আহলেহাদীছ পরিবার

  • Home
  • আহলেহাদীছ পরিবার

আহলেহাদীছ পরিবার সার্বিক জীবনে যারা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ নিঃস্বার্থ অনুযায়ী মেনে চলবে,তাঁরাই প্রকৃত আহলেহাদীছ। �

04/10/2025

|🔴 LIVE.. সরাসরি সম্প্রচার
🕌 আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ মেহেরপুর যেলার উদ্যোগে
🕋 যেলা-উপযেলা কর্মপরিষদ প্রশিক্ষণ ২০২৫
🗓️ তারিখ : ৪ অক্টোম্বর ২০২৫ ইং
⏰ সময় : শনিবার সকাল ১০ ঘটিকা।
🌍 স্থান : গোভীপুর আহলেহাদীছ জামে মাসজিদ, মেহেরপুর।

01/10/2025

আন্দোলন এবং জম‌ঈতের কামড়াকামড়ি আর পছন্দ হচ্ছে না তাই একটা সংগঠনে অন্তর্ভুক্ত হোক আর না হয় নতুন কোন চিন্তা ধারনা করার প্রয়োজন রয়েছে,আন্দোলনের মসজিদে জম‌ঈয়তের আলিমরা গিয়ে খুতবা দিতে পারে না,জ‌ম‌ঈয়তের মসজিদে গিয়ে আন্দোলনে খুতবা দিতে পারে না,

আন্দোলনের সম্মেলনে জম‌ঈয়তের কেউ উপস্থিত হতে পারেনা,জম‌ঈয়তের সম্মেলনে আন্দোলনের কেউ উপস্থিত হতে পারেনা

এমন কি যারা দল মুক্ত যেমন ডক্টর আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ডক্টর সাইফুল্লাহ ডক্টর ইমাম হোসেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ অনেক আলেমরা আছে দল মুক্ত উনারা ও দলীয় কোন মসজিদে গিয়ে খুতবা দিতে পারেনা কারণ শুধু দলীয় কামড়াকামড়ির জন্য ইল্লা মাশাআল্লাহ,

দলীয় অনেকের অপছন্দ হচ্ছে গিয়ে সালাফি এই নামটির উপরে এলার্জি রয়েছে,আমরা সালাফি মিডিয়া নামে একটা মিডিয়া আমাদের অনলাইনে রয়েছে যেটার কার্যক্রম শুরু হয় ২০১২ সাল থেকে তখন থেকে, মিডিয়ার নাম সালাফি থাকার কারণে অনেক শায়েখদেরকে আমাদের প্রশ্ন উত্তর গ্রুপে নিতে পারি নাই,

সালাফি নামের উপর ঘৃণা কেন থাকবে একজন আহলে হাদিস হয়ে,আপনারা হয়তো মনে করছেন আমি ভুল বলছি আসুন বাস্তব একটা ঘটনা তুলে ধরী, সালাফি কনফারেন্স যখন শুরু হয় শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠানে ইতিহাস দেখেন সালাফি কনফারেন্স নাম কারণে দলীয় কত শায়েখ কনফারেন্সের বিরোধীতা করেছেন হিসাব ছাড়া আমার কথা বিশ্বাস না হলে আব্দুল্লাহ ভাইয়ের সাথে কথা বলেন বুঝতে পারবেন,

এবার আসুন সালাফি এসোসিয়েশন নিয়ে কিছু কথা
আগেই বলেছি সালাফী নামের উপরে এলার্জি রয়েছে
যদি সালাফি নামের জাগাতে আহলে হাদিস এসোসিয়েশন নাম থাকতো তাহলে হয়তো অনেকে বিরোধীতা করত না,আল্লাহ তাআলা ভালো জানেন,

বাংলাদেশে এই পর্যন্ত সালাফি নাম দিয়ে কেউ কোন কিছু করতে পারে নাই,শুধুমাত্র সালাফি কনফারেন্স বছরে যে কয়েকটি প্রোগ্রাম হয় এই প্রোগ্রাম ব্যতীত
সালাফি নামের উপর কোন কিছু বাংলাদেশে নাই

