08/09/2025
কম্পিউটার কোর্স করতে এসে নিখোঁজ কলেজ ছাত্রী।।অবশেষে গাজীপুর থেকে উদ্ধার।
হবিগঞ্জের বানিয়াচংয়ের কলেজ ছাত্রী লাবনী আক্তার হারিয়ে যাওয়ার রহস্য উন্মোচন।
প্রেমের টানে এক প্রেমিকের সীম দিয়ে কথা বলে অন্য প্রেমিককে পাওয়ার আশায়,বানিয়াচং থেকে যশোর, সেখান থেকে টাঙ্গাইল, পাবনা ঘুরে অবশেষে গাজীপুরে হয় আশ্রয়।
বানিয়াচংয়ের যাত্রাপাশা গ্রামের প্রেমিক সাইদুরের দেওয়া সীমকার্ডে যশোরের স্বপ্নের রাজা রাকিবের ঠানে ঘর ছেড়ে টাঙ্গাইল পর্যন্ত গিয়ে রাকিবের পাবনার দুলাভাই মোবারক মিয়ার কাছে ধরাশায়ী হয়। পরে ঠাই মিলে ঢাকা গাজীপুরে অবস্থানরত বানিয়াচংয়ের পাড়াগাঁও মহল্লার গার্মেন্টেসের এক নারী শ্রমিকের কাছে।
গত ৬ সেপ্টেম্বর পুলিশ প্রশাসন মোবারক মিয়ার কাছ থেকে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রী লাবনী আক্তারের সন্ধান পায়। পরে এই রাতেই পুলিশের সহযোগীতা নিয়ে লাবনীর বড় দু'ভাইবোন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল পৌনে ১০টার দিকে লাবনীর কাছে পৌঁছান এবং সেখান থেকে ছোট বোন লাবনী আক্তারকে নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে আসে।
পিবিআই থেকে শুরু করে থানার পুলিশ, সাংবাদিক সকলেই লাবনীর বাড়ি ছাড়া নিয়ে চলছিল সব মহলে চিন্তার ভাজ।
অবশেষে খবর মিলে রং নম্বরে পরিচয়ে রাকিব নামে অচেনা যুবকের মায়ায় পড়ে বাড়ি ছেড়েছিলো লাবনী। ভাগ্য ভালো খারাপ লোকের হাতে পড়েনি। সেই অচেনা যুবক রিসিভ না করে তারই দুলাভাই মোবারকের এর সহায়তায় গাজিপুরে বানিয়াচংয়ের এক নারী শ্রমিক তাকে আশ্রয় দেন।
পরে খবর পেয়ে চট্টগ্রাম থেকে লাবনীর দুই ভাইবোন ছুটে যান গাজিপুরে।
৭ সেপ্টেম্বর সকালে লাবনীকে ফিরে পেয়েছে তার পরিবার।
লাবনীর পরিবার কৃতজ্ঞ—পুলিশ, সাংবাদিকসহ৷ সকলের প্রতি।