Akaba Publications

  • Home
  • Akaba Publications

Akaba Publications Welcome to official page Akaba Prokashoni Akaba Prokashoni publishes all kindergarten books and some extraordinary books.

11/11/2025

সকল কিন্ডারগার্টেন ও English Medium স্কুল-মাদ্রাসার জন্য আকাবা প্রকাশনী প্রকাশ করেছে কয়েকটি অনন্য ও ব্যতিক্রমী বইসহ সকল পাঠ্যবই।

ব্যতিক্রমি এ বইগুলোর মধ্যে রয়েছে–
১। ডিভাইন রাইমস সিরিজ। চারটি সিরিজ বইয়ে ৬০ টি শিক্ষনীয় ও ইসলামিক রাইমস। সম্ভবত এটিই বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ও মান সম্মত ইসলামিক রাইমস সিরিজ।
অনন্য এ সিরিজের ছোট বড় রাইমসগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নৈতিকতা ও শিক্ষণীয় বিষয় তুলে ধরা হয়েছে । ছন্দবদ্ধ এ রাইমসগুলোর শুদ্ধ ব্রিটিশ উচ্চারণে আবৃত্তিও রয়েছে। যেমন-
"speak the truth
And tell not a lie
Everybody will
Love you high"
৬০রাইমস এক খণ্ডেও রয়েছে যা ইংলিশ মিডিয়াম স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী। সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠ্য রয়েছে আমাদের এই রাইমস সিরিজ।

২। "Tales from hadith"
এই বইয়ে ঘটনামূলক হাদিসগুলোকে ইংরেজিতে গল্প আকারে রূপদান করা হয়েছে। গল্পগুলোর শুদ্ধ ব্রিটিশ উচ্চারণে আবৃত্তি আছে যার মাধ্যমে একই সাথে ছোটদের গল্পও পড়া হবে, শুদ্ধ ইংরেজি চর্চা হবে, আবার হাদিসের ঘটনাও জানবে।

৩। "কবিতায় চল্লিশ হাদিস"
হাদিসে আছে- যে ব্যক্তি ৪০টি হাদিস মুখস্ত রাখবে সে আখেরাতে ফকিহ হিসাবে উঠবে।
ছোটদের উপযোগী শিক্ষামূলক ৪০টি হাদীস তিন ভাষায় মূল আরবীসহ বাংলা ও ইংরেজিতে ছন্দবদ্ধ অনুবাদ। যেমন:
"মানুষের মাঝে সেই শ্রেষ্ঠ সবার
যার দ্বারা মানবতা পায় উপকার।"

আবার ইংরেজিতেও ছন্দবদ্ধ :
"The best of men is certainly he
Who does good to humanity."

৪। হাতেখড়ির শিশুদের জন্য "সুন্দর হাতের লেখা শেখার খাতা"। এ খাতার বড় বর্ণগুলোর ফাঁকা স্থানে রং করার মাধ্যমে বর্ণের সঠিক চিত্র শিশুর অন্তরে গেঁথে যাবে। সেই সাথে বর্ণের শুদ্ধ -সঠিক নাম, ও ধ্বনির পরিচয় জানতে পরবে।

৫। "বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ।"
শুদ্ধ বাংলায় কথা বলা ও পড়ানোর যাবতীয় নিয়ম-রীতি দেওয়া আছে। ৫০ টা বাংলা বর্ণের শুদ্ধ সঠিক উচ্চারণ, যুক্তবর্ণে গেলে ব্যতিক্রমী উচ্চারণ, বিভিন্ন শব্দ, নামতা, শতকিয়া ইত্যাদির শুদ্ধ উচ্চারণের নিয়ম রীতি দেওয়া আছে যা অনেকেরই অজানা। যেমন- তালব্য-শ, মূর্ধন্য-ণ, আহ্বান ( আওভান) বিউভল, হৃদয় ইত্যাদি।

৬। ছবি আঁকার পদ্ধতিসহ স্কেল, কম্পাসের সাহায্যে ছবি আঁকা শেখার অনন্য বই। যা কোন প্রাণির ছবি বিহীন।

বইগুলো পেতে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে– ০১৭৫৩৪২১২৩৩

rhymes
books

আপনার  সন্তানকে মোবাইলে আসক্ত না করে বই পড়ায় অভ্যস্ত করুন। ছোটদের জন্য শিক্ষামূলক,  গুরুত্বপূর্ণ ৫টি বই=৫০০/- এবং বড়দে...
04/08/2025

আপনার সন্তানকে মোবাইলে আসক্ত না করে বই পড়ায় অভ্যস্ত করুন। ছোটদের জন্য শিক্ষামূলক, গুরুত্বপূর্ণ ৫টি বই=৫০০/- এবং বড়দের জন্য গুরুত্বপূর্ণ ৫টি বই ৫০০/-। প্রকাশ করেছে আকাবা প্রকাশনী, ঢাকা।

