
16/07/2025
এটা কেমন রাজনীতি ভাই!!
যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসনাত ও সারজিস এবং নাহিদদের নেতৃত্বের মধ্য দিয়ে তাদের জীবন কে মৃ'ত্যুর পথে বাজি রেখে দিনের পর দিন আন্দোলন করে গেছে।
তখন তো সবাই বলে ছিলে হ্যাঁ!
তোমাদের মাধ্যমেই আমরা আমাদের অধিকার ফিরে পাবো।
এগিয়ে চলো হাসনাত ও সারজিস আমরা আছি তোমাদের সাথে।
যখনই তারা একটা দল গঠন করলো তখনই তোমাদের পরিবর্তন দেখা গেলো। যখন তারা অন্যায়ের বিরুদ্ধে সং'গ্রাম করে গেছে। মৃ'ত্যু নিশ্চিত যেনেও তারা আন্দোলন করে গেছে।
তাদের অবদান তাদের ত্যা'গ এতো তারাতাড়ি কিভাবে তোমরা ভুলে গেলে!!
আজ তাদের উপর আক্রমণ করছে বিদায় তোমরা খুশি!
তাদের কে নিয়ে কটুক্তি!😴
আরে ভাই একটা হাসনাতের মতো ছেলে হয়ে দেখাও দেশ প্রেমিক।
তবে দুঃখ জনক বিষয় হলো আমাদের দেশে সৎ ও মেধাবী এবং দেশপ্রেম এর কদর নাই।
যারাই এইদেশে সৎ সাহস নিষ্ঠাবান লোকছিলো তাদেরকেই এই দেশ থেকে ত্যা'গ করতে হয়েছিলো ।
হুম খুব তারাতাড়ি ও এই হাসনাত কে আমরা হারিয়ে ফেলবো এটা জানি। এই দেশের রাজ'নীতি বড়ই অদ্ভুত!
তারা শুধু দেশটাকে বিক্রি করেই খাইতেছে।
দেশেটা কে এগিয়ে নিয়ে যেতে পারে নাই।
#হাসনাত_আব্দুল্লাহ এই দেশের গর্ব। 🇧🇩
এরকম সন্তান যেন প্রতিটি ঘরে ঘরে জন্মায়।