30/07/2025
আপনার আদরের সন্তানকে মোবাইলে আসক্ত না করে বই পড়ায় আসক্ত করুন। ছোটদের জন্য শিক্ষামূলক, অনন্য ও ব্যতিক্রমী ৮টি বই এবং বড়দের জন্য ব্যতিক্রমি ৭টি বই প্রকাশ করেছে আকাবা প্রকাশনী।
১। বই--"বাংলা বর্ণমালার শুদ্ধ উচ্চারণ।"
এ বইটিতে শুদ্ধ ও প্রমিত বাংলায় কথা বলার যাবতীয় নিয়ম রীতি দেওয়া আছে। ৫০ টা বাংলা বর্ণমালার শুদ্ধ সঠিক উচ্চারণ যুক্তবর্ণে গেলে ব্যতিক্রমী উচ্চারণ, বিভিন্ন শব্দ, শতকিয়া ইত্যাদির শুদ্ধ উচ্চারণের নিয়ম রীতি দেওয়া আছে যা খুব কম বাঙালি জানে। যেমন শ, ণ, আহ্বান বিহ্বল, ব্রাহ্মণ ইত্যাদি। এ বইটি আপনার সন্তানের শুদ্ধ বাংলায় কথা বলা ও পাঠদানের নিশ্চয়তা দিতে পারে। শিক্ষকদের জন্যেও রেফারেন্স বই হিসাবে এটি কাজে লাগবে। হার্ড কভারে বাধাই বইটির মূল্য ২৫০ টাকা।
২। বই- "হাতের লেখা সুন্দর করি"
সুন্দর হাতের লেখা শেখার বই। একেবারেই প্রাথমিক পর্যায়ে শিশুদের সঠিকভাবে সুন্দর হাতের লেখা শিখতে এ বইটি অনন্য।
হাতের লেখা সুন্দর করা কিংবা যে কোন জিনিস সুন্দর করার জন্য একটা মডেল দরকার। যেমন একটা মডেলকে কেন্দ্র করে ছবি আঁকা বা ভাস্কর্য তৈরি করা হয়। এই খাতার মাধ্যমে হাতে খড়ির শিশুরা বর্ণমালার সঠিক রূপ রপ্ত করতে পারবে। যখন বইটির বড় সাইজের বর্ণের ভিতরে ফাঁকা জায়গা পূরণ করবে তখন তার অন্তরে বর্ণটির শেপ বা আকৃতি ছবি আঁকার মতো প্রথিত হবে। তারপরে পৃষ্ঠাব্যাপি অনুশীলনের মাধ্যমে বর্ণটির সুন্দর ও সঠিক রূপটি শিখতে পারবে যা পরবর্তীতে সুন্দর হাতের লেখা তৈরিতে সহায়ক হবে। উল্লেখ্য, অনেকে মনে করে 'সুন্দর হাতের লেখা' কথাটি ভুল। তারা বলে 'হাতের সুন্দর লেখা।' কিন্তু ব্যাকরণগত দিক থেকে 'হাতের সুন্দর লেখা' নয়, 'সুন্দর হাতের লেখা'ই সঠিক। কারণ হাতের লেখা একটি যৌগিক শব্দ। শব্দের মাঝে সুন্দর শব্দটি বসে না, বিশেষণ পদ বিশেষ্য পদের আগে বসে।
এ খাতার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীরা একটি বর্ণের সঠিক নাম জানতে পারবে আমাদের দেশে ৫০ টা বাংলা বর্ণের সঠিক নাম বলতে পারে এমন মানুষ খুব কম, হাজারে একজনও পাওয়া যায় না। যেমন ইঁয়ো, উঁয়ো তালব্য-শ্, মূর্ধন্য ষ, মূর্ধন্য ন ইত্যাদি। এসব বর্ণের এক এক এলাকায় এক এক রকম নাম উচ্চারণ করে।
৩য় যা শিখতে পারবে তা হল বর্ণের ধ্বনি। এ সম্পর্কে আমাদের দেশের মানুষের স্পষ্ট ধারণা খুব কম। প্রতিটি বর্ণের তিনটা দিক থাকে-- নাম, আকৃতি ও ধ্বনি। আবার একটা বর্ণের দুই-তিন রকম ধ্বনি হতে পারে। যেমন ঞ বর্ণটির তিনটি ধ্বনি। স্বাভাবিক ধ্বনি- যেমন মিঞা, ন এর মত যেমন ব্যঞ্জন, গ এর মতো যেমন বিজ্ঞান ইত্যাদি। এ খাতায় বর্ণের বিভিন্ন রকম ধ্বনির পরিচয় দেওয়া আছে যে কারনে এই খাতা ব্যতিক্রম ও অনন্য।
৪র্থ হলো- এই খাতার শেষের দিকে সুন্দর হাতের লেখার নমুনা দেওয়া আছে যা অনুশীলন করা জরুরি ।
হাতের লেখা সুন্দর করার আরও কয়েকটি টিপস খাতার শেষ কভারে দেওয়া আছে।
৩। বই- "কবিতার চল্লিশ হাদিস।"
ছোটদের জন্য নৈতিকতা ও শিক্ষামূলক ৪০টি হাদিস মূল আরবী ইবারতসহ বাংলা ও ইংরেজিতে ছন্দবদ্ধভাবে অনুবাদ করা হয়েছে।
যেমন
"মানুষের মাঝে সেই শ্রেষ্ঠ সবার
যার দ্বারা মানবতা পায় উপকার।"
আবার ইংরেজিতেও একইভাবে ছন্দবদ্ধ অনুবাদ যেমন:
"The best of men is certainly he
Who does good to humanity."
