দৈনিক আমাদের হবিগঞ্জ

  • Home
  • দৈনিক আমাদের হবিগঞ্জ

দৈনিক আমাদের হবিগঞ্জ হবিগঞ্জ জেলার পেইজে আপনাকে স্বাগতম।

25/09/2025

আজ হবিগঞ্জ জেলায় এনসিপির নেতা সারজিস আলম বক্তব্য কালে।

25/09/2025

প্রেমের টানে চায়নার যুবক হবিগঞ্জে।
ভালোবাসার টানে চায়না থেকে এক যুবক এসেছেন হবিগঞ্জের বাহুবলের মিরপুর দক্ষিণাঞ্চলের খিলবামৈ গ্রামের ফকির বাড়িতে। প্রিয়তমা মিম আক্তারের কাছে পৌঁছাতে তাঁর এ অনন্য পদক্ষেপে এলাকায় চলছে আলোচনার ঝড়। বাড়িতে এখন উৎসবমুখর পরিবেশ।
বেচারা ইংরেজি বুঝে না😄

হারানো বিজ্ঞপ্তি-গত ১৫-০৯-২৫ইং রোজ সোমবার আনুমানিক দুপুর ১২ ঘঠিকার সময় নিলা আক্তার (২১) তার শাশুড়ি এবং বাসুরকে নিয়ে ত...
17/09/2025

হারানো বিজ্ঞপ্তি-
গত ১৫-০৯-২৫ইং রোজ সোমবার আনুমানিক দুপুর ১২ ঘঠিকার সময় নিলা আক্তার (২১) তার শাশুড়ি এবং বাসুরকে নিয়ে তার ছেলের চিকিৎসার জন্য মাধবপুর সদর হাসপাতালে যায়। এমন সময় হঠাৎ হাসপাতাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ছোট একটি ৮ মাসের ছেলে বাচ্চা আছে। তার বাচ্চাটি অনেক কান্নাকাটি করতেছে। তাই আপনাদের সকলের প্রতি বিশেষ ভাবে বিনিত অনুরোধ রইল। যদি আপনার কোন স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন।01776-762726, 01783-664201 আর আপনারা যার যার জায়গা থেকে এই পোষ্টটি দয়া করে শেয়ার দিয়ে দিবেন প্লিজ। হয়তো আপনাদের একটি শেয়ারে তার মা বাবা ফিরে পেতে পারে তার সন্তানকে।
ঠিকানা
মোছাঃ নিলা আক্তার।
পিতাঃ মোঃ লিয়াকত আলী
মাতাঃ মোছাঃ হালিমা বেগম
গ্রামঃ ভেলা পুর
প্রোঃ গোবিন্দপুর
ইউ পিঃ চৌমুহনী
থানাঃ মাধবপুর
জেলাঃ হবিগঞ্জ
বিভাগঃ সিলেট

11/09/2025

আজমিরীগঞ্জের শিবপাশা বাজারের পাশে দু'পক্ষের র*ক্তক্ষয়ী সং*ঘর্ষ চলছে।

10/09/2025
কম্পিউটার কোর্স করতে এসে নিখোঁজ কলেজ ছাত্রী।।অবশেষে গাজীপুর থেকে  উদ্ধার।  হবিগঞ্জের বানিয়াচংয়ের কলেজ ছাত্রী লাবনী আক্তা...
08/09/2025

কম্পিউটার কোর্স করতে এসে নিখোঁজ কলেজ ছাত্রী।।অবশেষে গাজীপুর থেকে উদ্ধার।

হবিগঞ্জের বানিয়াচংয়ের কলেজ ছাত্রী লাবনী আক্তার হারিয়ে যাওয়ার রহস্য উন্মোচন।

প্রেমের টানে এক প্রেমিকের সীম দিয়ে কথা বলে অন্য প্রেমিককে পাওয়ার আশায়,বানিয়াচং থেকে যশোর, সেখান থেকে টাঙ্গাইল, পাবনা ঘুরে অবশেষে গাজীপুরে হয় আশ্রয়।
বানিয়াচংয়ের যাত্রাপাশা গ্রামের প্রেমিক সাইদুরের দেওয়া সীমকার্ডে যশোরের স্বপ্নের রাজা রাকিবের ঠানে ঘর ছেড়ে টাঙ্গাইল পর্যন্ত গিয়ে রাকিবের পাবনার দুলাভাই মোবারক মিয়ার কাছে ধরাশায়ী হয়। পরে ঠাই মিলে ঢাকা গাজীপুরে অবস্থানরত বানিয়াচংয়ের পাড়াগাঁও মহল্লার গার্মেন্টেসের এক নারী শ্রমিকের কাছে।
গত ৬ সেপ্টেম্বর পুলিশ প্রশাসন মোবারক মিয়ার কাছ থেকে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রী লাবনী আক্তারের সন্ধান পায়। পরে এই রাতেই পুলিশের সহযোগীতা নিয়ে লাবনীর বড় দু'ভাইবোন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।

৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল পৌনে ১০টার দিকে লাবনীর কাছে পৌঁছান এবং সেখান থেকে ছোট বোন লাবনী আক্তারকে নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে আসে।

পিবিআই থেকে শুরু করে থানার পুলিশ, সাংবাদিক সকলেই লাবনীর বাড়ি ছাড়া নিয়ে চলছিল সব মহলে চিন্তার ভাজ।

অবশেষে খবর মিলে রং নম্বরে পরিচয়ে রাকিব নামে অচেনা যুবকের মায়ায় পড়ে বাড়ি ছেড়েছিলো লাবনী। ভাগ্য ভালো খারাপ লোকের হাতে পড়েনি। সেই অচেনা যুবক রিসিভ না করে তারই দুলাভাই মোবারকের এর সহায়তায় গাজিপুরে বানিয়াচংয়ের এক নারী শ্রমিক তাকে আশ্রয় দেন।

পরে খবর পেয়ে চট্টগ্রাম থেকে লাবনীর দুই ভাইবোন ছুটে যান গাজিপুরে।

৭ সেপ্টেম্বর সকালে লাবনীকে ফিরে পেয়েছে তার পরিবার।
লাবনীর পরিবার কৃতজ্ঞ—পুলিশ, সাংবাদিকসহ৷ সকলের প্রতি।

04/09/2025

হবিগঞ্জে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রুত
বিচার আইনে মামলা.

04/09/2025

বানিয়াচংয়ের মেয়ে, হবিগঞ্জে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে, প্রথম দিন এসেই কক্ষের ভিতরে আটকে আছে । ঐ মেয়েকে ভিতরে রেখেই তালা মেরে চলে গেছে কর্তৃপক্ষ।
আটকে পড়া মেয়েটি তার পরিবারের কাছে মোবাইল ফোনে জানিয়েছে , সেখানে রাজনগর লেখা দেখেছে এর ছেয়ে বেশী কিছু বলতে পারেনি, এর মধ্যেই মোবাইলে চার্জ না থাকায় বন্ধ হয়ে গেছে।

Address


Telephone

+8801571477623

Website

http://Youthbangla24.com/

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক আমাদের হবিগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক আমাদের হবিগঞ্জ:

  • Want your business to be the top-listed Media Company?

Share