Kanta Babu-কান্ত বাবু

  • Home
  • Kanta Babu-কান্ত বাবু

Kanta Babu-কান্ত বাবু ভগবান দর্শন যাত্রা

অনেক অনেক বছর আগে, এক ঘন পাহাড়ি অঞ্চলে এক অভিশপ্ত গ্রাম ছিল। সেখানে এক সময় অসুরদের অভিশাপ পড়ে, আর প্রতি পূর্ণিমায় গ্রামে...
07/07/2025

অনেক অনেক বছর আগে, এক ঘন পাহাড়ি অঞ্চলে এক অভিশপ্ত গ্রাম ছিল। সেখানে এক সময় অসুরদের অভিশাপ পড়ে, আর প্রতি পূর্ণিমায় গ্রামের এক কুমারী মেয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যেত। লোকেরা বলত, গভীর রাতে পাহাড়ি গুহা থেকে ভয়ানক শব্দ শোনা যায়। গ্রামবাসীরা আতঙ্কে নিজেদের ঘরেই বন্দি হয়ে থাকত, সাহস করে কেউ বাইরে বের হত না।

গ্রামে তখন ছিলেন এক তপস্বী – রামেশ্বর গিরি নামে এক সাধক। তিনি বুঝলেন, এটি কোনো সাধারণ বিপদ নয়, বরং মহাশক্তির প্রলয়রূপের আহ্বান। তিনি ৭ দিন উপবাসে থেকে কালী মন্ত্র জপে আহ্বান জানালেন মহাশক্তি মা কালীর। সপ্তম রাতের শেষে, ভয়ঙ্কর ঝড়ের মধ্যে হঠাৎ মাটি ফেটে উঠল, আর সেখান থেকেই উদ্ভব হলেন জাগ্রত রক্ষাকালী মূর্তি—মা কালী হাতে তলোয়ার আর অন্য হাতে এক রাক্ষসের কাটা মস্তক ধরে ছিলেন। তাঁর গলায় ছিল খুলি-মালা, তাঁর রুদ্ররূপ এতটাই ভয়ঙ্কর ছিল যে, উপস্থিত সকল দুষ্ট আত্মা মুহূর্তেই ভস্ম হয়ে গেল।

মা কালী রামেশ্বর গিরিকে বললেন—

> “এই স্থান আমার আশ্রয়স্থল হবে। যারা ধর্মের পথে থাকবে, আমি তাদের রক্ষা করব। যারা অন্যায়ের পথে যাবে, আমি তাদের ধ্বংস করব।”

এরপর সেখানে প্রতিষ্ঠা করা হয় "শ্রী শ্রী রক্ষাকালী মন্দির"। আজও সেই মন্দিরে মানুষ যায় দুঃখ ও বিপদ থেকে মুক্তির আশায়। অনেকেই বলেন, মা কালী এখনো মাঝে মাঝে রাত্রিবেলায় মন্দির চত্বর ঘুরে বেড়ান। আর যেই মন্দিরে মা স্বয়ং উপস্থিত, সেখানকার শক্তি কি কখনো মিথ্যা হতে পারে?

এক সময়ের এক তীর্থস্থান ছিল এই গাছতলা। বহু বছর আগে এখানে বড় করে পূজা হতো। দূর-দূরান্ত থেকে ভক্তেরা আসতেন মাটির তৈরি দেবী ...
06/07/2025

এক সময়ের এক তীর্থস্থান ছিল এই গাছতলা। বহু বছর আগে এখানে বড় করে পূজা হতো। দূর-দূরান্ত থেকে ভক্তেরা আসতেন মাটির তৈরি দেবী প্রতিমা নিয়ে। হোম-যজ্ঞ, ঢাক-ঢোল, আর ধূপধুনোর গন্ধে মুখরিত থাকত আশপাশ।

কিন্তু সময় বদলেছে।

শহর বড় হয়েছে, মানুষ বদলে গেছে। এখন আর কেউ এই জায়গায় আসে না। দেবী প্রতিমাগুলো একসময় যেসব ভক্তদের চোখে আশ্রয় ছিল, আজ তারা পড়ে আছে ভাঙাচোরা অবস্থায়, গাছের গোড়ায় স্তূপ করে রাখা—অবহেলায়, অবজ্ঞায়।

শুধু এক বৃদ্ধ সাধু, যিনি এই স্থানকে জীবনের সাধনার কেন্দ্র করে তুলেছিলেন, আজও রোজ আসেন। গাছের গোড়ায় দাঁড়িয়ে প্রতিমাগুলোর দিকে চেয়ে থাকেন চোখ ভেজা করে।
তিনি যেন কাঁদছেন শুধুই প্রতিমাগুলোর জন্য নয়—কাঁদছেন মানুষে হারিয়ে ফেলা বিশ্বাস, ভক্তি আর আত্মার সংযোগের জন্য।

তার মুখে শুধু একটাই প্রশ্ন:
“ভক্তি কি শুধু উৎসবেই থাকে? অবহেলায় নয়?”

