Ayman Ara Ela

Ayman Ara Ela This is Ayman Ara. I am a Professional Digital Marketer expert. I have accepted online work as a hobby and profession.
(1)

১৪ হাজার কোটি টাকার মালিক হয়েও, একটা মৌমাছির কাছে হেরে গেলেন তিনি...নায়িকা কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী, শিল্পপতি সঞ্...
21/06/2025

১৪ হাজার কোটি টাকার মালিক হয়েও, একটা মৌমাছির কাছে হেরে গেলেন তিনি...

নায়িকা কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী, শিল্পপতি সঞ্জয় কাপুর, মাত্র ৫৩ বছর বয়সে অকস্মাৎ চলে গেলেন। জীবনের শেষ মুহূর্তে তিনি পলো খেলছিলেন—একটি রাজকীয় খেলা, উচ্চবিত্তদের গর্ব। কিন্তু হঠাৎ একটি ছোট্ট মৌমাছি এসে তার গলায় ঢুকে যায়।

শেষ কথা ছিল, “আমার গলায় একটা পোকা ঢুকে গেছে…”
তারপর শুরু হয় শ্বাসকষ্ট, দম বন্ধ হয়ে আসে… এবং কিছুমিনিটের মধ্যেই নিথর হয়ে যান তিনি।

অবিশ্বাস্য হলেও সত্য—যিনি ছিলেন ১৪ হাজার কোটি টাকার মালিক, যিনি চাইলে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো হাসপাতালে যেতে পারতেন, যিনি ঘিরে ছিলেন নামি চিকিৎসক, নার্স ও সর্বোচ্চ প্রযুক্তির সুবিধা দ্বারা—সেই মানুষটিকে বাঁচানো গেল না। কারণ একটা মৌমাছি!

ভাবুন তো, যার অর্থে ঘর ভরে, যিনি বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত ছিলেন, সেই মানুষটি চাইলেও এক মুহূর্তের জন্য জীবনটা বাড়িয়ে নিতে পারলেন না।

জীবন কতটা অনিশ্চিত, কতটা ক্ষণস্থায়ী!

একটা মৌমাছি দেখিয়ে দিল—আমরা কতটা অসহায়, ক্ষুদ্র আর নির্ভরশীল।

আপনার স্ক্রল থামিয়ে দেবে এই সুযোগটা!ফেসবুক আর ইউটিউব দিয়ে শুধু কনটেন্ট নয়, এবার গড়ুন ক্যারিয়ার আর ইনকামের পথ!নিজের ব্র্য...
05/05/2025

আপনার স্ক্রল থামিয়ে দেবে এই সুযোগটা!

ফেসবুক আর ইউটিউব দিয়ে শুধু কনটেন্ট নয়, এবার গড়ুন ক্যারিয়ার আর ইনকামের পথ!
নিজের ব্র্যান্ড, নিজের পেইজ, নিজের চ্যানেল—সব কিছু এক্সপার্টদের কাছ থেকে শিখে শুরু করুন ঘরে বসেই।

আসছে এক্সক্লুসিভ YouTube & Facebook Mastery Class!
— একেবারে ফ্রি
— প্রফেশনাল ট্রেইনার
— প্র্যাকটিক্যাল গাইডলাইন

Coming Soon…
তারিখসহ বিস্তারিত জানতে আমাদের পেজে চোখ রাখুন।

ফলো দিয়ে রাখুন এখনই—নতুন জীবন শুরু হোক এখান থেকেই!

📌  "Don't burn your                           for 👇👇                      Comfort."
22/04/2025

📌 "Don't burn your
for 👇👇

Comfort."

Hard work matters, but smart work makes the difference! 💡"
28/03/2025

Hard work matters, but smart work makes the difference! 💡"

24/03/2025

একজন লোক একটা রেস্টুরেন্টে গিয়ে medium-rare steak অর্ডার করলো।

কিছুক্ষণ পর ওয়েটার এসে তার সামনে একটা chicken steak রেখে দিল।
লোকটা কিছু বললো না। ঝগড়া করলো না। খুব ঠান্ডা মাথায় চুপচাপ উঠে চলে গেল।

কেউ দেখে অবাক হলো –
"ভুল খাবার দিয়েছে, তাও কিছু বললে না?"

