Akbor Hossain Mansur

Akbor Hossain Mansur আমি আকাশ ছুঁতে চাই....

01/09/2025

Quran reaction❤️

31/08/2025

Quran reaction❤️☘️

একটা অ্যাড দেখলাম সুলাইমান শুখন কাস্ট করছিলো অ্যাড এর। ওইখানে তিনি বলছে ৩ টা টিশার্ট ১৪৯০ টাকা দিয়ে ওর্ডার করলে ৪৫ দিন প...
01/06/2024

একটা অ্যাড দেখলাম সুলাইমান শুখন কাস্ট করছিলো অ্যাড এর। ওইখানে তিনি বলছে ৩ টা টিশার্ট ১৪৯০ টাকা দিয়ে ওর্ডার করলে ৪৫ দিন পর র‍্যাফেল ড্র তে আপনি পেতে পারেন একটা সুজুকি এস এফ, আইফোন ১৫ প্রো ম্যাক্স সহ আরো অন্যান্য পুরুষ্কার।

খেলাটা এখানেই। এখানে কত বড় একটা বিজনেস লুকিয়ে আছে সেইটা অনেকের ই বোধগম্য নয়।

অই কম্পানির ওয়েবসাইটে গিয়ে টিশার্ট এর ডিটেইলস দেখে যা বুঝলাম কোয়ালিটি মুটামুটি। ১৮০ GSM কটন। আর সিম্পল প্রিন্ট। এতে দারায় টিশার্ট এ যদি সর্বোচ্চ খরচ হয় তাও ২০০ টাকার উপরে যাবে না। তাহলে ৩ টা টিশার্ট এ আমি যদি ৬০০ টাকা খরচ ধরি সাথে মার্কেটিং এ আরো ২০০ টাকা খরচ ধরলাম পার সেল ( এটা সর্বোচ্চ কারন বাংলাদেশে সিপিএম কম তাই CPA সর্বোচ্চ ১ ডলার এ যেতে পারে বা তার ও কম) তাহলে মোট খরচ প্রতি কম্বো প্যাকেজ এ ৮০০ টাকা। তারা সেল করতেছে ১৪৯০ টাকা। তাহলে প্রতি সেল এ তাদের প্রফিট হচ্ছে ৬৯০ টাকা।

তারা যে পরিমান পুরুষ্কার দেবে তার সর্বোমোট প্রাইস ৬ লাখ এর উপরে না
তাহলে তারা প্রফিট করছে কত এই ক্যাম্পেইন থেকে চলুন হিসেব করি

আমাদের বাঙ্গালিদের মধ্যে একটা জিনিষ কমন কোনো এক্সপেন্সিভ পুরুষ্কার এর অ্যানাউন্সমেন্ট শুনলে যে প্রোডাক্ট থেকে পুরুষ্কার টা পাবে সেইটার কোয়ালিটি কেমন বা প্রাইস কত বেশি তুলনামূলক ভাবে সেইটা ভুলে যায়। তাই আমার আইডিয়া মতে ১৪৯০ টাকা তাদের কাছে এই পুরুষ্কার হিসেবে অ্যাফোর্ডেবল মনে হবে। এবং এই ক্যাম্পেইন ফেসবুক থেকে প্রায় ১০-১৫ মিলিয়ন ইম্প্রেশন হবে ৪৫ দিনে ( আগেই বলেছি বাংলাদেশে CPM খুবই কম তাই অল্প ডলারে অনেক বেশি ইম্প্রেশন পাওয়া যাবে)। সেখান থেকে মিনিমাম ২০-২৫ লাখ লিংক ক্লিক হবে বা সাইট ভিজিটর হবে। সেখান থেকে যদি ০.৫০% ও কনভার্সন হয় তাহলে টোটাল ওর্ডার আসবে ১২ থেকে ১৫ হাজার । রিটার্ন রিফান্ড হিসেব করে আমি ১০ হাজার ই ওর্ডার ধরলাম তাহলে তাদের নেট প্রোফিট ( এটা জাস্ট ফেসবুক অ্যালগরিদম এর হিসাব এ ধরলাম রিয়ালিটি হলো ১০ হাজার এর অনেক বেশি ওর্ডার আসবে। ২০+ ও হতে পারে)

