হজ্জ ওমরাহ স্পেশাল প্যাকেজ

  • Home
  • হজ্জ ওমরাহ স্পেশাল প্যাকেজ

হজ্জ ওমরাহ স্পেশাল প্যাকেজ This is an Islamic page. May Allah Ta'ala grant Tawfiq. Amin.

Information on various practices, Islamic studies, and the prohibitions of Allah and His Messenger (peace and blessings of Allah be upon him) will be discussed.

16/07/2025
12/11/2024

আপনার সন্তানের জন্য একটি ভালো প্রতিষ্ঠান খুঁজছেন?

ঢাকার শনির আখড়া তে
দ্যা হলি কুরআন স্কুল এন্ড মাদরাসা হতে পারে আপনার সন্তানের জন্য অন্যতম একটি আন্তরিক প্রতিষ্ঠান। যেখানে প্রতিনিয়ত আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট ভূমিকা পালন করছেন একদল চৌকস পরিশ্রমী জ্ঞান তাপস।
@দ্যা_হলি_কুর‌আন এ যোগাযোগ করতে
কমেন্ট করুন
হোয়াটসঅ্যাপ করুন +8801799317314

29/12/2023

অসৎ লোক যখন সৎসাহস এর ডায়লগ দেয় তখন জিদ কীভাবে সামলাই বলেন।
ভোটচোর যখন বলে চুরি করা ভালো না তখন শরমে নিজের ই মুখ লুকাতে মন চায়।

09/11/2023

🛑দেখুন, পৃথিবীটা কোনো নাটক সিনেমা নয়, প্রতিহিং,সার রাজনীতির ফলাফল ভালো না।❎

ফলাফল হলো - পৃথিবীটা জাহা,ন্নামে পরিণত হবে। হয়েছে
আমি আপনাকে হ*ত্যা করবো, আপনি আমাকে খু #ন করবেন।?❎🚨😭

👇👇👇ভ্রাতৃত্ব বোধ ছাড়া পৃথিবীতে কেউ টিকে থাকতে পারবেন না।🙏❎

আমি জীবনে কখনো রাজনীতি করি নি, করছিও না। 💥

মানুষের জীবন বিপন্ন হয়ে আজকে কোথায় গেছে একটু চিন্তা করুন। 🙏😭😭😭

💥💥পুলিশ ভাইয়েরা যা করছে সেটা সিনেমার দৃশ্যে মানায়, বাস্তবে নয়। ❎❎❎

🚨🚨সরকারের গোলাম হয়ে নিজেরা আইনের বিরোধিতা করছেন খবরও নেই, অথবা হুশ নেই।❎❎

🛑🚨আপনাদেরও পরিবার আছে রাজনৈতিক দলের ও পরিবার আছে।
সিনেমায় তো গুন্ডা ভিলেন মাফিয়াদের পরিবার হয় না। 👍💥

🌀🌀পরিবার নিয়ে বেঁচে থাকতে হলে আপনাকে নৃশং,সতা বর্জন করতে হবে।

আইনের উর্ধ্বে যদি দল উঠে যায় তার ছত্র ছায়ায় আপনার পরিবারও হামলা থেকে আশংকামুক্ত নয়। সন্ত্রা, স দের কবলে পড়বে গোটা জাতি, এবং পড়ছে। 😭😭😭
যেমনটা ঘটছে।

🛑আওয়ামী লীগ ❎আওয়ামী লীগের সদস্য ও নেতাদের হ,ত্যা করছে। 💯⚡

পদের লোভে বা পয়সার লোভে।😭😭

💯একমাত্র সমাধান ইসলাম এর ভ্রাতৃত্ব বোধ তৈরি করা, 🌹✔️

✔️ইসলাম কাউকে অন্যায় ভাবে আঘাত করতেও অনুমতি দেয় না।❎❎

সরকার প্রধান হলেও বিচারের উর্ধ্বে কেউই নয় ।🚨❎

ওমর ফারুক রা. এর রাষ্ট্র ব্যবস্থা দেখুন। চমকে উঠবেন।✔️💯✔️💯

তাই সময় থাকতে এই পৃথিবী থেকে সন্ত্রা,স বাদ, গুন্ডা,মি দলের ক্ষমতা দেখিয়ে অন্যায় অত্যাচার নির্যাতন করা বন্ধ করুন।❎❎❎

সরকারের অবৈধ কাজে সঙ্গ ত্যাগ করুন। ❎❎❎

06/10/2023

💯🥰💯আবার অফার আসলো🕋🕋🕋
ওমরাহ করুন মাত্র ১,২০,০০০ টাকায়। ফুল প্যাকেজ খাবার সহ সৌদি এয়ার লাইন্স ডিরেক্ট ফ্লাইটে

