12/08/2024
জুলাই থেকে আগস্ট আজোবধি অনেককিছুই দেখলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব কাছ থেকেই পরখ করেছি, বোঝার চেষ্টা করেছি, এক সময় ছাত্রদের সাথে মৌন্য সমর্থন দিয়েছি। আমাদের সোনার বাংলায় যদি সংস্কারের মাধ্যমে দুর্নীতি, অন্যায়, জুলুম সবকিছু শেষ হয়, সত্যিই তা দেশের মঙ্গলের জন্যই। সব সময় সমর্থন ছিল এই আন্দোলনের পজিটিভ দিকগুলোর দিকে। কিন্তু, ৫ আগস্ট এর দুইটা বিষয় মনের মধ্যে এখনো শান্তি দিচ্ছে না। আমি মুক্তিযুদ্ধ দেখিনি। কিন্তু মুক্তিযোদ্ধাদের (পরবর্তীতে কোনো কোনো মুক্তিযোদ্ধা হয়তো আওয়ামী লীগ বা বিএনপি’র রাজনীতিতে যুক্ত হয়েছেন) নিজ মুখে তাদের দুর্শাহসিক যুদ্ধের গল্প শুনেছি। কিন্তু যে দলেরই হোক, সবার মুখে মুক্তিযুদ্ধের গল্প কিন্তু একই ছিল, স্বাধীন রাষ্ট্রের রূপকারও ওই একজনই ছিল ‘বঙ্গবন্ধু’ । ছোটবেলায় এক মুক্তিযোদ্ধা কাকা যুদ্ধের ভয়াবহ ঘটনার বর্ণনা দিত, তখন যেন ভয়ে কুকরে যেতাম, মনে হতো আমিও মনে হয় এই যুদ্ধের মাঝখানে পড়েছি। ৫ আগস্ট ভয়ে নয়, লজ্জা আর কষ্টে কুকরে গিয়েছি, যা মনে হয় কখনো মন থেকে যাবে না। প্রধানমন্ত্রী’র পদত্যাগ চেয়েছি সবাই, হয়েছে তাই-ই। কিন্তু, কেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজরীত বাড়ীটি পোড়াতে হলো? কেন তার মূর্তিগুলো ভাঙ্গা হলো? কেন তার প্রতিকৃতির সাথে এমন অশ্লীল আচরণ করা হলো? মানুষ কি করে তার জন্মের সূতিকাগাড় ভুলে যায়, কি করে নিজের অস্তিত্বের সাথে এমন আচরণ করতে পারলো? একটি শাসক যে ভুল করেছে, তার মাশুল দিয়েছে। কিন্তু বাংলাদেশটি, বাঙালি জাতিটি যে মানুষের জন্য সবকিছু পেল, তার রেখে যাওয়া ইতিহাসের সাক্ষী বাড়িটির সাথে কেন এমন হলো? যে জায়গাটিতে গিয়ে ছোটবেলা থেকেই শিশুটি দেশত্ববোধ, দেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতার শিক্ষার সাহস, দেশের জন্য লড়াই করার অনুপ্রেরণা পাবে, তা কেন ধ্বংস করা হলো? খুব কষ্ট লাগছে ধানমন্ডি ৩২ নম্বর আমাদের অস্তিত্বের স্তম্ভটাকে ধ্বংস করার জন্য। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন দিয়েছে একটি নতুন দিনের আশার আলো। হয়তো আমরা যে বাংলাদেশ চেয়েছি, তার কিছুটা পাব। কিন্তু, বিশ্বাস করো, তোমাদের মধ্যে থেকেই কেউ কেউ বাংলাদেশের অস্তিত্বের সবচেয়ে অহংকারের জায়গাটা ধ্বংস করে দিয়েছ ৩২ নম্বর বঙ্গবন্ধুর (স্বাধীনতার স্তম্ভ) বাড়িটি ধ্বংস করে। যারা করেছ, তোমাদের পরবর্তী প্রজন্মের কাছে তোমাদেরই এর জন্য জবাবদিহীতা করতে হবে। তুমি তোমার এই কৃতকার্যের জন্য প্রজন্ম থেকে প্রজন্মতর ঘৃণা নিয়ে থাকবে। কারণ, তুমি তোমার বাঙালি অস্তিত্বের সাথে প্রতারণা করেছ। মানতে পারছি না এখনো, কেন ৩২ নম্বর বাড়িটি ধ্বংস করতে হলো.....???