১। বই--"বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ।"
প্রমিত বাংলায় কথা বলা ও পাঠদানের যাবতীয় নিয়ম রীতি দেওয়া আছে। ৫০ টা বাংলা বর্ণমালা, বিভিন্ন শব্দ, শতকিয়া ইত্যাদির শুদ্ধ উচ্চারণ ও নিয়ম রীতি দেওয়া আছে যা খুব কম বাঙালি জানে। মূল্য ২৫০ টাকা

২। শিশু শিক্ষার্থীদের জন্য "সুন্দর হাতের লেখা শেখার খাতা"।
বর্ণের ফাঁকা স্থানে রং করার মাধ্যমে বর্ণের সঠিক চিত্র শিশুর অন্তরে ধারণ করবে।
হাতেখড়ির শিশুরা ৫০টা বর্ণমালার শুদ্ধ সঠিক নাম, উচ্চারণ ও ধ্বনির পরিচয় জানবে। আরও বিস্তারিত নিয়ম খাতার শেষ কভারে দেওয়া আছে।

৩। নিয়মসহ কম্পাসের সাহায্যে ছবি আঁকা শেখার স্পেশাল বই।

৪। কবিতায় চল্লিশ হাদিস - ছোটদের উপযোগী নৈতিকতা ও শিক্ষামূলক বাংলা, ইংরেজিতে ছন্দবদ্ধ অনুবাদ এবং মূল আরবীসহ ৩ ভাষায় ৪০ হাদীস।

৫। "Divine Rhymes" ইংরেজিতে ৬০ টি শিক্ষামূলক ও ইসলামিক রাইমস। শুদ্ধ ব্রিটিশ উচ্চারণে ৬০ রাইমসের আবৃত্তিও আছে। শুদ্ধ ইংরেজি চর্চার জন্য বইটি গুরুত্বপূর্ণ।
৬। Tales from Hadith: ইংরেজিতে ২৫ টি ছোটদের জন্য শিক্ষামূলক হাদিসের গল্প। ব্রিটিশ উচ্চারণে গল্পগুলোর আবৃত্তি আছে।একই সাথে গল্প পড়া হবে, হাদিসও জানা হবে, শুদ্ধ ব্রিটিশ ইংরেজিও চর্চা হবে। এ জন্য বইটি গুরুত্বপূর্ণ । মূল্য: ১৫০/-টাকা

বড়দের জন্য ব্যতিক্রম ও গগুরুত্বপূর্ণ বই :-
১। "Prophecies and the Third World War" বইটি মালয়েশিয়া থেকে প্রকাশিত হয়েছে। কোরআন হাদিস থেকে ৮০টা ভবিষ্যৎবাণী আলোচনা করা হয়েছে যা অতীত এবং বর্তমান বিশ্বের সাথে মিলে যাচ্ছে। বইটির মূল্য ৯ পাউন্ড। বাংলাদেশে ৫০০/-টাকা।

২। "হাদিসের ভবিষ্যৎ বাণী " বইটি উপরের বইয়ের সংক্ষিপ্ত বাংলা অনুবাদ। মূল্য ২০০/- টাকা
৩। " গ্রাম জীবনের স্মৃতি কাব্য " ছোটবেলার গ্রামীণ জীবনের সুখ-দুঃখের কথা ও বিভিন্ন ঘটনা কাব্যে বর্ণনা করা হয়েছে যা অনেকের সাথে মিলে যাবে। মূল্য ১৬০/- টাকা।
৪। "সত্য কী? "
সত্য মিথ্যার দ্বন্দ্ব মানুষের চিরন্তন। বইটিতে আল্লাহর রাসূল (স.), কুরআন ও ইসলামের সত্যতার যুক্তি, তথ্য, প্রমাণ উপস্থাপন করা হয়েছে। অমুসলিমদের দাওয়াতি কাজের জন্য বইটি উপযুক্ত। মূল্য ৬০/-টাকা।

৫। "মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ কে?"
মাইকের এইচ হার্ট এর "দি হান্ড্রেড" বই এর ভিত্তিতে রচিত। মূল্য ৬০/-
৬। "আল কোরআনে আমেরিকা প্রসঙ্গ "
এ বইটি একেবারেই আনকমন বই। আমেরিকার অতীত ইতিহাস বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিণতি কোরআন হাদিসে যা বর্ণনা রয়েছে। মূল্য ৬০/-টাকা

Islami Bank International School & College আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বইমেলায় Akaba Publication এর স্টল। সত্য, ন্যায় ...
31/07/2025

Islami Bank International School & College আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বইমেলায় Akaba Publication এর স্টল। সত্য, ন্যায় ও শিক্ষার প্রসারে আকাবা প্রকাশনী.....

