09/03/2025
ঘুম ভেঙেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের। এদের দেখলে শেখ হাসিনার ৩ আগস্টের বক্তব্য মনে পড়ে। শেখ হাসিনা কি করুন কন্ঠে বলেছিলেন "আমি তোমাদের রাজাকার বলিনি, তোমরা নিজেদেরকে রাজাকার বলে উল্লাস করতেছো। তোমরা কি জানো ১৯৭১ সালে পাকিস্তানি আর্মি এবং রাজাকারেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ঢুকে কি বিভৎসভাবে মেয়েদের ধর্ষণ করেছে, কিভাবে টেনে হিছড়ে মেয়েদেরকে তাদের ক্যাম্পে নিয়ে গেছে।"
তখন এরা শাহবাগ এবং রাজুতে দাঁড়িয়ে নেত্রীর পদত্যাগ দাবী করে যাচ্ছিলো।
২০১৮ সালের কোটা আন্দোলনের সময় রাত ১২ টায় হলের গেইট ভেঙে বের হওয়ার পরদিন তিনি সংসদে বলেছিলেন তোমাদের টেনশনে আমি সারারাত ঘুমাতে পারিনি।(রাতে নানক, ঢাবি প্রক্টর ও পুলিশ কমিশনার গিয়ে মেয়েদেরকে সকালে হলে ফেরত নিয়ে গিয়েছিলেন।) তখন এরা নেত্রীর বক্তব্য নিয়ে ট্রল করেছিলো।
নারী কোটা নিয়ে তিনি বলেছিলেন 'আমি প্রথম মেয়েদের মধ্য হতে সেনাবাহিনীতে মেজর পরবর্তীতে জেনারেল বানিয়েছি, পুলিশের এসপি বানিয়েছি, প্রশাসনে সচিব বানিয়েছি, ডিসি বানিয়েছি। প্রথমিকে ৭০% কোটা দিয়ে শিক্ষক বানিয়েছি। আমি ঢাকার অল্পকিছু মেয়েদের কথায় সারাদেশের পিছিয়ে পড়া নারীদের কোটা বাতিল করতে পারিনা।' তিনি কোটা বিহীন প্রথম বিসিএসে ২০০০ পোস্টের মধ্যে মাত্র ১৭ জন নারী বা এরকম একটা পরিসংখ্যান বলেছিলেন। তখনো এই মেয়ে গুলো রাজুতে দাড়িয়ে নেত্রীর পদত্যাগ দাবী করেছিলো।
আজকে চাকরি তো অনেক পরের বিষয় ঘর থেকেও কেউ নিরাপদে বের হতে পারতেছেনা। ধর্ষণের হাত থেকে বাঁচতে, নিপীড়কদের হাত থেকে বাঁচতে মেয়েদেরকে রাস্তায় দাড়িয়ে কাঁদতে হচ্ছে। কেঁদে কেঁদে বলতে হচ্ছে আমাদেরকে আমাদের পিতা এবং স্বামীও ধর্ষকদের হাত থেকে রক্ষা করতে পারতেছে না।
এদের জন্য সহমর্মি হবো নাকি আরো খারাপ পরিনতি বরণ করুক সেটা চাইবো বুঝতে পারতেছি না।