Naim's vlog

Naim's vlog ❤️হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।❤️ personal blog

আস্ সালামু আলাইকুম, শুভ সকাল সবাই কে। 🌅
27/09/2025

আস্ সালামু আলাইকুম, শুভ সকাল সবাই কে। 🌅

কারো ক্ষতি না করে যেটা করবেন সেটাই সুন্দর! শুভ সকাল। 🌅
25/09/2025

কারো ক্ষতি না করে যেটা করবেন সেটাই সুন্দর! শুভ সকাল। 🌅

23/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

21/09/2025

কি শাক এটা? #শাক

যদি তুমি সঠিক হও, তাহলে চুপ থাকো! 🤫🤐       #সঠিক
18/09/2025

যদি তুমি সঠিক হও, তাহলে চুপ থাকো! 🤫🤐
#সঠিক

এমন অনেক পুরুষ আছে যারা দুর্দিনে সংসার ছেড়ে দুরে থাকে, কখনো কখনো তা দিন, মাস, বছর গড়াই।আবার কখনো তার নতুন সংসার সাজায়।কি...
17/09/2025

এমন অনেক পুরুষ আছে যারা দুর্দিনে সংসার ছেড়ে দুরে থাকে, কখনো কখনো তা দিন, মাস, বছর গড়াই।আবার কখনো তার নতুন সংসার সাজায়।
কিন্তু নরী সেই পুরষের ফেলে যাওয়া সংসার আকঁড়ে থাকে, আগলে রাখে,তার সন্তানদের যত্ন নেয়।আর অপেক্ষায় থাকে!
#সংসার #পুরুষ

চঞ্চল বান্ধবী আমার পরিচিত মেয়েটিকে বলছে-“ তোর তো রাজকপাল!! তোর স্বামী এত responsible person!!এরকম আমি খুব কম দেখেছি”মেয়ে...
17/09/2025

চঞ্চল বান্ধবী আমার পরিচিত মেয়েটিকে বলছে-
“ তোর তো রাজকপাল!! তোর স্বামী এত responsible person!!
এরকম আমি খুব কম দেখেছি”
মেয়েটি তার দায়িত্বরান স্বামীর কথা শুনে হাঁ করে আছে!!!
মনে হলো ওর স্বামীর এই রুপ ওর কাছে অচেনা!!!

তারপর চঞ্চল বান্ধবী এক নিঃশ্বাসে বললো-
“আমি একটা গাড়ি কিনবো, যেহেতু তোর স্বামী গাড়ি ভালো বোঝেন তাই গাড়ি কেনার কথা ভাইয়াকে বলা মাত্রই, সেদিন থেকেই ভাইয়া গাড়ির দাম, কোথা থেকে কিনবো,
যেন আমি না ঠকি,
সব সে দায়িত্ব নিয়ে করে দিলো,
আর বারবার জানতে চাইলো,
আমার টাকার ব্যবস্থা আছেতো!!
টাকা কম পড়বেনাতো!
নইলে সে লোন দেবে!!!”

বান্ধবীটি ভেবেছিল মেয়েটি নিশ্চয়ই জানে!
তাই মেয়েটি এমন ভাব করলো,
যেনো সে তার স্বামীর কাছে শুনেছে!!
কারন এখানে বান্ধবীরতো কোন অন্যায় নেই!!
আরও কিছুক্ষণ গল্প করে চঞ্চল মেয়েটি চলে গেলো!!

মেয়েটি আমার মুখের দিকে তাকিয়ে বললো-
“জানেন আপু বাসায় এই মানুষটা এতটুকু দায়িত্ব পালন করে না!! আর মানুষের কাছে হিরো হতে চায়!!!”

আমি আমার মত বোঝালাম ওকে!
নেগেটিভ কোন চিন্তা ওর মধ্যে ঢুকতে দিলাম না!!
কারন সংসার কি দোকানের সদাই!!
ভালো না লাগলে ফেরত দিয়ে দেবে বা ফেলে দেবে!!