আপনার  আদরের সন্তানকে মোবাইলে আসক্ত না করে বই পড়ায় আসক্ত করুন। ছোটদের জন্য শিক্ষামূলক, অনন্য ও ব্যতিক্রমী ৮টি বই এবং ব...
30/07/2025

আপনার আদরের সন্তানকে মোবাইলে আসক্ত না করে বই পড়ায় আসক্ত করুন। ছোটদের জন্য শিক্ষামূলক, অনন্য ও ব্যতিক্রমী ৮টি বই এবং বড়দের জন্য ব্যতিক্রমি ৭টি বই প্রকাশ করেছে আকাবা প্রকাশনী।

১। বই--"বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ।"
এ বইটিতে শুদ্ধ ও প্রমিত বাংলায় কথা বলার যাবতীয় নিয়ম রীতি দেওয়া আছে। ৫০ টা বাংলা বর্ণমালার শুদ্ধ সঠিক উচ্চারণ যুক্তবর্ণে গেলে ব্যতিক্রমী উচ্চারণ, বিভিন্ন শব্দ, শতকিয়া ইত্যাদির শুদ্ধ উচ্চারণের নিয়ম রীতি দেওয়া আছে যা খুব কম বাঙালি জানে। যেমন শ, ণ, আহ্বান বিহ্বল, ব্রাহ্মণ ইত্যাদি। এ বইটি আপনার সন্তানের শুদ্ধ বাংলায় কথা বলা ও পাঠদানের নিশ্চয়তা দিতে পারে। শিক্ষকদের জন্যেও রেফারেন্স বই হিসাবে এটি কাজে লাগবে। হার্ড কভারে বাধাই বইটির মূল্য ২৫০ টাকা।

২। বই- "হাতের লেখা সুন্দর করি"
সুন্দর হাতের লেখা শেখার বই। একেবারেই প্রাথমিক পর্যায়ে শিশুদের সঠিকভাবে সুন্দর হাতের লেখা শিখতে এ বইটি অনন্য।
হাতের লেখা সুন্দর করা কিংবা যে কোন জিনিস সুন্দর করার জন্য একটা মডেল দরকার। যেমন একটা মডেলকে কেন্দ্র করে ছবি আঁকা বা ভাস্কর্য তৈরি করা হয়। এই খাতার মাধ্যমে হাতে খড়ির শিশুরা বর্ণমালার সঠিক রূপ রপ্ত করতে পারবে। যখন বইটির বড় সাইজের বর্ণের ভিতরে ফাঁকা জায়গা পূরণ করবে তখন তার অন্তরে বর্ণটির শেপ বা আকৃতি ছবি আঁকার মতো প্রথিত হবে। তারপরে পৃষ্ঠাব্যাপি অনুশীলনের মাধ্যমে বর্ণটির সুন্দর ও সঠিক রূপটি শিখতে পারবে যা পরবর্তীতে সুন্দর হাতের লেখা তৈরিতে সহায়ক হবে। উল্লেখ্য, অনেকে মনে করে 'সুন্দর হাতের লেখা' কথাটি ভুল। তারা বলে 'হাতের সুন্দর লেখা।' কিন্তু ব্যাকরণগত দিক থেকে 'হাতের সুন্দর লেখা' নয়, 'সুন্দর হাতের লেখা'ই সঠিক। কারণ হাতের লেখা একটি যৌগিক শব্দ। শব্দের মাঝে সুন্দর শব্দটি বসে না, বিশেষণ পদ বিশেষ্য পদের আগে বসে।

এ খাতার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীরা একটি বর্ণের সঠিক নাম জানতে পারবে আমাদের দেশে ৫০ টা বাংলা বর্ণের সঠিক নাম বলতে পারে এমন মানুষ খুব কম, হাজারে একজনও পাওয়া যায় না। যেমন ইঁয়ো, উঁয়ো তালব্য-শ্, মূর্ধন্য ষ, মূর্ধন্য ন ইত্যাদি। এসব বর্ণের এক এক এলাকায় এক এক রকম নাম উচ্চারণ করে।
৩য় যা শিখতে পারবে তা হল বর্ণের ধ্বনি। এ সম্পর্কে আমাদের দেশের মানুষের স্পষ্ট ধারণা খুব কম। প্রতিটি বর্ণের তিনটা দিক থাকে-- নাম, আকৃতি ও ধ্বনি। আবার একটা বর্ণের দুই-তিন রকম ধ্বনি হতে পারে। যেমন ঞ বর্ণটির তিনটি ধ্বনি। স্বাভাবিক ধ্বনি- যেমন মিঞা, ন এর মত যেমন ব্যঞ্জন, গ এর মতো যেমন বিজ্ঞান ইত্যাদি। এ খাতায় বর্ণের বিভিন্ন রকম ধ্বনির পরিচয় দেওয়া আছে যে কারনে এই খাতা ব্যতিক্রম ও অনন্য।
৪র্থ হলো- এই খাতার শেষের দিকে সুন্দর হাতের লেখার নমুনা দেওয়া আছে যা অনুশীলন করা জরুরি ।
হাতের লেখা সুন্দর করার আরও কয়েকটি টিপস খাতার শেষ কভারে দেওয়া আছে।