যে কারণে সালাফি এসোসিয়েশন করা হয়েছে সেটার মূল কারণ কি আসুন জেনে নেই

বাংলাদেশে আহলে হাদিস মসজিদ মাদরাসা যখন ভাঙ্গা হয় বেদআতিরা যখন দখল করে নেয়ে
তখন জম‌ঈয়তের আওতায় যেসব মসজিত রয়েছে সেগুলোর উপর আক্রমণ আসলে জম‌ঈয়তে সেগুলো দেখে এবং সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা অস্বীকার করছি না,

আন্দোলনের যেইসব মসজিদ মাদ্রাসা রয়েছে সেই মসজিদ গুলোর উপর আক্রমণ আসলে আন্দোলন সেইটুকু দেখে এবং তারা স্বয়ং মাঠে গিয়ে কাজ করে,

কিন্তু এর বাহিরে যেত মসজিদ মাদ্রাসা রয়েছে এই মসজিদ গুলোর উপর মাদ্রাসা গুলোর উপর আক্রমণ আসলে দলীয় কেউ সেখানে গিয়ে উপস্থিত হয় না হয়তো ভিডিও বার্তা দিয়ে দুই একটা কথা বলে লেখার মাধ্যমে দুই একটা কথা বলে এই পর্যন্তই সীমাবদ্ধ,
এর মাধ্যমে কোন উপকার হয় না আমি মনে করি,

মাঝেমধ্যে দেখা যায় আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই যেখানে মসজিদ মাদ্রাসার উপর আক্রমণ হয় সেখানে উনি উপস্থিত হন উনিও ব্যস্ত মানুষ কত জায়গাতে আর উপস্থিত হবেন,

বাংলাদেশে শত শত আহলে হাদিস মসজিদ হানাফিরা দখল করে তাদের কবলে রেখেছে যেমন আমার মসজিদটি, দলীয় কেউ কথা না বলার কারণে এই মসজিদগুলা হানাফিদের দখলে রয়েছে দলীয় কামড়াকামড়ির কারণে শত শত মসজিদ মাদ্রাসা আহলে হাদিসদের আওতাভুক্ত নয়,এর দায় কে বহন করবে?

এখন বলুন সালাফি এসোসিয়েশন বানানোল পিছনে কারা দায়ী কি জন্য এসোসিয়েশন করা হলো?

আমার তদন্ত দলীয় কামড়াকামড়ি কারণে
একটি প্লাটফর্মে এসে কখনো কাজ করতে পারবে না
আর একটি প্লাটফর্মে যদি না আসে তাহলে কামড়াকামড়ি ও বন্ধ হবে না,

ছুটে মুখে অনেক কথা বলেছি ভুল হলে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন গালি না দিয়ে জাযাকাল্লাহ খায়ের : খন্দকার ফয়সাল

যেমন খুশি তেমন সাজো।একটা কমিটি দিয়েছে যাদের নাম  দিয়েছে তারাই বিষয় টা জানেনা।এইসব ফাদ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে।What ...
27/09/2025

যেমন খুশি তেমন সাজো।একটা কমিটি দিয়েছে যাদের নাম দিয়েছে তারাই বিষয় টা জানেনা।এইসব ফাদ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে।What a wastage!
এইটার মাস্টার মাইন্ড কে?

20/09/2025

|🔴 LIVE.. সরাসরি সম্প্রচার
🕌 আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ মেহেরপুর যেলার উদ্যোগে
🕋 যেলা-উপযেলা কমিটি পুনর্গঠন ও সুধী সমাবেশ ২০২৫
🗓️ তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং
⏰ সময় : রোজ : শনিবার, সকাল ১০ ঘটিকা।
🌍 স্থান : উত্তর শালিকা আহলেহাদীছ জামে মসজিদ, মেহেরপুর।

বাঙালি এখনো আলেম চিনলো না বেদাতিকে বলে শাইখুল হাদিস, আর কুরআন এবংসহিহ সুন্নাহর আলেমকে বলে ইহুদী-খৃষ্টানের দালাল।
09/09/2025

বাঙালি এখনো আলেম চিনলো না বেদাতিকে বলে শাইখুল হাদিস, আর কুরআন এবংসহিহ সুন্নাহর আলেমকে বলে ইহুদী-খৃষ্টানের দালাল।

