07/11/2025
পিতার কাঁধে সন্তানের লাশ যেন আস্ত পৃথিবীর থেকেও ভারী।
আমাদের ছাত্র,গতবছরও প্রগ্রেসিভে ছিলো। খুবই ভালো ছেলে, চঞ্চল , সুদর্শন। স্কুলে চঞ্চলতার দায়ে কত অভিযোগ ছিলো। বাবা মা এই চঞ্চল ছেলেকে ধীরস্থির করতে বাড়ি নিয়ে গেলো। নেত্রকোনা বাড়ি। আমার বন্ধুর ভাতিজা। হটাৎ শুনি এই চমৎকার অল্পবয়সী ছেলেটা পরপারে চলে গেছে। ছেলেটা স্থির হয়েছে তবে সবাইকে কাঁদিয়ে চিরতরে স্থির হয়ে গেলো। খুবই মর্মান্তিক। আল্লাহ্ এই ছোট কোমলমতি শিশুকে জান্নাত নসীব করুন, তার পরিবারকে শোক সইবার শক্তি দিন!
(মাত্রাতিরিক্ত ডায়াবেটিস বেড়ে যাওয়া আর গলায় টনসিল জনিত সমস্যা প্রকট হয়েছিলো বলে জেনেছি)
©Adeel Abdullah