Nilphamari Update News

  • Home
  • Nilphamari Update News

Nilphamari Update News নীলফামারী সহ সারাদেশের বিভিন্ন ধরনের সংবাদ পেতে আমাদের পেজে ফলো করুন, ধন্যবাদ।

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে হঠাৎপারা এলাকার হরিবল্লব স্কুল এর সামনে আনুমানিক সন্ধ্যা ৬.৫০ মিনিট এর সময় মাইক্রোবাসের ধাক...
16/03/2025

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে হঠাৎপারা এলাকার হরিবল্লব স্কুল এর সামনে আনুমানিক সন্ধ্যা ৬.৫০ মিনিট এর সময় মাইক্রোবাসের ধাক্কায় ও ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত।
শরীরের ওপর দিয়ে ট্রাকের চাকা যাওয়ায় দুভাগে বিচ্ছিন্ন হয়ে যায় পেট থেকে কোমর।

ঘটনাস্থলে উপস্থিত হন নীলফামারী জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস।

নারী ও শিশু ধর্ষণ বন্ধ এবং ন্যায় বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন।
15/03/2025

নারী ও শিশু ধর্ষণ বন্ধ এবং ন্যায় বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন।

আজ সন্ধ্যা ৭টায় IUBAT ইউনিভার্সিটির প্রধান গেইটের সামনে সারাদেশে লাগাতার ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে এবং ধর্ষকের সর্বোচ...
09/03/2025

আজ সন্ধ্যা ৭টায় IUBAT ইউনিভার্সিটির প্রধান গেইটের সামনে সারাদেশে লাগাতার ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে মশাল মিছিল।

ঘুম ভেঙেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। এদের দেখলে শেখ হাসিনার ৩ আগস্টের বক্তব্য মনে পড়ে। শেখ হাসিনা কি করুন...
09/03/2025

ঘুম ভেঙেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। এদের দেখলে শেখ হাসিনার ৩ আগস্টের বক্তব্য মনে পড়ে। শেখ হাসিনা কি করুন কন্ঠে বলেছিলেন "আমি তোমাদের রাজাকার বলিনি, তোমরা নিজেদেরকে রাজাকার বলে উল্লাস করতেছো। তোমরা কি জানো ১৯৭১ সালে পাকিস্তানি আর্মি এবং রাজাকারেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ঢুকে কি বিভৎসভাবে মেয়েদের ধর্ষণ করেছে, কিভাবে টেনে হিছড়ে মেয়েদেরকে তাদের ক্যাম্পে নিয়ে গেছে।"

তখন এরা শাহবাগ এবং রাজুতে দাঁড়িয়ে নেত্রীর পদত্যাগ দাবী করে যাচ্ছিলো।

২০১৮ সালের কোটা আন্দোলনের সময় রাত ১২ টায় হলের গেইট ভেঙে বের হওয়ার পরদিন তিনি সংসদে বলেছিলেন তোমাদের টেনশনে আমি সারারাত ঘুমাতে পারিনি।(রাতে নানক, ঢাবি প্রক্টর ও পুলিশ কমিশনার গিয়ে মেয়েদেরকে সকালে হলে ফেরত নিয়ে গিয়েছিলেন।) তখন এরা নেত্রীর বক্তব্য নিয়ে ট্রল করেছিলো।

নারী কোটা নিয়ে তিনি বলেছিলেন 'আমি প্রথম মেয়েদের মধ্য হতে সেনাবাহিনীতে মেজর পরবর্তীতে জেনারেল বানিয়েছি, পুলিশের এসপি বানিয়েছি, প্রশাসনে সচিব বানিয়েছি, ডিসি বানিয়েছি। প্রথমিকে ৭০% কোটা দিয়ে শিক্ষক বানিয়েছি। আমি ঢাকার অল্পকিছু মেয়েদের কথায় সারাদেশের পিছিয়ে পড়া নারীদের কোটা বাতিল করতে পারিনা।' তিনি কোটা বিহীন প্রথম বিসিএসে ২০০০ পোস্টের মধ্যে মাত্র ১৭ জন নারী বা এরকম একটা পরিসংখ্যান বলেছিলেন। তখনো এই মেয়ে গুলো রাজুতে দাড়িয়ে নেত্রীর পদত্যাগ দাবী করেছিলো।

আজকে চাকরি তো অনেক পরের বিষয় ঘর থেকেও কেউ নিরাপদে বের হতে পারতেছেনা। ধর্ষণের হাত থেকে বাঁচতে, নিপীড়কদের হাত থেকে বাঁচতে মেয়েদেরকে রাস্তায় দাড়িয়ে কাঁদতে হচ্ছে। কেঁদে কেঁদে বলতে হচ্ছে আমাদেরকে আমাদের পিতা এবং স্বামীও ধর্ষকদের হাত থেকে রক্ষা করতে পারতেছে না।