৩। বই- "কবিতার চল্লিশ হাদিস।"
ছোটদের জন্য নৈতিকতা ও শিক্ষামূলক ৪০টি হাদিস মূল আরবী ইবারতসহ বাংলা ও ইংরেজিতে ছন্দবদ্ধভাবে অনুবাদ করা হয়েছে।
যেমন
"মানুষের মাঝে সেই শ্রেষ্ঠ সবার
যার দ্বারা মানবতা পায় উপকার।"
আবার ইংরেজিতেও একইভাবে ছন্দবদ্ধ অনুবাদ যেমন:
"The best of men is certainly he
Who does good to humanity."
এজন্য বইগুলো অনন্য ও ব্যতিক্রমী।
ছোটদের জন্য পাঠ্যবই হিসেবে দুই খন্ডে প্রকাশিত বইয়ের প্রতিটির মূল্য মাত্র ৬০ টাকা।

৪। "ডিভাইন রাইমস"।
৬০টি ইংরেজি ছড়া বা রাইমস এর বই Divine Rhymes. এটি বর্তমান বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ও মানসম্মত রাইমসের বই।
এখানে ৬০টি মানসম্মত ছন্দবদ্ধ রাইমস রয়েছে। রাইমসগুলো শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক, নৈতিকতা ও ইসলামিক ৬০টি টপিকসের উপরে রচিত। ৬০টি রাইমসের শুদ্ধ ব্রিটিশ উচ্চারণে আবৃত্তিও রয়েছে।
ফোর কালার হার্ডকভারে মুদ্রিত বইটির মূল্য ২৫০/- টাকা। অনেক প্রতিষ্ঠানে বইটি পাঠ্যভুক্ত আছে।

৫। "এসো ছবি আঁকি"-
ছবি আঁকা শেখার অনন্য বই। অনন্য এই কারণে যে, এই বইয়ে ছবি আঁকার নিয়ম কানুন দেওয়া আছে যা স্কেল-কম্পাসের সাহায্যে আঁকা যায়। আর্টিস্টের আঁকা এবং ফোর কালারে ছাপা বইটিতে কোথাও প্রাণীর ছবি নাই।
৬। "কাব্যে হাদিসের কাহিনী"
বইটিতে হাদিসের কাহিনী গুলোকে কবিতায় রূপ দেওয়া হয়েছে যাতে হাদিসও জানা যাবে কবিতাও পড়া হবে।
7. "Tales from hadith"
এ বইতে ঘটনামূলক হাদিসগুলোকে ইংরেজিতে গল্পে রূপদান করা হয়েছে। গল্পগুলোর শুদ্ধ ব্রিটিশ উচ্চারণে রিসাইটেশন আছে যার মাধ্যমে ইংরেজি ভাষা চর্চা হবে, হাদিসের ঘটনাও জানবে, গল্পও পড়া হবে।

বড়দের জন্য ব্যতিক্রম বই হল -
১। "Prophecies and the Third World War" বইটি মালয়েশিয়া থেকে প্রকাশিত হয়েছে।এখানে কোরআন হাদিস থেকে ৮০টা ভবিষ্যৎবাণী আলোচনা করা হয়েছে যা অতীত এবং বর্তমান বিশ্বের সাথে মিলে যাচ্ছে। বইটির মূল্য ৯ পাউন্ড। বাংলাদেশে ৫০০/-টাকা।

২। "হাদিসের ভবিষ্যৎ বাণী " বইটি উপরের বইয়ের সংক্ষিপ্ত বাংলা অনুবাদ। মূল্য ২০০/- টাকা
৩। " গ্রাম জীবনের স্মৃতি কাব্য " গ্রামীণ জীবনের সুখ-দুঃখের কথা ও বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে যা অনেকের সাথে মিলে যাবে। মূল্য ১৫০/- টাকা।
৪। "সত্য কী? "
বইটিতে আল্লাহর রাসূল (স.), কুরআন ও ইসলামের সত্যতার যুক্তি, তথ্য, প্রমাণ উপস্থাপন করা হয়েছে। অমুসলিমদের দাওয়াতি কাজের জন্য বইটি উপযুক্ত। মূল্য ৬০/-টাকা।
৫। "মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ কে?"
মাইকের এইচ হার্ট এর "দি হান্ড্রেড" বই এর ভিত্তিতে রচিত। মূল্য ৬০/-
৬। "আল কোরআনে আমেরিকা প্রসঙ্গ "
এ বইটি একেবারেই আনকমন বই। আমেরিকার অতীত ইতিহাস বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিণতি কোরআন হাদিসে যা বর্ণনা রয়েছে। মূল্য ৬০/-টাকা

শিক্ষক ও অভিভাবকদের প্রতি জ্ঞাতব্য :হাতের লেখা সুন্দর করার উপায়-হাতের লেখা সুন্দর করা  কিংবা যে কোন জিনিস সুন্দর করার জন...
19/07/2025