এই দুই বান্ধবীর কথপোকথনে যা বুঝলাম আমি-
তা হলো…আমাদের সমাজে অনেক পুরুষ যেমন আছে,
অনেক নারীও তেমন আছে তবে নারীদের সংখ্যা পুরুষের তুলনায় কম!!
তারা বাইরে নিজেদের হিরো হিরোইন বানাতে ব‍্যাকুল থাকে!!
ঘরের মানুষের মূল্য তাদের কাছে খুব একটা থাকে না!!
বাইরের মানুষ মনে করে-
এই দায়িত্ববান মানুষদের ঘরের মানুষেরা কত যেন সুখী!!!
কিন্তু ঠিক তার উল্টো ঘরের অবস্থা!!
এসব চিত্র অনেক দেখা আমার!!

তবে কিছু মানুষ আছেন-যারা ঘরে বাইরে সমানভাবে সামলাতে পারেন- তাঁদের আমি সালাম জানাই!!!
সেই পরিবারের মানুষেরা সত্যিকারের ভাগ্যবান!!

আমার নানী সেরকম পড়ালেখা করেননি,
কিন্তু অসম্ভব মানসিক শিক্ষা ছিলো তাঁর!
নানী একটা কথা বলতেন-
“আগে ঘর তারপর পর!! ঘর সামলাতে পারলে পরকেও সামলাতে পারবে!!”

কথাটা মনে হয় মিথ্যে বলেননি নানী!!
যারা ঘর রেখে পরের কাছে নিজেকে জাহির করেন,
তারা আর একবার ভাবুন-
দিনশেষে বাড়ি ফিরতে হবে!!
আর যখন বয়স বাড়বে,
তখন এই মানুষগুলোর মায়া আপনার উপর থেকে উঠে যাবে!!
আপনার সেই “পর” তারাও আসবে না!!!
কারন তখনতো আপনি নিজেই অন‍্যের মুখাপেক্ষী!!!
Be positive


゚viralシviralシfypシ゚viralシalシ

তারপর একদিন আমাদেরকথাহীন সময় নিঃশব্দে ফুরিয়ে যাবে।ক্লান্ত পাখির মতো নিজস্ব শব্দেরাউড়ে যাবে দূর অচেনায়।এক সময়ের অতি আপন ম...
17/09/2025

তারপর একদিন আমাদের
কথাহীন সময় নিঃশব্দে ফুরিয়ে যাবে।
ক্লান্ত পাখির মতো নিজস্ব শব্দেরা
উড়ে যাবে দূর অচেনায়।

এক সময়ের অতি আপন মুখগুলো
তখন হয়ে উঠবে অতি অচেনা।
আমাদের দেখা হওয়াকে মনে হবে;
পৃথিবীর এক বিচ্ছিন্ন ঘটনার হাত ধরে,
যেন হঠাৎ বৃষ্টির ফোঁটা
পড়ে গিয়েছিলো কোনো অনাহূত দুপুরে।

অযত্নের ধুলোয় ঢেকে যাবে স্মৃতি,
অবহেলার নিলামে হারিয়ে যাবে
যাপিত হাসি-কান্নার দিন।
আমরা তখন কেবল অচ্ছুত
স্মৃতির ভাঙা ফ্রেমে বন্দি দু’টি ছায়া।

তারও অনেক পরে
বিপর্যস্ত পৃথিবীর ওপারে,
আমরা হারিয়ে যাবো
যে যার মতো, অন্য কারো ঘরে।

আমরা কেউ কারো হবো না,
হাত বাড়ালেও মিলবে না হাত,
চাইলেও ফিরবো না ফেরা পথে।

তবুও—
অদ্ভুত এক নিয়তির খেলায়,
আমরা হয়ে যাবো অন্য কারো।

যেমন আকাশ হারায় সূর্যকে,
তবুও পূর্ণিমার চাঁদে ভরে ওঠে রাত।
তেমনই আমরা শূন্য হয়েও পূর্ণ হবো,
শুধু চেনা হাতে আর রাখা হবে না হাত।

সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

16/09/2025

স্ত্রীর দুর্ব্যাবহারকে হজম করা ইবাদত। #অভিমান #

Address

ঝিনাইদহ

Alerts

Be the first to know and let us send you an email when Naim's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share