12/07/2025
মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে প্রাণ হারাল এক তরুণ – সোহাগ।
সে কারও ভাই ছিল, কারও বন্ধু, কারও একমাত্র ভরসা।
হাসপাতালের মতো একটি জায়গা, যেখানে মানুষ জীবন বাঁচাতে আসে—সেইখানেই একটা তরতাজা জীবনকে নির্মমভাবে কেড়ে নেওয়া হলো।
এই কি আমাদের সমাজ?
এই কি আমাদের নিরাপত্তা?
একজন তরুণ রক্তাক্ত হয়ে পড়ে থাকল, আর চারপাশের মানুষ শুধুই তাকিয়ে রইল!
প্রশাসন নিশ্চুপ, খুনিরা বেপরোয়া।
সোহাগ শুধু একটি নাম নয়, সে আমাদের ঘুমন্ত বিবেকের প্রতিচ্ছবি।
আজ সে মরেছে, কাল হয়তো আমি বা আপনি…
আমরা আর চুপ থাকতে পারি না।
আমরা এই নির্মম হত্যার বিচার চাই—তড়িৎ, দৃশ্যমান এবং দৃষ্টান্তমূলক।
আমরা চাই, সোহাগের রক্ত যেন আর কোনো মায়ের কোল খালি না করে।