন করার সুযোগ আছে কিন্তু হারাম ভোগ করার সুযোগ নাই।। ✅✅👉বুঝতেই পারবেন না কখন কিভাব...
21/06/2025

💥দুনিয়ায় এতোটুকু নিশ্চিত যে হারাম উপার্জন করার সুযোগ আছে কিন্তু হারাম ভোগ করার সুযোগ নাই।। ✅✅

👉বুঝতেই পারবেন না কখন কিভাবে অবৈধভাবে উপার্জিত অর্থ বেহাত হয়ে যাচ্ছে।।✅✅



বি:দ্র:থালাটা বাচ্চারা সাজিয়ে ছবি তুলেছে☺️

mango shake 🥭🥭credit my elder son. ☺️🥤🥂
19/06/2025

mango shake 🥭🥭
credit my elder son. ☺️🥤🥂

Address

ঝিনাইদহ

Telephone

+8801864556997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naim's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share