এদের জন্য সহমর্মি হবো নাকি আরো খারাপ পরিনতি বরণ করুক সেটা চাইবো বুঝতে পারতেছি না।

আছিয়াকে কতটা নির্মমভাবে ধ*র্ষণ করা হযেছিল আজকে সেটার বর্ণনা দিয়েছে ডাক্তাররা। চিকিৎসারত ডাক্তার বলেছে - আছিয়া যেহেতু বাচ...
09/03/2025

আছিয়াকে কতটা নির্মমভাবে ধ*র্ষণ করা হযেছিল আজকে সেটার বর্ণনা দিয়েছে ডাক্তাররা। চিকিৎসারত ডাক্তার বলেছে - আছিয়া যেহেতু বাচ্চা মেয়ে তাই তার পোপনাঙ্গের ডেপথ খুবই ছোট।

সেজন্যে ধ*র্ষককরা কিছুটা ধারালো ব্লেড/ কাঠি দিয়ে গোপনাঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল। সে ছিদ্রটা ছিল আনুমানিক ৫ সে.মি. গভীর।

তারপর গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো স্ক্রেচ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে, অনেকটা সময় নিয়ে।

একাজ করার সময় তার নাক-মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনরকম চিৎকার করতে না পারে। তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্যে।

আর এজন্যেই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন।

এ নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের। তিনি বলছিলেন - 'এরকম কন্ডিশনে ভিক্টিম স্পটেই মারা যায়। এ মেয়েটা যে এখনও বেঁচে তাতেই অবাক হচ্ছি আমি।'

তাহলে এবার বুঝুন কতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে

23/01/2025

সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ চলছে। আপনার জন্ম ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে হলে এবং ভোটার না হয়ে থাকলে নির্ভুল তথ্য দিয়ে ভোটার হোন।

ঘোড়াশালে বাস-ট্রিক ত্রিমুখী সংঘর্ষে আহত-৮
17/01/2025

ঘোড়াশালে বাস-ট্রিক ত্রিমুখী সংঘর্ষে আহত-৮

নিখোঁজ সংবাদ 🔈পঞ্চগড় মাদ্রাসা থেকে গোড়গ্রাম ইউনিয়নে আসার সময় একটি ছেলে নিখোঁজ।।সময় ৯ টাপরনে নীল পাঞ্জাবী আর কালো জ্...
21/12/2024

নিখোঁজ সংবাদ 🔈
পঞ্চগড় মাদ্রাসা থেকে গোড়গ্রাম ইউনিয়নে আসার সময় একটি ছেলে নিখোঁজ।।সময় ৯ টা
পরনে নীল পাঞ্জাবী আর কালো জ্যাকেট।।।
বয়স ১৪..নাম আরিফ ইসলাম।।।বাসা গোড়গ্রাম ইউনিয়ন।।। কোনো ব্যক্তি দেখলে যোগাযোগ করুন ফোন নাম্বার :০১৭৮৮-২১১৬৭০

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায়  একজন নিহত।কেউ চিনে থাকলে  দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা দেবীগঞ্জ থানায় যোগাযোগ করুন।
18/12/2024

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত।
কেউ চিনে থাকলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা দেবীগঞ্জ থানায় যোগাযোগ করুন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢাকা পঞ্চগড় মহাসড়কের যদুর মোড় নামকস্থানে হেরিটেজ বাস-ট্রাকের মুখ...
06/12/2024

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঢাকা পঞ্চগড় মহাসড়কের যদুর মোড় নামকস্থানে হেরিটেজ বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

২ জন নিহত আহত ৩০ জন

29/09/2024

নীলফামারী সরকারী কলেজে...

 #ব্রেকিং নিউজ... #নীলফামারী  #জোরদরগা এলাকায় পিকআপ-সিএনজি মু'খো'মু'খি সং'ঘ'র্ষে নি*হ*ত-২, আ*হ*ত-১বিস্তারিত কমেন্টসে 👇
20/03/2024

#ব্রেকিং নিউজ...

#নীলফামারী #জোরদরগা এলাকায় পিকআপ-সিএনজি মু'খো'মু'খি সং'ঘ'র্ষে নি*হ*ত-২, আ*হ*ত-১
বিস্তারিত কমেন্টসে 👇

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nilphamari Update News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nilphamari Update News:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share