শিক্ষক ও অভিভাবকদের প্রতি জ্ঞাতব্য :

হাতের লেখা সুন্দর করার উপায়-

হাতের লেখা সুন্দর করা কিংবা যে কোন জিনিস সুন্দর করার জন্য একটা মডেল দরকার। যেমন একটা মডেলকে কেন্দ্র করে ছবি আঁকা বা ভাস্কর্য তৈরি করা হয়। এই খাতার মাধ্যমে হাতে খড়ির শিশুরা বর্ণমালার সঠিক রূপ রপ্ত করতে পারবে। যখন একটা বড় সাইজের বর্ণের ভিতরে ফাঁকা জায়গা পূরণ করবে তখন তার অন্তরে বর্ণটির শেপ বা আকৃতি ছবি আঁকার মতো প্রথিত হবে। তারপরে পৃষ্ঠাব্যাপি অনুশীলনের মাধ্যমে বর্ণটির সুন্দর ও সঠিক রূপটি শিখতে পারবে যা পরবর্তীতে সুন্দর হাতের লেখা তৈরিতে সহায়ক হবে। উল্লেখ্য, অনেকে মনে করে 'সুন্দর হাতের লেখা' কথাটি ভুল। তারা বলে 'হাতের সুন্দর লেখা।' কিন্তু ব্যাকরণগত দিক থেকে 'হাতের সুন্দর লেখা' নয়, 'সুন্দর হাতের লেখা'ই সঠিক। কারণ হাতের লেখা একটি যৌগিক শব্দ। শব্দের মাঝে সুন্দর শব্দটি বসে না, বিশেষণ পদ বিশেষ্য পদের আগে বসে।
এ খাতার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীরা একটি বর্ণের সঠিক নাম জানতে পারবে আমাদের দেশে ৫০ টা বাংলা বর্ণের সঠিক নাম বলতে পারে এমন মানুষ খুব কম, হাজারে একজনও পাওয়া যায় না। যেমন ইঁয়ো, উঁয়ো তালব্য-শ্, মূর্ধন্য ষ, মূর্ধন্য ন ইত্যাদি। এসব বর্ণের এক এক এলাকায় এক এক রকম নাম উচ্চারণ করে।
৩য় যা শিখতে পারবে তা হল বর্ণের ধ্বনি। এ সম্পর্কে আমাদের দেশের মানুষের স্পষ্ট ধারণা খুব কম। প্রতিটি বর্ণের তিনটা দিক থাকে-- নাম, আকৃতি ও ধ্বনি। আবার একটা বর্ণের দুই তিন রকম ধ্বনি হতে পারে। যেমন ঞ বর্ণটির তিনটি ধ্বনি। স্বাভাবিক ধ্বনি- যেমন মিঞা, ন এর মত যেমন ব্যঞ্জন, গ এর মতো যেমন বিজ্ঞান ইত্যাদি। এ খাতায় বর্ণের বিভিন্ন রকম ধ্বনির পরিচয় দেওয়া আছে যে কারনে এই খাতা ব্যতিক্রম ও অনন্য।
৪র্থ হলো- এই খাতার শেষের দিকে সুন্দর হাতের লেখার নমুনা দেওয়া আছে যা অনুশীলন করা জরুরি ।
হাতের লেখা সুন্দর করার আরও কয়েকটি টিপস এখানে দেয়া হচ্ছে--
ক) হাতের লেখার সবগুলো হরফ মূল হরফ অর্থাৎ প্রথম যুগের শিসা কাটা হরফগুলোর অনুসরণে হতে হবে।
খ) প্রতিটি হরফ সোজা হবে, ডাইনে বামে বাঁকা হবে না।
গ) বর্ণ, শব্দ বা বাক্য চাপা কিংবা এক্সপান্ড হবে না, স্বাভাবিক হবে।
ঘ) কোনো সুন্দর হাতের লেখার নমুনা অনুসরণ করতে হবে। এই জন্য আগে একটি হরফ বা একটি শব্দ অনুশীলন করে রপ্ত করতে হবে।

Shahryer Sultan Khandakar

শিক্ষক ও অভিভাবকদের প্রতি জ্ঞাতব্য :হাতের লেখা সুন্দর করার উপায়-হাতের লেখা সুন্দর করা  কিংবা যে কোন জিনিস সুন্দর করার জন...
04/07/2025

শিক্ষক ও অভিভাবকদের প্রতি জ্ঞাতব্য :