এটাই সেই নীরব যন্ত্রণার গল্প—এক সাধুর, কিছু ভাঙা প্রতিমার, আর এক মৃতপ্রায় তীর্থভূমির।

এক সময়ের এক গরিব বৃদ্ধা, যার জীবনে ছিল শুধু কষ্ট আর অবহেলা। সবাই তাকে দূরে ঠেলে দিয়েছিল, সে থাকত এক নোংরা নর্দমার পাশে। ...
05/07/2025

এক সময়ের এক গরিব বৃদ্ধা, যার জীবনে ছিল শুধু কষ্ট আর অবহেলা। সবাই তাকে দূরে ঠেলে দিয়েছিল, সে থাকত এক নোংরা নর্দমার পাশে। একদিন সে অসুস্থ হয়ে পড়ে, কোনো আশ্রয় ছিল না—তখনি হঠাৎ মা কালী সেখানে উপস্থিত হন।

মা কালী তাকে নিজের কোলের উপর শুইয়ে নেন, চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। বৃদ্ধা চোখ বন্ধ করে বলে, “মা, এ জীবনে কেউ কোনোদিন ভালোবাসেনি।” মা কালী কোনো কথা বলেন না, শুধু মমতাময় স্পর্শে জানিয়ে দেন—“আমি আছি, আমি ছিলাম, আর চিরকাল থাকব।”

সেই দিন থেকে লোকজন বলে, ওই জায়গায় গেলে এখনো কালী মায়ের করুণার ছায়া অনুভব করা যায়…

"ভক্তের কষ্ট কখনো ঈশ্বর অদেখা রাখেন না।"

শুধু একটিবার ছোঁয়া…শহরের এক কোণায়, নর্দমার ধারে বসে ছিলেন বৃদ্ধা শিউলি মা। একসময় ছিলেন সংসারের আলো, এখন একাকিত্বের অন্ধ...
04/07/2025

শুধু একটিবার ছোঁয়া…

শহরের এক কোণায়, নর্দমার ধারে বসে ছিলেন বৃদ্ধা শিউলি মা। একসময় ছিলেন সংসারের আলো, এখন একাকিত্বের অন্ধকারে। সন্তানরা ব্যস্ত নিজের জীবন নিয়ে, আর সমাজের কাছে তিনি শুধু এক "অচল বোঝা"।

তিনদিন উপোস। ক্লান্ত শরীর আর ভাঙা মন নিয়ে চোখ বন্ধ করেছিলেন, মনে মনে বলছিলেন, “হে মহাদেব, আর সহ্য হয় না… তোমার কাছে যাচ্ছি…”

ঠিক তখনই হঠাৎ এক স্নিগ্ধ হাত এসে ছুঁয়ে দিল তাঁর মাথা। চোখ খুলে দেখলেন—এক অপরিচিত, কিন্তু অচেনা নয়। জটা, ত্রিশূল, আর এক আশ্চর্য শান্ত চেহারা। মহাদেব দাঁড়িয়ে আছেন তাঁর পাশে। কোনো শব্দ নয়, শুধু চোখের ভাষায় বললেন—“আমি তো আছি…”

শিউলি মায়ের চোখ বেয়ে নেমে এলো দুই ফোঁটা জল। দীর্ঘদিন পর মনে হলো—তিনি একা নন।

জয় মা তারা-Joy Maa Tara🌺🌺
23/06/2025

জয় মা তারা-Joy Maa Tara🌺🌺

তারা মায়ের কৃপা হোক সকল প্রানীর উপর।
20/06/2025

তারা মায়ের কৃপা হোক সকল প্রানীর উপর।

মা কালী হচ্ছেন একমাত্র জাগ্রত দেবী! একমাত্র রক্ষা কর্ত্রী।🔱🌺
19/06/2025

মা কালী হচ্ছেন একমাত্র জাগ্রত দেবী! একমাত্র রক্ষা কর্ত্রী।🔱🌺

মায়ের রূপে জগৎ আলো। জয় মা তারা🔱🌺
18/06/2025

মায়ের রূপে জগৎ আলো। জয় মা তারা🔱🌺

তারা মায়ের চরণ খানা🌺
17/06/2025

তারা মায়ের চরণ খানা🌺

মা তুমি আনন্দময়ী🌺
17/06/2025

মা তুমি আনন্দময়ী🌺

"যে আমায় ডাকবে হৃদয়ের গভীর থেকে, আমি তার ভিতরেই তাণ্ডব নৃত্য শুরু করবো।"
16/06/2025

"যে আমায় ডাকবে হৃদয়ের গভীর থেকে, আমি তার ভিতরেই তাণ্ডব নৃত্য শুরু করবো।"

Address


Alerts

Be the first to know and let us send you an email when Kanta Babu-কান্ত বাবু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kanta Babu-কান্ত বাবু:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share