SEO Marketplace

  • Home
  • SEO Marketplace

SEO Marketplace Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SEO Marketplace, Digital creator, .
(3)

পেইজটা যখন খোলা হয়েছিল তখন SEO নিয়ে কাজ করবার ইচ্ছে ছিল। পরে আর হয়ে ওঠে নি। তাই এখন নরমাল একটা পেইজ হিসেবে চলছে। নাম পরিবর্তনের চেষ্টা করেছি কিন্তু পারি নি। কিছুদিন গেলে আবার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। পাশে থাকবেন।

Hard


❤️ হাসির নিরাময় ক্ষমতা❤️হাসি শুধু একটি অভিব্যক্তি নয়, এটি আমাদের শরীর ও মনের জন্য এক শক্তিশালী ঔষধ। বলা হয়, হাসি মন ভালো...
23/08/2025

❤️ হাসির নিরাময় ক্ষমতা❤️

হাসি শুধু একটি অভিব্যক্তি নয়, এটি আমাদের শরীর ও মনের জন্য এক শক্তিশালী ঔষধ। বলা হয়, হাসি মন ভালো করার সবচেয়ে সহজ উপায়। যখন আমরা মন খুলে হাসি, তখন আমাদের শরীর থেকে স্ট্রেস হরমোন (যেমন কর্টিসল) কমে যায় এবং এন্ডোরফিন নামক "ভালো লাগার" হরমোন নিঃসৃত হয়। এই এন্ডোরফিন ব্যথা কমাতে এবং মানসিক শান্তি বাড়াতে সাহায্য করে।

শারীরিকভাবে, হাসির বেশ কিছু উপকারিতা রয়েছে। এটি রক্ত চলাচল বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। হাসলে হৃদযন্ত্রের পেশিগুলো সুস্থ থাকে এবং হৃদরোগের ঝুঁকিও কমে আসে।

মানসিকভাবে, হাসি আমাদের বিষণ্ণতা, দুশ্চিন্তা এবং হতাশা কমাতে খুবই কার্যকর। কঠিন পরিস্থিতিতে হাসি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করে, যার ফলে আমরা পরিস্থিতিকে নতুন চোখে দেখতে পারি। এটি সামাজিক সম্পর্ক উন্নত করতেও সাহায্য করে, কারণ হাসি মানুষের মধ্যে বন্ধন তৈরি করে।

তাই, প্রতিদিনের জীবনে যত বেশি সম্ভব হাসার চেষ্টা করুন। কারণ, হাসি শুধুমাত্র আপনার মনকে শান্ত রাখে না, এটি আপনার জীবনকে আরও সুস্থ ও সুন্দর করে তোলে।

22/08/2025

একজন মানুষ বিভিন্ন কারণে নিষ্ঠুর বা ক্রুয়েল হয়ে উঠতে পারে। এর পেছনে সাধারণত জটিল মনস্তাত্ত্বিক, সামাজিক এবং পরিবেশগত কারণ থাকে। এটি সাধারণত কোনো একটি একক ঘটনা বা পরিস্থিতির ফল নয়, বরং বিভিন্ন বিষয়ের সংমিশ্রণে এমনটা ঘটে।✅

মূল কারণগুলো হলো:

১. সহানুভূতির অভাব (Lack of Empathy): এটি নিষ্ঠুরতার অন্যতম প্রধান কারণ। যখন একজন মানুষ অন্যের কষ্ট বা যন্ত্রণা বুঝতে পারে না বা অনুভব করে না, তখন তাদের পক্ষে নিষ্ঠুর আচরণ করা সহজ হয়ে যায়। শৈশবের কোনো মানসিক আঘাত, অবহেলা, বা কিছু মানসিক রোগের (যেমন: অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার) কারণে এমনটা হতে পারে।

২. ক্ষমতা ও নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা: কিছু মানুষ অন্যের ওপর ক্ষমতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিজেদেরকে শক্তিশালী মনে করে। এই ক্ষমতা ধরে রাখার জন্য তারা অন্যকে কষ্ট দিতে বা ছোট করতে দ্বিধা করে না। বুলিং বা কর্মক্ষেত্রে নির্যাতন এর উদাহরণ।

