
23/04/2025
তৃষ্ণা একটি ছোট গ্রামে থাকে। বয়স মাত্র সাত বছর, কিন্তু তার স্বপ্ন বিশাল। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার খুব ইচ্ছে করে, একদিন সে একটা বড় রঙিন ঘুড়ি উড়াবে, যা আকাশ ছুঁয়ে যাবে।
তৃষ্ণার বাবা একজন কৃষক, পরিবারের অবস্থা তেমন ভালো নয়। ঘুড়ির জন্য রঙিন কাগজ কেনার সামর্থ্য নেই। কিন্তু তৃষ্ণা হাল ছাড়ে না। পুরনো পত্রিকা, কাপড়ের টুকরো আর বাঁশ কুড়িয়ে সে নিজের হাতে একটা ঘুড়ি বানায়।
একদিন বিকেলে, হালকা বাতাসে তৃষ্ণা তার ঘুড়িটা উড়াতে ছাদে ওঠে। প্রথমে কিছুটা কষ্ট হয়, কিন্তু ধীরে ধীরে ঘুড়িটা উঁচুতে উঠতে থাকে। গ্রামের অন্য ছেলেরাও তাকিয়ে দেখে—একটা ছোট মেয়ে, নিজের হাতে বানানো ঘুড়ি দিয়ে আকাশ জয় করছে।
সেই দিন থেকে তৃষ্ণার নাম হয় “ঘুড়ি কন্যা”। সে শিখে যায়—স্বপ্ন দেখার জন্য বড় কিছু দরকার হয় না, ছোট ছোট চেষ্টাই বড় সাফল্য এনে দেয়।