11/05/2025
মালিবাগ সরকারি কলোনিতে গিয়েছিলাম অন্য একটি ম্যাগট আক্রান্ত কুকুরের ট্রিটমেন্ট দিতে হঠাৎ দেখা হল মিষ্টি এই কুকুরটির সাথে। মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে চোখে পড়লো তার মুখের নিচে এই টিউমারের মতো জিনিসটা। মনে পড়লো ওর পিক আমি আগে একবার পেয়েছিলাম অন্য একজনের মাধ্যমে। পিক নিয়ে বিভিন্ন গ্রুপে পোস্ট ও করেছিলাম। কোন রিপ্লাই কেউ দিতে পারেনি। আজ তার সাথে সরাসরি দেখা হয়ে গেলো। শুধু চেহারা নয়, স্বভাবে ও সে খুবই শান্ত। মুখের টিউমারটির মতো অংশটা নরম। খাবার দিলে খেলো। ওর এটাতে কোন সমস্যা হচ্ছে কিনা, বা এ থেকে আবার খারাপ কিছু হতে পারে কিনা অভিজ্ঞজনেরা মতামত দিয়ে জানাবেন। সেইসাথে এটাও জানাবেন এর প্রতিকার কি হতে পারে?