Al Mamun Halim143

Al Mamun Halim143 Assalamualaikum,Wellcome too my page.I am video creator.I love making video please do follow my page

01/06/2025
16/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Shadat Ahamed Topu, SH Shimul, Abul Kalam, Rabby Rabby, MD Rakibul Hasan Rakib, M Rubel Hasan, মোঃ মনির, Md Tarak, Abdul Hai, Md Manik Manik, Milan Mia, MD Kamrul, ইমরান ইসলাম, Minto Mia, Bilal Khan, Bablu Khan, Marjina Akter

15/09/2024

নিজের লেখা গান

08/09/2024

#নিজের_লেখা_গান

07/09/2024

এত গরম কেন🤣

Eid Mobarak
11/04/2024

Eid Mobarak

No caption 🤟
09/04/2024

No caption 🤟

27/03/2024

নতুন টিকটক ভিডিও ২০২৪
ফর ইউ ভিডিও ১০০%
Al Mamun Halim143 Al Mamun Halim Jaaz Multimedia

25/03/2024

টিকটক ভিডিও ১০০% ফর ইউ
Al Mamun Halim143 Al Mamun Halim Jaaz Multimedia

😭চোখ ফেটে কান্না আসবে.......😭😭plz........plzz.............plzz........গল্প টা একবার পরেনচোখের পানিধরে রাখতে পারবেননা!!!!...
19/02/2024

😭চোখ ফেটে কান্না আসবে.......😭😭
plz........plzz.............plzz........
গল্প টা একবার পরেন
চোখের পানি
ধরে রাখতে পারবেন
না!!!!
*********
আমি একদিন
এক দোকানের পাশে বসে ছিলাম
হঠাত এক টা বাচ্চা
মেয়ে এসে
বলে
-ভাইয়া এগুলো নেবেন?
নিন না,
মেডাম কে গিফট দিলে
খুশি হবে।
দেখলাম একটা আধা
ময়লা ফ্রক পরে,
ফুটপাতের ভিখারিদের
মত দেখতে
বাচ্চা মেয়ে আমার
চোখের দিকে
করুণ দৃষ্টিতে তাকিয়ে
আছে।
হাতে একগোছা গোলাপ।
এরা খুব একটা বোকা
হয়না।
না হলে, এতো ছোট
বয়সে
গার্লফ্রেন্ডকে
রপ্ত করার কৌশল,
জানত না।
কিন্তু গোলাপ কি শুধু
গার্লফ্রেন্ডকে দিতে
হয়?
মাকে দেওয়া যায়না?
পকেট থেকে
একশো টাকা বের করে
বললাম,
-এই নাও। কতো দাম
এগুলোর ?
ও দাম হিসেব করতে
যাবে, ঠিক
এমন সময় আকাশ
ভেঙে বৃষ্টি এল।
কাছাকাছি একটা
ঝুপড়ি মতো
জায়গায়
দৌড়ে আশ্রয় নিলাম।
দেখি ঐ
মেয়েটাও,
আমার পিছু পিছু এসে
পাশে
বসেছে।
এদিকে মুশলধারে
বৃষ্টি। এক কাপ
চা হলে
বেশ হতো। রাস্তার
ওপাশে চায়ের
দোকান।
কিন্তু আনবে কে?
,
-নাম কি তোমার?
আরহি ।
-আচ্ছা আরোহী ,
তোমাকে একটা
কাজ দেবো পারবে?
-বলুন দাদা ।
পকেট থেকে ২০ টাকা
বের
করে বললাম,
-ঐ দোকান থেকে
এককাপ চা
আনতে পারবে?
আর যদি তুমি কিছু
খাও খেতে
পারো ।
অবশ্য ওখানে যেতে
যদি তোমার
কোন
আপত্তি না থাকে।
দেখলাম নিঃশব্দে
মেয়েটি আমার
হাত থেকে
টাকাটা নিয়ে, এক
দৌড়ে চা নিয়ে
এলো।
আরোহী তুমি কিছু
খেলেনা কেন?
-এমনি ভাইয়া। এই নিন
বাকি টাকা।
-তুমি স্কুলে যাও?
-না। তবে খালার
মেয়েরা পুরোনো
বই
ফেলে দিলে, সেগুলো
নিয়ে মাঝে
মাঝে পড়ি।
-ও! তুমি স্কুলে যাওনা,
তোমার বাবা-মা বকেনা
বুঝি?
-বাবা মা নেই ভাইয়া ।
-নেই মানে?
-আগে একটা মা ছিল।
কিন্তু এখন তাকে
দেখিনা।
-মানে? এখন দেখনা
কেন?
তোমার মা মারা
গেছেন?
-না। আমার আসল
বাবা-মা ঐ যে
ঐখানে
যে ময়লা গুলো আছে,
সেখানে
ফেলে
রেখে গিয়েছিল
ছোটবেলায়।তারপর
একটা মা এসে আমায়
বড় করেছে।
তার নিজেরও তিনটে
ছেলেমেয়ে।
বাবা আমায় নিয়ে
ঝগড়া করতো
মায়ের সাথে। তাই ঐ মা
টা আবার
আমাকে ঠিক ঐখানেই
রেখে
কোথায়
যেন চলে গেছে? আর
দেখিনা।
-তাই তুমি ফুলগুলো
বিক্রি
করে বেঁচে থাক?
-না ভাইয়া। এই ফুলগুলো
ঐ সামনে
একটা ফুলের দোকান
আছে তার
সব ফুল বিক্রি করলে
তিনি আমাকে
দুপুরে খেতে দেন।
-দুপুরে খেতে দেন মানে?
আর রাতে, সকালে কি
খাও?
-খাইনা ভাইয়া। পানি
খেয়ে থাকি।
কখনো কখনো
ডাস্টবিনে ভালো
শুকনো খাবার খুঁজে
পেলে, তাই
খাই।

যদি মনের আকাশে মেঘ জমে,  তবে জল হয়ে ঝড়ে পরে।যদি ব্যথার আকাশ নীল হয়,   তবে কষ্ট সব পাথর হয়।
19/02/2024

যদি মনের আকাশে মেঘ জমে,
তবে জল হয়ে ঝড়ে পরে।
যদি ব্যথার আকাশ নীল হয়,
তবে কষ্ট সব পাথর হয়।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Al Mamun Halim143 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share