হাতের লেখা সুন্দর করার উপায়-

হাতের লেখা সুন্দর করা কিংবা যে কোন জিনিস সুন্দর করার জন্য একটা মডেল দরকার। যেমন একটা মডেলকে কেন্দ্র করে ছবি আঁকা বা ভাস্কর্য তৈরি করা হয়। এই খাতার মাধ্যমে হাতে খড়ির শিশুরা বর্ণমালার সঠিক রূপ রপ্ত করতে পারবে। যখন একটা বড় সাইজের বর্ণের ভিতরে ফাঁকা জায়গা পূরণ করবে তখন তার অন্তরে বর্ণটির শেপ বা আকৃতি ছবি আঁকার মতো প্রথিত হবে। তারপরে পৃষ্ঠাব্যাপি অনুশীলনের মাধ্যমে বর্ণটির সুন্দর ও সঠিক রূপটি শিখতে পারবে যা পরবর্তীতে সুন্দর হাতের লেখা তৈরিতে সহায়ক হবে। উল্লেখ্য, অনেকে মনে করে 'সুন্দর হাতের লেখা' কথাটি ভুল। তারা বলে 'হাতের সুন্দর লেখা।' কিন্তু ব্যাকরণগত দিক থেকে 'হাতের সুন্দর লেখা' নয়, 'সুন্দর হাতের লেখা'ই সঠিক। কারণ হাতের লেখা একটি যৌগিক শব্দ। শব্দের মাঝে সুন্দর শব্দটি বসে না, বিশেষণ পদ বিশেষ্য পদের আগে বসে।
এ খাতার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীরা একটি বর্ণের সঠিক নাম জানতে পারবে আমাদের দেশে ৫০ টা বাংলা বর্ণের সঠিক নাম বলতে পারে এমন মানুষ খুব কম হাজারে একজনও পাওয়া যায় না। যেমন ইয়ো, উঁয়ো তালব্য-শ্, মূর্ধন্য ষ, মূর্ধন্য ন ইত্যাদি। এসব বর্ণের এক এক এলাকায় এক এক রকম নাম উচ্চারণ করে।
৩য় যা শিখতে পারবে তা হল বর্ণের ধ্বনি। এ সম্পর্কে আমাদের দেশের মানুষের স্পষ্ট ধারণা খুব কম। প্রতিটি বর্ণের তিনটা দিক থাকে-- নাম, আকৃতি ও ধ্বনি। আবার একটা বর্ণের দুই তিন রকম ধ্বনি হতে পারে। যেমন ঞ বর্ণটির তিনটি ধ্বনি। স্বাভাবিক যেমন মিঞা, ন এর মত যেমন ব্যঞ্জন, গ এর মতো যেমন বিজ্ঞান ইত্যাদি। এ খাতায় বর্ণের বিভিন্ন রকম ধ্বনির পরিচয় দেওয়া আছে যে কারনে এই খাতা ব্যতিক্রম ও অনন্য।
৪র্থ হলো- এই খাতার শেষের দিকে সুন্দর হাতের লেখার নমুনা দেওয়া আছে যা অনুশীলন করা খুবই জরুরী। উল্লেখ্য, পরবর্তী ক্লাসের জন্য সিরিজ খাতা তৈরি হবে।
হাতের লেখা সুন্দর করার আরও কয়েকটি টিপস এখানে দেয়া হচ্ছে--
ক) হাতের লেখার সবগুলো হরফ মূল হরফ অর্থাৎ প্রথম যুগের শিসা কাটা হরফগুলোর অনুসরণে হতে হবে।
খ) প্রতিটি হরফ সোজা হবে, ডাইনে বামে বাঁকা হবে না।
গ) বর্ণ, শব্দ বা বাক্য চাপা কিংবা এক্সপান্ড হবে না, স্বাভাবিক হবে।
ঘ) কোনো সুন্দর হাতের লেখার নমুনা অনুসরণ করতে হবে। এই জন্য আগে একটি হরফ বা একটি শব্দ অনুশীলন করে রপ্ত করতে হবে।

বই পরিচিত:আপনার  আদরের সন্তানকে মোবাইলে আসক্ত না করে বই পড়ায় আসক্ত করুন। ছোটদের জন্য শিক্ষামূলক, অনন্য ও ব্যতিক্রমী ৮ট...
24/06/2025

বই পরিচিত:

আপনার আদরের সন্তানকে মোবাইলে আসক্ত না করে বই পড়ায় আসক্ত করুন। ছোটদের জন্য শিক্ষামূলক, অনন্য ও ব্যতিক্রমী ৮টি বই এবং বড়দের জন্য ব্যতিক্রমি ৭টি বই প্রকাশ করেছে আকাবা প্রকাশনী।

১। বই--"বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ।"
এ বইটিতে শুদ্ধ ও প্রমিত বাংলায় কথা বলার যাবতীয় নিয়ম রীতি দেওয়া আছে। ৫০ টা বাংলা বর্ণমালার শুদ্ধ সঠিক উচ্চারণ যুক্তবর্ণে গেলে ব্যতিক্রমী উচ্চারণ, বিভিন্ন শব্দ, শতকিয়া ইত্যাদির শুদ্ধ উচ্চারণের নিয়ম রীতি দেওয়া আছে যা খুব কম বাঙালি জানে। যেমন শ, ণ, আহ্বান বিহ্বল, ব্রাহ্মণ ইত্যাদি। এ বইটি আপনার সন্তানের শুদ্ধ বাংলায় কথা বলা ও পাঠদানের নিশ্চয়তা দিতে পারে। শিক্ষকদের জন্যেও রেফারেন্স বই হিসাবে এটি কাজে লাগবে। হার্ড কভারে বাধাই বইটির মূল্য ২৫০ টাকা।