১৪ দিনের প্যাকেজ। ৭ দিন মক্কা, ৭ দিন মদীনায়
👇👇👇
✅সৌদি এয়ারলাইনস এর ডিরেক্ট ফ্লাইটে ৭০০/৮০০ মিটার দূরত্বে নভেম্বরে খাবার ছাড়া ফুল প্যাকেজ ১২০,০০০/- টাকা।

অথবা নিতে পারেন 👇👇👇
✅ সৌদি এয়ার লাইন্স ডিরেক্ট ফ্লাইটে মক্কায় ৪০০/৫০০ মিটার দূরত্বে ৩ স্টার হোটেল 🏨, মদীনায় ২৫০/৩০০ মিটার দূরত্বে হোটেল 🏨 ফুল প্যাকেজ ১,২৫,০০০/- টাকা।

গাইড+মক্কা মদিনায় জিয়ারা+ট্রান্সপোর্ট সবসহ।

সৌদি এয়ারলাইনসের অফার চলমান থাকতে থাকতে বুকিং করুন।

বুকিং করতে::: পাসপোর্ট এর কপি, এবং টিকেট এর বাবদ ৭০,০০০ টাকা লাগবে।

অফার শেষ হয়ে গেলে আফসোস না করে এখনি লুফে নেওয়া বুদ্ধিমানের কাজ।
--------------------
অফিসে যোগাযোগ করতে পারেন ।
আরাফাহ হজ্জ গ্রুপ, 158/1 নয়াপল্টন, ঢাকা 1000
👇👇👇
অথবা হোয়াটসঅ্যাপ এ নক করুন
01916-872840

29/09/2023

🕋২০২৪ সালে হজ্জ🕋 এর ইচ্ছা থাকলে এখনি হজ্জ নিবন্ধন করে রাখুন।
হজ্জ এর নিবন্ধন চলছে।
💯💯💯
নভেম্বর এ হজ্জ এর রেট ঘোষণা হবে।🥰
সরকার এর নির্ধারিত মূল্যে হজ্জ করতে পারবেন আমাদের এজেন্সি থেকে।✔️✔️
💯💯💯
ঢাকা অফিস 🏨
আরাফাহ হজ্জ গ্রুপ বাংলাদেশ
১৫৮/১, ৫ম তলা, নয়াপল্টন, ঢাকা ১০০০
💯💯💯
বগুড়া অফিস🏨
বড় গোলার মোড়, বগুড়া

নিবন্ধন সংক্রান্ত অথবা🛑🛑
ওমরাহ সংক্রান্ত তথ্য জানতে
0191687284 হোয়াটসঅ্যাপ

আবরার ফাহাদ বেঁচে থাকলে বলতাম, তুমি ভুল বলেছো১০০১ টন নয় ৩৯৫০ টন যাচ্ছে।এ দেশের জনগণের তো এতো টাকা নেই যে কিনে খাবে। জনগ...
27/09/2023

আবরার ফাহাদ বেঁচে থাকলে বলতাম,
তুমি ভুল বলেছো
১০০১ টন নয় ৩৯৫০ টন যাচ্ছে।
এ দেশের জনগণের তো এতো টাকা নেই যে কিনে খাবে। জনগণ ব্রিজ রাস্তা দেখেই খুশি।

26/09/2023

🕋ওমরাহ করবেন/ হাজী নিয়ে যাবেন
কোন ফ্লাইট লাগবে?
কেমন রেটে লাগবে?
কত তারিখে লাগবে? পাসপোর্ট রেডি রাখেন, রেডি থাকলে ইনবক্স করুন।

স্পেশাল ওমরাহ প্যাকেজ 🕋🕋🕋অভিজ্ঞ মুয়াল্লিম এর সাথে ওমরাহ হবে বিশুদ্ধ ও প্রশান্তিময়।ডাইরেক্ট ফ্লাইট এ নেই কোনো ওয়েটিং।ত...
25/09/2023

স্পেশাল ওমরাহ প্যাকেজ
🕋🕋🕋

অভিজ্ঞ মুয়াল্লিম এর সাথে ওমরাহ হবে বিশুদ্ধ ও প্রশান্তিময়।
ডাইরেক্ট ফ্লাইট এ নেই কোনো ওয়েটিং।
তাই
ফুরিয়ে যাবার আগেই বুকিং দিন।

✔️✔️ মুয়াল্লিম দের জন্য বিশেষ ছাড়
হোয়াটসঅ্যাপ 01916-872840

24/09/2023

🕋🕋🕋 ওমরাহ
১২ অক্টোবর মুয়াল্লিম গণ হাজী দিতে যোগাযোগ করুন। ডাইরেক্ট ফ্লাইট।
ফুল প্যাকেজ বিস্তারিত 👇

Address


Alerts

Be the first to know and let us send you an email when হজ্জ ওমরাহ স্পেশাল প্যাকেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হজ্জ ওমরাহ স্পেশাল প্যাকেজ:

  • Want your business to be the top-listed Media Company?

Share