লোকটার উত্তর ছিলো সহজ –
"এই একটা প্লেট নিয়ে ঝগড়া করার আমার সময় নেই। কারণ এই সময়টা আমার ভবিষ্যতের জন্য অনেক দামী।"
"আমি জানি, আমি কী অর্ডার করেছিলাম। এখন যদি না পাই, তবে আর দেরি না করে সামনে এগিয়ে যাওয়া ভালো।"

আমরা অনেক সময় ভুল জিনিসের পেছনে সময়, এনার্জি, মনোযোগ সব কিছু দিয়ে দেই।
কে কী বললো, কে সাপোর্ট করলো না, কে বুঝলো না, কে সামনে বাধা হয়ে দাঁড়ালো?

এসব নিয়ে যত ভাববেন, আপনি মূল লক্ষ্য থেকে তত দূরে চলে যাবেন।সবার সাথে কিছু প্রমাণ করার দরকার নেই। নিজের ভেতরের বিশ্বাসটাই যথেষ্ট।

আপনি যদি এখন ফ্রিল্যান্সিং শুরু করেন, বা নতুন কোনো স্কিল শিখা শুরু করেন - জেনে রাখুন, সবার কাছ থেকে সঠিক রেসপন্স আপনি পাবেন না। ভুল জিনিস আসবে, ভুল গাইড আসবে, ভুল কথাও শুনতে হবে।

অনেকেই বলবে এই স্কিল শিখলে কাজ নেই, এই স্কিল কঠিন, ভবিষ্যৎ নেই, ব্লা ব্লা - যদি আপনার এসব শুনার সময় থাকে তাহলে বুজবেন আপনি ভুল পথে আছেন। আরো অনেক কিছুই শিখার আছে, জানার আছে, বুজার আছে।

সবসময় সঠিক জিনিস আসবে না, সবাই সঠিক কথা বলবেও না। কিন্তু আপনি যদি আপনার লক্ষ্য ঠিক রাখেন, তাহলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।

শুধু তার আগে বুঝতে হবে — কোন ব্যাপারে আপনার সময় নষ্ট করা উচিত, আর কোনটা ছেড়ে সামনে এগিয়ে যাওয়া উচিত।

 #চলছে_ফ্রী_ইউটিউব_মাষ্টার_ক্লাস_(পার্ট-১) #যেখানে_থাকছে_ইউটিউবের_শুরু_থেকে_শেষ_পর্যন্ত_সবকিছু।‼️(পার্ট-২)এর জন্য অপেক্ষ...
07/02/2025

#চলছে_ফ্রী_ইউটিউব_মাষ্টার_ক্লাস_(পার্ট-১)
#যেখানে_থাকছে_ইউটিউবের_শুরু_থেকে_শেষ_পর্যন্ত_সবকিছু।
‼️(পার্ট-২)এর জন্য অপেক্ষায় আছি।

আজকের ক্লাসটি করিয়েছেন আমাদের কোম্পানির Rubayet Ul Karim Sir..❤️

Sir..🥰🤎

ইউটিউব বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট।২০০৫ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা হয়তো নির্মাতাদের কাছেও এক সময় অপ্রত্যাশিত ছিল।

প্রতিনিয়ত বাড়ছে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা, আর সাথে সাথে বাড়ছে এর ব্যবহারও। এ কারণে এটি বর্তমানে ভিডিও কনটেন্ট শেয়ারিং-এর মাধ্যমে অর্থ উপর্জনেরও একটি উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।
ইউটিউব এখন শুধু ব্যক্তিগত ভিডিও শেয়ারিং-এর মধ্যে সীমাবদ্ধ নেই।
👉 ইউটিউবের সবচেয়ে ইতিবাচক দিকই হচ্ছে এর উন্মুক্ত প্ল্যাটফর্ম।

📌সেই ইউটিউবের ওপর আজকে হয়ে গেল মাস্টার ক্লাস। Success Biz Family এর অনেক শিক্ষার্থীরা আজকের ক্লাসে যুক্ত হয়েছে। অসাধারণ ক্লাস ছিল। আমি সহ প্রত্যেকে অনেক কিছুই শিখতে পেরেছি। স্যার যেভাবে ক্লাস করাচ্ছেন, ওভাবে যদি ক্লাসগুলো সবাই মনোযোগ দিয়ে করেন এবং ওভাবে কাজ করেন, তাহলে ভবিষ্যতে প্রত্যেকের ইউটিউব চ্যানেল থাকবে এবং ওই চ্যানেলকে ইনকামের পথ হিসেবে তৈরি করতে পারবেন।🌹🥰

"সেলস এক্সিকিউটিভ অফিসার" নিয়োগ চলছে.....
04/02/2025

"সেলস এক্সিকিউটিভ অফিসার" নিয়োগ চলছে.....

