26/01/2025
যার বাবা নেই সেই একমাত্র উপলব্ধি করতে পারে॥
🌼একজন বাবা হারানো সন্তান জানে বাস্তবতা কত কঠিন। তার ও অনেক ইচ্ছা থাকে,স্বপ্ন থাকে, অনেক কিছু চাওয়ার থাকে, কিন্তু কার কাছে আবদার করবে 😭 তার তো বাবা নামক মানুষটাই নেই,কথায় আছে না ,বুঝবে যেদিন খুজবে সেদিন।
🌼বাবা থাকতে মূল্য দিতে শেখো! হারায় ফেললে বুঝবে ভাই কি হারাইছো? পৃথিবীতে বাবার মতো ছায়া দেওয়ার মানুষ একটাও নেই।যেদিন বাবার দেহটা ঘর থেকে বের করছিলো তখন মনে হয়েছিলো বাবা ছাড়া দুনিয়াটা অতি ভয়ংকর। বাবা আজ হয়তো আপনি থাকলে এত চিন্তা করা লাগতো না ॥
🌸রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগিরা
🌼বাবা এক অমূল্য নেয়ামত। বাবা হারানোর আগে সাধারণত যার মূল্য উপলব্ধি করা যায় না।
💥বাবার মৃত্যুর সংবাদ পাওয়া যে কতটা ভয়ংকর ছিলো তা বলে বুঝানো সম্ভব না।
বাবার অনুপস্থিতিটা আজও মেনে নিতে অনেক কষ্ট হয়। এক বিষাদ শূন্যতা অনুভূত হয়।সেই জায়গাটা আজও শূণ্য এবং শূন্যই হয়ে থাকবে যতদিন বেঁচে থাকবো এটা কখনো কোনোভাবেই আর পূরণীয় না।
সবাই সবার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ॥ আমিন॥