২। বই- "হাতের লেখা সুন্দর করি"
সুন্দর হাতের লেখা শেখার বই। একেবারেই প্রাথমিক পর্যায়ে শিশুদের সঠিকভাবে সুন্দর হাতের লেখা শিখতে এ বইটি অনন্য।
হাতের লেখা সুন্দর করা কিংবা যে কোন জিনিস সুন্দর করার জন্য একটা মডেল দরকার। যেমন একটা মডেলকে কেন্দ্র করে ছবি আঁকা বা ভাস্কর্য তৈরি করা হয়। এই খাতার মাধ্যমে হাতে খড়ির শিশুরা বর্ণমালার সঠিক রূপ রপ্ত করতে পারবে। যখন বইটির বড় সাইজের বর্ণের ভিতরে ফাঁকা জায়গা পূরণ করবে তখন তার অন্তরে বর্ণটির শেপ বা আকৃতি ছবি আঁকার মতো প্রথিত হবে। তারপরে পৃষ্ঠাব্যাপি অনুশীলনের মাধ্যমে বর্ণটির সুন্দর ও সঠিক রূপটি শিখতে পারবে যা পরবর্তীতে সুন্দর হাতের লেখা তৈরিতে সহায়ক হবে। উল্লেখ্য, অনেকে মনে করে 'সুন্দর হাতের লেখা' কথাটি ভুল। তারা বলে 'হাতের সুন্দর লেখা।' কিন্তু ব্যাকরণগত দিক থেকে 'হাতের সুন্দর লেখা' নয়, 'সুন্দর হাতের লেখা'ই সঠিক। কারণ হাতের লেখা একটি যৌগিক শব্দ। শব্দের মাঝে সুন্দর শব্দটি বসে না, বিশেষণ পদ বিশেষ্য পদের আগে বসে।

এ খাতার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীরা একটি বর্ণের সঠিক নাম জানতে পারবে আমাদের দেশে ৫০ টা বাংলা বর্ণের সঠিক নাম বলতে পারে এমন মানুষ খুব কম, হাজারে একজনও পাওয়া যায় না। যেমন ইঁয়ো, উঁয়ো তালব্য-শ্, মূর্ধন্য ষ, মূর্ধন্য ন ইত্যাদি। এসব বর্ণের এক এক এলাকায় এক এক রকম নাম উচ্চারণ করে।
৩য় যা শিখতে পারবে তা হল বর্ণের ধ্বনি। এ সম্পর্কে আমাদের দেশের মানুষের স্পষ্ট ধারণা খুব কম। প্রতিটি বর্ণের তিনটা দিক থাকে-- নাম, আকৃতি ও ধ্বনি। আবার একটা বর্ণের দুই-তিন রকম ধ্বনি হতে পারে। যেমন ঞ বর্ণটির তিনটি ধ্বনি। স্বাভাবিক ধ্বনি- যেমন মিঞা, ন এর মত যেমন ব্যঞ্জন, গ এর মতো যেমন বিজ্ঞান ইত্যাদি। এ খাতায় বর্ণের বিভিন্ন রকম ধ্বনির পরিচয় দেওয়া আছে যে কারনে এই খাতা ব্যতিক্রম ও অনন্য।
৪র্থ হলো- এই খাতার শেষের দিকে সুন্দর হাতের লেখার নমুনা দেওয়া আছে যা অনুশীলন করা জরুরি ।
হাতের লেখা সুন্দর করার আরও কয়েকটি টিপস খাতার শেষ কভারে দেওয়া আছে।

৩। বই- "কবিতার চল্লিশ হাদিস।"
ছোটদের জন্য নৈতিকতা ও শিক্ষামূলক ৪০টি হাদিস মূল আরবী ইবারতসহ বাংলা ও ইংরেজিতে ছন্দবদ্ধভাবে অনুবাদ করা হয়েছে।
যেমন
"মানুষের মাঝে সেই শ্রেষ্ঠ সবার
যার দ্বারা মানবতা পায় উপকার।"
আবার ইংরেজিতেও একইভাবে ছন্দবদ্ধ অনুবাদ যেমন:
"The best of men is certainly he
Who does good to humanity."
এজন্য বইগুলো অনন্য ও ব্যতিক্রমী।
ছোটদের জন্য পাঠ্যবই হিসেবে দুই খন্ডে প্রকাশিত বইয়ের প্রতিটির মূল্য মাত্র ৬০ টাকা।