৩. হিংসা ও প্রতিশোধ: যদি কোনো মানুষ শৈশবে বা জীবনে কোনো এক সময়ে নির্যাতন বা নিষ্ঠুরতার শিকার হয়, তাহলে তাদের মধ্যে প্রতিশোধের আকাঙ্ক্ষা জন্ম নিতে পারে। তারা মনে করে, অন্যকে কষ্ট দিয়ে তারা নিজেদের ভেতরের যন্ত্রণা থেকে মুক্তি পাবে।

৪. মানসিক চাপ ও হতাশা: যখন একজন মানুষ দীর্ঘদিন ধরে মানসিক চাপ, হতাশা, বা ব্যক্তিগত সংকটের মধ্যে থাকে, তখন তার আচরণে পরিবর্তন আসতে পারে। নিজেদের ভেতরের নেতিবাচক আবেগগুলো বের করে দেওয়ার জন্য তারা অন্যদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে শুরু করে।

৫. পরিবেশের প্রভাব: যে পরিবেশে একজন মানুষ বড় হয়, তার আচরণে সেই পরিবেশের প্রভাব দেখা যায়। যদি কোনো ব্যক্তি এমন পরিবেশে বেড়ে ওঠে যেখানে হিংসা, নির্যাতন বা নিষ্ঠুরতা স্বাভাবিক বলে মনে করা হয়, তবে তার মধ্যে এমন আচরণ গড়ে ওঠার সম্ভাবনা বেশি থাকে।

৬. নৈতিকতা ও বিবেকের অভাব: কিছু মানুষের মধ্যে সঠিক-বেঠিকের বোধ বা নৈতিকতার অভাব থাকে। তারা নিজেদের স্বার্থ পূরণের জন্য অন্যের ক্ষতি করতে বা আঘাত করতে কোনো অপরাধবোধ অনুভব করে না।

একজন মানুষ হঠাৎ করে নিষ্ঠুর হয়ে যায় না। এর পেছনে সাধারণত তার জীবনের অভিজ্ঞতা, মানসিক অবস্থা এবং পারিপার্শ্বিকতার এক গভীর সম্পর্ক থাকে। তাই নিজের সন্তানের যত্ন নিন, তাকে যথেষ্ট ভালোবাসা, আদর ও শাসনের ভারসাম্যে বড়ো করে তুলুন।

একজন জাপানি গবেষক, মাসারু ইমোতো, "জলীয় স্ফটিক" (water crystals) নিয়ে কিছু গবেষণা করেন। তার গবেষণা অনুযায়ী, পানির ওপর ইতি...
22/08/2025

একজন জাপানি গবেষক, মাসারু ইমোতো, "জলীয় স্ফটিক" (water crystals) নিয়ে কিছু গবেষণা করেন। তার গবেষণা অনুযায়ী, পানির ওপর ইতিবাচক শব্দ বা চিন্তা প্রয়োগ করলে এর স্ফটিকের গঠন সুন্দর ও সুশৃঙ্খল হয়, আর নেতিবাচক শব্দ বা চিন্তা প্রয়োগ করলে তা বিশৃঙ্খল হয়ে যায়। এই গবেষণার ভিত্তিতে অনেকে মনে করেন, কুরআন তিলাওয়াত পানির স্ফটিকের গঠন পরিবর্তন করে।🥰🌹🥀❣️

21/08/2025

আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের সাথে পড়ত এমন কিছু স্টুডেন্ট আছে তারা আমাদের ক্লাসের অনেককেই মোটিভেট করত কীভাবে জানেন?

বাসি ভাত থাকলে সকালের নাশতায় ভাজাভাত করি। এখন এমন হয়েছে গরম ভাতও ভাজা করে দিতে হয় ছেলেকে। তার এত পছন্দ। ভাত, ডিম, চিকেন ...
21/08/2025

বাসি ভাত থাকলে সকালের নাশতায় ভাজাভাত করি। এখন এমন হয়েছে গরম ভাতও ভাজা করে দিতে হয় ছেলেকে। তার এত পছন্দ।

ভাত, ডিম, চিকেন সসেজ, চিংড়ি বালাচাও, চিকেন পাউডার, কাঁচা মরিচ, পেঁয়াজ এবং বাটার।

21/08/2025

বাড়ির পাশে বেতের আড়া
হাল জুইড়াছি বিহান বেলা রে
এত বেলা হয় ভাবিজান পান্তা
নাই মোর ক্ষ্যতে রে...