এজন্য বইগুলো অনন্য ও ব্যতিক্রমী।
ছোটদের জন্য পাঠ্যবই হিসেবে দুই খন্ডে প্রকাশিত বইয়ের প্রতিটির মূল্য মাত্র ৬০ টাকা।
৪। "ডিভাইন রাইমস"।
৬০টি ইংরেজি ছড়া বা রাইমস এর বই Divine Rhymes. এটি বর্তমান বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ও মানসম্মত রাইমসের বই।
এখানে ৬০টি মানসম্মত ছন্দবদ্ধ রাইমস রয়েছে। রাইমসগুলো শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক, নৈতিকতা ও ইসলামিক ৬০টি টপিকসের উপরে রচিত। ৬০টি রাইমসের শুদ্ধ ব্রিটিশ উচ্চারণে আবৃত্তিও রয়েছে।
ফোর কালার হার্ডকভারে মুদ্রিত বইটির মূল্য ২৫০/- টাকা। অনেক প্রতিষ্ঠানে বইটি পাঠ্যভুক্ত আছে।
৫। "এসো ছবি আঁকি"-
ছবি আঁকা শেখার অনন্য বই। অনন্য এই কারণে যে, এই বইয়ে ছবি আঁকার নিয়ম কানুন দেওয়া আছে যা স্কেল-কম্পাসের সাহায্যে আঁকা যায়। আর্টিস্টের আঁকা এবং ফোর কালারে ছাপা বইটিতে কোথাও প্রাণীর ছবি নাই।
৬। "কাব্যে হাদিসের কাহিনী"
বইটিতে হাদিসের কাহিনী গুলোকে কবিতায় রূপ দেওয়া হয়েছে যাতে হাদিসও জানা যাবে কবিতাও পড়া হবে।
7. "Tales from hadith"
এ বইতে ঘটনামূলক হাদিসগুলোকে ইংরেজিতে গল্পে রূপদান করা হয়েছে। গল্পগুলোর শুদ্ধ ব্রিটিশ উচ্চারণে রিসাইটেশন আছে যার মাধ্যমে ইংরেজি ভাষা চর্চা হবে, হাদিসের ঘটনাও জানবে, গল্পও পড়া হবে।
বড়দের জন্য ব্যতিক্রম বই হল -
১। "Prophecies and the Third World War" বইটি মালয়েশিয়া থেকে প্রকাশিত হয়েছে।এখানে কোরআন হাদিস থেকে ৮০টা ভবিষ্যৎবাণী আলোচনা করা হয়েছে যা অতীত এবং বর্তমান বিশ্বের সাথে মিলে যাচ্ছে। বইটির মূল্য ৯ পাউন্ড। বাংলাদেশে ৫০০/-টাকা।
২। "হাদিসের ভবিষ্যৎ বাণী " বইটি উপরের বইয়ের সংক্ষিপ্ত বাংলা অনুবাদ। মূল্য ২০০/- টাকা
৩। " গ্রাম জীবনের স্মৃতি কাব্য " গ্রামীণ জীবনের সুখ-দুঃখের কথা ও বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে যা অনেকের সাথে মিলে যাবে। মূল্য ১৫০/- টাকা।
৪। "সত্য কী? "
বইটিতে আল্লাহর রাসূল (স.), কুরআন ও ইসলামের সত্যতার যুক্তি, তথ্য, প্রমাণ উপস্থাপন করা হয়েছে। অমুসলিমদের দাওয়াতি কাজের জন্য বইটি উপযুক্ত। মূল্য ৬০/-টাকা।
৫। "মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ কে?"
মাইকের এইচ হার্ট এর "দি হান্ড্রেড" বই এর ভিত্তিতে রচিত। মূল্য ৬০/-
৬। "আল কোরআনে আমেরিকা প্রসঙ্গ "
এ বইটি একেবারেই আনকমন বই। আমেরিকার অতীত ইতিহাস বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিণতি কোরআন হাদিসে যা বর্ণনা রয়েছে। মূল্য ৬০/-টাকা