১০০০০ × ৬৯০ = ৬৯০০০০০ ( ৬৯ লাখ টাকা মাত্র)

তারা পুরুষ্কার দিবে ৫-৬ লাখ টাকার। তাদের প্রফিট প্রায় ৬০-৬২ লাখ টাকা মাত্র ৪৫ দিনে। ধরেন কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে মার্কেটিং এর কারণে ওখানে ১০ লাখ খরচ করলে তবুও লাভ থাকে ৫০ লাখ!!!

আমি জানিনা এই বিজনেস প্ল্যান টা কার মাথায় আসছিলো তবে যার মাথায় আসছে সে অ্যাবসোলুট জিনিয়াস। সে মার্কেট স্টাডি করেই প্ল্যান টা করেছে। আমি জাস্ট প্ল্যান টা এক্সপ্লেইন করলাম।

যে সাঁতার জানেনা, সে জলে ডুবে যাওয়ার মুহূর্তে যত'ই সাঁতরানোর চেষ্টা করুক না কেন, সে ডুবে যাবেই। অথচ, সাঁতারে দক্ষ কেউ জল...
25/05/2024

যে সাঁতার জানেনা, সে জলে ডুবে যাওয়ার মুহূর্তে যত'ই সাঁতরানোর চেষ্টা করুক না কেন, সে ডুবে যাবেই। অথচ, সাঁতারে দক্ষ কেউ জলে নামলে, হাত পা না নাড়ালেও ভেসে থাকছে। যেন গভীর জল চাইলেও তাকে ডুবাতে পারছেনা।

জীবনে তুমি যত বেশি স্ট্রাগল করবে, ততো বেশি দক্ষ হয়ে উঠবে। সংগ্রামের অতল সমুদ্রে ভেসে গেলেও তুমি তলিয়ে যাবেনা। তোমাকে ডুবানোর ক্ষমতা কারো নেই। অন্যদিকে, তুমি তোমার জীবনকে যত আরামে রাখতে চাইবে, ক্রমেই ততো অদক্ষ হয়ে উঠবে। সামান্য সংগ্রাম পায়ের কাছে এলেই নিশ্চিহ্ন হয়ে যাবে।

তোমার প্রতিটি খারাপ অভিজ্ঞতা মূলত তোমার শক্তি।

11/05/2024

🌸

আলহামদুলিল্লাহ ❤️
10/05/2024

আলহামদুলিল্লাহ ❤️

অবশ্যই আমাদের উচিত মানসিকভাবে শক্ত হওয়া।🌸❤️
10/05/2024

অবশ্যই আমাদের উচিত মানসিকভাবে শক্ত হওয়া।🌸❤️

01/03/2024

ইনশাআল্লাহ

26/12/2023

সৃষ্টিকর্তার পরিকল্পনার কাছে মানুষের যে অসহায়ত্ব, কোন প্রার্থনাতেই সেই অসহায়ত্ব কাটিয়ে উঠা যায়না।

স্রষ্টা যা চায় না; আমরা তা চাই বলেই হয়তো- জীবন এত জটিল হয়ে যায়!

06/11/2023

ভূল গুলো যদি ফুল হয়ে যেতো!......

02/11/2023

উত্তরাধিকার সূত্রে পেয়েছি বাবার দুঃশ্চিন্তা ও ক্লান্তির জীবন। এছাড়া আমার আর কোন পৈতৃক সম্পত্তি নেই।

31/10/2023

ফজরের পর সকালটা আসলেই অসাধারণ 🥰

📌 স্নিগ্ধ শীতের সকাল ❤️🌸

Address

Chittagong

Telephone

+8801870318154

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akbor Hossain Mansur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akbor Hossain Mansur:

Share