বাড়ির পাশে বেতের আড়া
হাল জুড়াইছে ছোট্ট দ্যাওরা রে
এত বেলা হয় দ্যাওরা মোর পান্তা
খায় না আইসা রে...

পান্তার বাটি হাতে লইয়ে
চলছে ভাবি ঐনা পন্তে রে
চলিতে তার ধাপ উঠে না
ওই না মাঞ্জার বিষে রে

স্বামী আমার যেমন তেমন
দ্যাওরা আমার মনের মতন
দ্যাওরা মরলে হবো পাগল
হবো দেশান্তরী রে...

ক্ষ্যাত নষ্ট দুবলা ঘাসে
নারী নষ্ট পুকুর ঘাটে রে
পুরুষ নষ্ট হয় দ্যাওরা গো
ওই না শহর বাজারে...

জ্যৈষ্ঠ মাসে আম পড়ে
টাপুর টুপুর শব্দ করে রে
দ্যাওরা আমার আম টুকাইয়া
রাখে আমার ঘরে রে...

আম টুকাই ভোর বিহানে
মনটা থাকে ভাবির ধ্যানে রে
একলা ঘরে ভাবি আমার রইছে
কেমন করে রে...

দ্যাওরা আমার বাজারে যায়
পন্তে বড় বাঘের ভয় রে
দ্যাওরারে মুই কিন্যা দিবো
ময়ূর পংখী ঘোড়া রে...

বাজার থাইক্যা আইস্যা দেখি
ভাবি আমার ভানছে ঢেঁকি রে
ভাবির জইন্য আনছি আমি চান্দির
একখান টিকলি রে....

গান- বেতের আড়া
মূল গানঃ বারোশিয়া
আংশিক পরিবর্তিত সংস্করণঃ মুক্তিযোদ্ধা হাসান মতিউর রহমান
সুরঃ প্রচলিত
কণ্ঠঃ পলাশ ও অংকন

21/08/2025

মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্তরি বানাইয়াছে
মন আমার দেহ ঘড়ি
ও একখান চাবি মাইরা দিছে ছাইড়া
জনম ধইরা চলতে আছে।।

মাটির একটা কেস বানাইয়া
মেশিন দিছি তার ভিতর
রঙ বেরঙের বার্নিশ করা
দেখতে ঘড়ি কি সুন্দর ভাই
দেখতে ঘড়ি কি সুন্দর।

দেহ ঘড়ি চৈদ্দোতলা
তার ভেতরে দশটি নালা
নয়টি খোলা একটি বন্ধ
গোপন একটা তালা আছে।।

এমন সাধ্য কার আছে ভাই
এ ঘড়ি তৈয়ার করে
এই ঘড়ি তৈয়ার করে ভাই
লুকায় ঘড়ির ভিতরে ভাই
লুকায় ঘড়ির ভিতরে।

তিন কাটা বারো জুয়েলে
মিনিট কাটা হইলো দিলে
প্রেম নয়নে বুঝলে পরে
দেখতে পারবে চোখের সামনে।।
==========================

21/08/2025

সফলতার শুরু হয় বিশ্বাস থেকে, শেষ হয় অধ্যাবসায়ে।

❣️❣️❣️

゚ #

আমাদের দেশে এত জ্ঞানী মানুষ থাকার পরেও দেশটার এই দশা কেন? ফেসবুক খুললেই প্রিন্স, প্রিন্সেস, রাজকুমার, রাজকুমারী, রাজকন্য...
21/08/2025

আমাদের দেশে এত জ্ঞানী মানুষ থাকার পরেও দেশটার এই দশা কেন?
ফেসবুক খুললেই প্রিন্স, প্রিন্সেস, রাজকুমার, রাজকুমারী, রাজকন্যার ছড়াছড়ি... তাহলে এত গরীব কেন?
কোনো অসুখের কথা শুনলেই সবাই ডাক্তার হয়ে যায় তাহলে এত রোগী কেন?
এত ধার্মিক মানুষ থাকার পরেও এত ধর্ষক কেন?
এগুলো কি শুধু ফেসবুকেই সীমাবদ্ধ?

