17/09/2025
চঞ্চল বান্ধবী আমার পরিচিত মেয়েটিকে বলছে-
“ তোর তো রাজকপাল!! তোর স্বামী এত responsible person!!
এরকম আমি খুব কম দেখেছি”
মেয়েটি তার দায়িত্বরান স্বামীর কথা শুনে হাঁ করে আছে!!!
মনে হলো ওর স্বামীর এই রুপ ওর কাছে অচেনা!!!
তারপর চঞ্চল বান্ধবী এক নিঃশ্বাসে বললো-
“আমি একটা গাড়ি কিনবো, যেহেতু তোর স্বামী গাড়ি ভালো বোঝেন তাই গাড়ি কেনার কথা ভাইয়াকে বলা মাত্রই, সেদিন থেকেই ভাইয়া গাড়ির দাম, কোথা থেকে কিনবো,
যেন আমি না ঠকি,
সব সে দায়িত্ব নিয়ে করে দিলো,
আর বারবার জানতে চাইলো,
আমার টাকার ব্যবস্থা আছেতো!!
টাকা কম পড়বেনাতো!
নইলে সে লোন দেবে!!!”
বান্ধবীটি ভেবেছিল মেয়েটি নিশ্চয়ই জানে!
তাই মেয়েটি এমন ভাব করলো,
যেনো সে তার স্বামীর কাছে শুনেছে!!
কারন এখানে বান্ধবীরতো কোন অন্যায় নেই!!
আরও কিছুক্ষণ গল্প করে চঞ্চল মেয়েটি চলে গেলো!!
মেয়েটি আমার মুখের দিকে তাকিয়ে বললো-
“জানেন আপু বাসায় এই মানুষটা এতটুকু দায়িত্ব পালন করে না!! আর মানুষের কাছে হিরো হতে চায়!!!”
আমি আমার মত বোঝালাম ওকে!
নেগেটিভ কোন চিন্তা ওর মধ্যে ঢুকতে দিলাম না!!
কারন সংসার কি দোকানের সদাই!!
ভালো না লাগলে ফেরত দিয়ে দেবে বা ফেলে দেবে!!
এই দুই বান্ধবীর কথপোকথনে যা বুঝলাম আমি-
তা হলো…আমাদের সমাজে অনেক পুরুষ যেমন আছে,
অনেক নারীও তেমন আছে তবে নারীদের সংখ্যা পুরুষের তুলনায় কম!!
তারা বাইরে নিজেদের হিরো হিরোইন বানাতে ব্যাকুল থাকে!!
ঘরের মানুষের মূল্য তাদের কাছে খুব একটা থাকে না!!
বাইরের মানুষ মনে করে-
এই দায়িত্ববান মানুষদের ঘরের মানুষেরা কত যেন সুখী!!!
কিন্তু ঠিক তার উল্টো ঘরের অবস্থা!!
এসব চিত্র অনেক দেখা আমার!!
তবে কিছু মানুষ আছেন-যারা ঘরে বাইরে সমানভাবে সামলাতে পারেন- তাঁদের আমি সালাম জানাই!!!
সেই পরিবারের মানুষেরা সত্যিকারের ভাগ্যবান!!
আমার নানী সেরকম পড়ালেখা করেননি,
কিন্তু অসম্ভব মানসিক শিক্ষা ছিলো তাঁর!
নানী একটা কথা বলতেন-
“আগে ঘর তারপর পর!! ঘর সামলাতে পারলে পরকেও সামলাতে পারবে!!”
কথাটা মনে হয় মিথ্যে বলেননি নানী!!
যারা ঘর রেখে পরের কাছে নিজেকে জাহির করেন,
তারা আর একবার ভাবুন-
দিনশেষে বাড়ি ফিরতে হবে!!
আর যখন বয়স বাড়বে,
তখন এই মানুষগুলোর মায়া আপনার উপর থেকে উঠে যাবে!!
আপনার সেই “পর” তারাও আসবে না!!!
কারন তখনতো আপনি নিজেই অন্যের মুখাপেক্ষী!!!
Be positive
゚viralシviralシfypシ゚viralシalシ