ডিজিটাল মার্কেটিং মূলত একটি বিশাল সেক্টর। আপনি যদি মনে করেন, এখানে এসে রাতারাতি সফলতা অর্জন করে ফেলবেন, সেটা ভুল। এই সেক...
23/01/2025

ডিজিটাল মার্কেটিং মূলত একটি বিশাল সেক্টর। আপনি যদি মনে করেন, এখানে এসে রাতারাতি সফলতা অর্জন করে ফেলবেন, সেটা ভুল। এই সেক্টরে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষতা। আপনি যত দক্ষতা অর্জন করতে পারবেন, তত দ্রুত এখানে ক্যারিয়ার গড়তে পারবেন। আপনাকে হতে হবে পরিশ্রমী। ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো ক্ষেত্রের মধ্যে যেকোনও একটি বেছে নিয়ে সেটার ওপর আপনাকে বিশেষজ্ঞ হতে হবে। তবে ভালো মানের ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে এর সব মার্কেটিং সেকশন সম্পর্কেই পরিষ্কার ধারণা থাকা আবশ্যক।
সৃজনশীলতা এবং বিশ্লেষণী দক্ষতাই এখানে আপনাকে সফলতা এনে দিবে। তথ্য-প্রযুক্তির কল্যাণে শুধু দেশেই বাজারেই নয়, ডিজিটাল মার্কেটিং দক্ষতা দিয়ে আপনি দেশে বসেই বিদেশের প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। বর্তমানে বাংলাদেশিদের জন্য ফ্রিল্যান্সিং একটি বড় কর্মসংস্থানের জায়গা তৈরি করেছে। আর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে ডিজিটাল মার্কেটিংয়ের রয়েছে বিপুল চাহিদা। এর বাইরে আপনার নিজের ব্যবসাতেও কাজে লাগাতে পারেন এই দক্ষতা।

📌তাই জয়েন করতে পারেন আমাদের ডিজিটাল মার্কেটিং #ওয়েবিনারে।
এই একটা ওয়েবিনার হতে পারে আপনার #বাড়তি_আয়ের_সোর্স।।।।

📌দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এবং আপনার আসন টি নিশ্চিত করুন

📌 ক্যারিয়ার কোন নির্দিষ্ট গন্তব্য নয়, এটি একটি যাত্রা। প্রতিটি অভিজ্ঞতা আমাদের আরো শিখতে ও বেড়ে উঠতে সাহায্য করে।তাছা...
21/01/2025

📌 ক্যারিয়ার কোন নির্দিষ্ট গন্তব্য নয়, এটি একটি যাত্রা। প্রতিটি অভিজ্ঞতা আমাদের আরো শিখতে ও বেড়ে উঠতে সাহায্য করে।

তাছাড়া ক্যারিয়ারে অন্যের সাথে প্রতিযোগিতা না করে, নিজের সাথেই প্রতিযোগিতা করা ভালো। এতে প্রতিদিন নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পারবেন।🙂

🎯হিংসুক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম  #ষড়যন্ত্র। আপনি উঠতে চাইলে  #পেছনে_টেনে_ধরবে, বড় কিছু করলে  #সমালোচনা করব...
12/01/2025

🎯হিংসুক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম #ষড়যন্ত্র।

আপনি উঠতে চাইলে #পেছনে_টেনে_ধরবে, বড় কিছু করলে #সমালোচনা করবে, আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে #হতাশ_করার_চেষ্টা_করবে।

এতসব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে, স্বপ্ন পূরণ করতে হবে ; কারণ মানুষ অন্যের হাঁটুর জোরে হাঁটেনা, সে নিজের পায়ে ভর করেই দৌঁড়ায়।
আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি। আপনি কঠোরভাবে চেষ্টা না করলে, কার এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার? পৃথিবীটা অনেক নিষ্টুর। এখানে সবাই স্বার্থপর। আপনার বেঁচে থাকার কারণ আপনাকেই সৃষ্টি করতে হবে। কেউ আপনাকে সাকসেস হওয়ার আগ পর্যন্ত পাত্তা দিবেনা। অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবেনা। এমনকি অনেকেই আপনাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রাখবে, কারণ সাকসেস হওয়ার আগ পর্যন্ত সবাই ধরেই নিবে আপনি একটা অপদার্থ, এভাবে ১০ ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করলেও আপনার সমস্যা কিসের!

পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায়। আপনি কত ঘন্টা পড়ে, কত রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকে ভাবাবে না, বরং আল্টিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন কিনা সবাই সেটাই দেখতে চায়। শচীন কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে, তাতে কার কি আসে; বরং কয়টা ছক্কা তিনি মেরে টিমকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটাই দেখতে চায়বে। মেসির পায়ে কত মিনিট বল ছিলো, কয়টা বল তিনি গোলপোস্টে থ্রো করেছেন এসব দেখতে চায় না অডিয়েন্স। আল্টিমেটলি দিনশেষে অডিয়েন্স এটাই দেখতে চায় মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কিনা। লাইফটা রেজাল্টের উপর দাঁড়িয়ে থাকে।

বিধাতা আপনাকে একটা খোলা মাঠ দিলো। এখন সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন, তবে আপনি একটা গর্ত করতে পারবেন। আরেকটু বেশি খনন করলে একটা পুকুর হবে। আরো বেশি খনন করলে বিশাল দিঘী হয়ে যাবে। আপনি যা খুশি করতে পারবেন। বিধাতা আপনাকে শক্তি দিয়েছে, মাঠ দিয়েছে; কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘী বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর।✅💯❤️

🎯  সক্রেটিসের কাছে তার একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, কিভাবে আমি সফল হব?তখন উনি বলল যে তোমার  (ইচ্ছা শক্তি) লাগবে। এরপর ...
08/01/2025

🎯 সক্রেটিসের কাছে তার একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল, কিভাবে আমি সফল হব?
তখন উনি বলল যে তোমার (ইচ্ছা শক্তি) লাগবে। এরপর সক্রেটিস তার স্টুডেন্টকে নিয়ে নদীর পাড়ে চলে গেছে এবং পা পর্যন্ত,কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পানিতে নেমে গেছে। যখনই পানি গলা পর্যন্ত চলে আসছে, তখনই সক্রেটিস তার
গায়ের জোরে স্টুডেন্টকে পানির নিচে চেপে ধরেছে।
স্টুডেন্ট অবাক হয়ে পড়েছে এবং বলছে স্যার আপনি এটা কি করেছেন?
আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছেন? তখন সক্রেটিস বলল 👉 না, আমি তোমাকে সম্পর্কে জানাতে চেয়েছি।
তখন সক্রেটিস বলল: তোমাকে যখন আমি পানির নিচে চেপে ধরেছিলাম, তখন তোমার মাথায় কি চিন্তা কাজ করছিল? তখন সে স্টুডেন্ট বলল, আমার মাথায় তখন একটাই চিন্তা আসছিল, সেটা হল কিভাবে আমি উপরে উঠে একটু অক্সিজেন নেব। তখন সক্রেটিস বলল,এটা ছাড়া তোমার মা, বাবা, ভাই, বোন বা অন্য কারো কথা মনে আসলো না? সে বলল না স্যার।
📌আমার শুধু একটা জিনিসই মনে ছিল আর সেটা হচ্ছে আমার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমাকে উপরে উঠতে হবে।
তখন স্যার বলল,,, ...
এটা যখন কোন কিছুর প্রতি তোমার চলে আসবে, ঠিক তখনই তোমার সফলতা চলে আসবে...।।।।

🎯কেউ যখন বলে যে তার দ্বারা সেটা সম্ভব না ঠিক তখনই তার অপজিটে বসা কেউ একজন সেটা করে দেখিয়ে দেয়।।।। ঠিক সেরকম ভাবেই ইচ্ছা শক্তি আর ধারাবাহিকতার মাধ্যমে সফলতার রাস্তায় এগিয়ে যাচ্ছেন আমাদের Najmun Kabir ম্যাডাম।।।।

🥀আপনাকে আমার এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা 🥰🌹

Address

Chittagong

Telephone

+8801627377551

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayman Ara Ela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayman Ara Ela:

Share