৪। "ডিভাইন রাইমস"।
৬০টি ইংরেজি ছড়া বা রাইমস এর বই Divine Rhymes. এটি বর্তমান বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ও মানসম্মত রাইমসের বই।
এখানে ৬০টি মানসম্মত ছন্দবদ্ধ রাইমস রয়েছে। রাইমসগুলো শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক, নৈতিকতা ও ইসলামিক ৬০টি টপিকসের উপরে রচিত। ৬০টি রাইমসের শুদ্ধ ব্রিটিশ উচ্চারণে আবৃত্তিও রয়েছে।
ফোর কালার হার্ডকভারে মুদ্রিত বইটির মূল্য ২৫০/- টাকা। অনেক প্রতিষ্ঠানে বইটি পাঠ্যভুক্ত আছে।

৫। "এসো ছবি আঁকি"-
ছবি আঁকা শেখার অনন্য বই। অনন্য এই কারণে যে, এই বইয়ে ছবি আঁকার নিয়ম কানুন দেওয়া আছে যা স্কেল-কম্পাসের সাহায্যে আঁকা যায়। আর্টিস্টের আঁকা এবং ফোর কালারে ছাপা বইটিতে কোথাও প্রাণীর ছবি নাই।
৬। "কাব্যে হাদিসের কাহিনী"
বইটিতে হাদিসের কাহিনী গুলোকে কবিতায় রূপ দেওয়া হয়েছে যাতে হাদিসও জানা যাবে কবিতাও পড়া হবে।
7. "Tales from hadith"
এ বইতে ঘটনামূলক হাদিসগুলোকে ইংরেজিতে গল্পে রূপদান করা হয়েছে। গল্পগুলোর শুদ্ধ ব্রিটিশ উচ্চারণে রিসাইটেশন আছে যার মাধ্যমে ইংরেজি ভাষা চর্চা হবে, হাদিসের ঘটনাও জানবে, গল্পও পড়া হবে।

বড়দের জন্য ব্যতিক্রম বই হল -
১। "Prophecies and the Third World War" বইটি মালয়েশিয়া থেকে প্রকাশিত হয়েছে।এখানে কোরআন হাদিস থেকে ৮০টা ভবিষ্যৎবাণী আলোচনা করা হয়েছে যা অতীত এবং বর্তমান বিশ্বের সাথে মিলে যাচ্ছে। বইটির মূল্য ৯ পাউন্ড। বাংলাদেশে ৫০০/-টাকা।

২। "হাদিসের ভবিষ্যৎ বাণী " বইটি উপরের বইয়ের সংক্ষিপ্ত বাংলা অনুবাদ। মূল্য ২০০/- টাকা
৩। " গ্রাম জীবনের স্মৃতি কাব্য " গ্রামীণ জীবনের সুখ-দুঃখের কথা ও বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে যা অনেকের সাথে মিলে যাবে। মূল্য ১৫০/- টাকা।
৪। "সত্য কী? "
বইটিতে আল্লাহর রাসূল (স.), কুরআন ও ইসলামের সত্যতার যুক্তি, তথ্য, প্রমাণ উপস্থাপন করা হয়েছে। অমুসলিমদের দাওয়াতি কাজের জন্য বইটি উপযুক্ত। মূল্য ৬০/-টাকা।
৫। "মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ কে?"
মাইকের এইচ হার্ট এর "দি হান্ড্রেড" বই এর ভিত্তিতে রচিত। মূল্য ৬০/-
৬। "আল কোরআনে আমেরিকা প্রসঙ্গ "
এ বইটি একেবারেই আনকমন বই। আমেরিকার অতীত ইতিহাস বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিণতি কোরআন হাদিসে যা বর্ণনা রয়েছে। মূল্য ৬০/-টাকা।

11/04/2025

কুরআনের প্রথম আদেশ পড়। অথচ কুরআনের অনুসারী মুসলিম জাতি এখন সবচেয়ে কম পড়ে। সবচেয়ে অজ্ঞ, মুর্খ। মূলত অজ্ঞতার কারণে মুসলিমরা আজ অল্প কিছু ইহুদির কাছে মার খাচ্ছে। ইহুদিরা জ্ঞান দিয়ে বিশ্ব নিয়ন্ত্রণ করছে। মুসলমানদের অজ্ঞতার একটা বড় প্রমাণ হলো, নিজেদের মধ্যে বহুধা বিভক্তি ও মতভেদ।৭২ দল ৭২ রকম বলে।অধিকাংশ নামাজি জানেনা যে নামাজের সোজা সামনে থাকলে একপাশে চলে যাওয়া যায় শুধু নামাজের সামনে দিয়ে একপাশ থেকে আরেক পাশে যাওয়া নিষেধ।

13/03/2025

Address

Monipur, Mirpur-2, Dhaka-1216

Telephone

+8801736996226

Alerts

Be the first to know and let us send you an email when Akaba Publications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akaba Publications:

  • Want your business to be the top-listed Media Company?

Share