😔😔

এতদিন শরীরের প্রাইভেট পার্ট বলে যেগুলো জানতাম সেগুলো তো আর প্রাইভেট পার্ট নেই। ফেসবুক, ইন্সটাগ্রামের বদৌলতে সেগুলো পাবলি...
20/08/2025

এতদিন শরীরের প্রাইভেট পার্ট বলে যেগুলো জানতাম সেগুলো তো আর প্রাইভেট পার্ট নেই। ফেসবুক, ইন্সটাগ্রামের বদৌলতে সেগুলো পাবলিক প্রোপার্টি হয়ে গেছে।
এখন ফেসবুক লাইভে যেগুলো বলে একজন আরেকজনকে ডাকে সেগুলো প্রাইভেট পার্ট। যেমন- কলিজা, ফ্যাপড়া, মাটিয়া, গুর্দা, হার্ট, ফুসফুস, কিডনি ইত্যাদি।
😜😁

আরেহ্! এদের দেশের মানুষ শুধু মুতু করতে চায় কেন? গত বছর একটা সুন্দরী মেয়ে মুতু করে বাংলাদেশ ভাসিয়ে দিতে চাইল। এবছর মিঠুন ...
20/08/2025

আরেহ্! এদের দেশের মানুষ শুধু মুতু করতে চায় কেন? গত বছর একটা সুন্দরী মেয়ে মুতু করে বাংলাদেশ ভাসিয়ে দিতে চাইল। এবছর মিঠুন চক্রাচক্রি😜 মুতের হুমকি দিচ্ছে পাকিস্তানকে! আবে হালায় পাইছেটা কি? আমি যতদূর জানি মিঠুন চক্রাচক্রির অরিজিন বাংলাদেশে। যাই হোক... দেখি পরের এপিসোডে মুত ছাড়া আর কোনো কিছুর কথা বলে নাকি! ভাভা গো ভাভা...
বুঝতে পেরেছি জীবনে প্রচুর হাসতে হবে। 😜

আখেরি চাহার সোম্বা হলো হিজরি সনের সফর মাসের শেষ বুধবার। এটি ভারতীয় উপমহাদেশ এবং ইরানের মুসলিমদের মধ্যে বিশেষভাবে পালিত এ...
20/08/2025

আখেরি চাহার সোম্বা হলো হিজরি সনের সফর মাসের শেষ বুধবার। এটি ভারতীয় উপমহাদেশ এবং ইরানের মুসলিমদের মধ্যে বিশেষভাবে পালিত একটি দিবস।

আখেরি চাহার সোম্বার তাৎপর্য

ইসলামী ইতিহাসের বর্ণনামতে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর ইন্তেকালের (মৃত্যুর) কিছু দিন আগে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ অসুস্থতার পর সফর মাসের শেষ বুধবার তিনি কিছুটা সুস্থতা অনুভব করেন। এই দিন তিনি গোসল করেন এবং মসজিদে নববীতে গিয়ে শেষবারের মতো নামাজের ইমামতি করেন।

রাসুল (সা.)-এর এই সাময়িক সুস্থতার খবরে সাহাবিরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তাঁরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দান-খয়রাত ও নফল ইবাদত করেন। এই ঘটনাকে স্মরণ করে পরবর্তীতে এই দিনটিকে মুসলমানরা "শুকরিয়া দিবস" হিসেবে পালন করা শুরু করেন। 'আখেরি চাহার সোম্বা' শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, যার অর্থ 'শেষ চতুর্থ বুধবার'।

পালন পদ্ধতি
আখেরি চাহার সোম্বার দিনে মুসলমানরা সাধারণত নফল নামাজ আদায়, দান-সাদকা, মিলাদ মাহফিল এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। বাংলাদেশে এই দিনে সরকারি ছুটি থাকে এবং মসজিদ ও মাদ্রাসায় বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তবে, কিছু মুসলিম বিশেষজ্ঞের মতে, এই দিবসটি উদযাপনের বিষয়ে হাদিসে সরাসরি কোনো নির্দেশনা পাওয়া যায় না। তাই অনেকে একে বিদআত বা নতুন উদ্ভাবিত প্রথা হিসেবে বিবেচনা করেন। এই মতবিরোধ থাকা সত্ত্বেও, অনেকেই নবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের জন্য এই দিনটি পালন করে থাকেন।

❣️

Address


Telephone

+8801722774974

Website

Alerts

Be the first to know and let us send you an email when SEO Marketplace posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SEO Marketplace:

  • Want your business to be the top-listed Media Company?

Share