তথাকথিত আহলেহাদীছরা ইদানিং আবার প্রফেসর ড. গালিবের বিরুদ্ধে  শুরু করেছে। আর সঙ্গে মাদানী আহলেহাদীছরাও ঢালাউভাবে প্রপাগান...
05/09/2025

তথাকথিত আহলেহাদীছরা ইদানিং আবার প্রফেসর ড. গালিবের বিরুদ্ধে শুরু করেছে। আর সঙ্গে মাদানী আহলেহাদীছরাও ঢালাউভাবে প্রপাগান্ডা শুরু করেছে। কিছু বলবো না ভাবছিলাম। কিন্তু না বলে আর চুপ থাকা যাচ্ছে না।

বিশাল বিশাল মাদানী ও সোকল্ট আহলেহাদীছরা প্রফেসর ড. গালিবের বিরুদ্ধে মূলত কয়েকটি অভিযোগ ফেসবুকে ফলাও করে প্রচার করছে। যেগুলো আমার নজরে পড়েছে সেগুলো হলো : যথা:-

১. প্রফেসর ড. গালিব জামা'আত ভাঙ্গা লোক।
২. টাকা আত্মসাৎকারী।
৩. একজন বিশাল মাদানী বলেছে যে, আজীবন স্বঘোষিত আমীর থাকবেন স্যার ( আমার ফেসবুক পোষ্টে কমেন্ট করেছে)।
৪. প্রফেসর ড. গালিব সংগঠনের মধ্যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
৫. প্রফেসর ড. গালিব একজন সবচাইতে আহলেহাদীছদের মধ্যে ফ্যাসিবাদী নেতা ( অন্য আহলেহাদীছ সংগঠনের একজন গুরুত্বপূর্ণ নেতা এই মন্তব্য করেছে)।

বিঃদ্রঃ :- এগুলোর উত্তর দিবো ইনশাআল্লাহ।

ইনশাআল্লাহ আগামী ৮ তারিখ সৌদি আরবের ধর্মমন্ত্রী ডক্টর শায়খ আব্দুল লতিফ বিন আব্দুল আযীয আলুশ শাইখের আমন্ত্রণে রাষ্ট্রীয় ম...
03/09/2025

ইনশাআল্লাহ আগামী ৮ তারিখ সৌদি আরবের ধর্মমন্ত্রী ডক্টর শায়খ আব্দুল লতিফ বিন আব্দুল আযীয আলুশ শাইখের আমন্ত্রণে রাষ্ট্রীয় মেহমান হিসেবে পবিত্র ওমরা সফরে যাচ্ছেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ ও আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক।

25/08/2025

♻️ দিনাজপুর জেলা জমঈয়ত কার্যালয় স্থাপনের লক্ষ্যে সুধী সমাবেশ আলহামদুলিল্লাহ!!
🔴 থাকবে দৃষ্টি নন্দন মসজিদ, অডিটোরিয়াম, লাইব্রেরি, দাওয়াহ সেন্টার ও মাদরাসা কমপ্লেক্স।
🔴 প্রস্তাবিত জমির পরিমাণ 7 শতাংশ।
🔴 প্রতি শতাংশ ১৩ লক্ষ টাকা মাত্র
🔴 জমি ক্রয়ের মত স্থায়ী সাদাকাতে আপনি অংশগ্রহণ করুন। মহান আল্লাহ অত্র কমপ্লেক্স কে কবুল করুন।

🟠জমি ক্রয়ে সহযোগিতা পাঠাতে:-
দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদিস
কল্যাণ তহবিল
মুদারাবা সঞ্চয়ী হিসাব নং:-20501380203659610.
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি,দিনাজপুর।
🟠মোবাইল ব্যাংকিং বিকাশ ও নগদ:-
01306-234296
বিস্তারিত জানতে:- জনাব আব্দুল কাইয়ুম
01306-234296

29/01/2025

🔴 ইসলামী সম্মেলন চট্টগ্রাম ২০২৫
✅ আলোচক :
🎙️ ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব
◼️ চেয়ারম্যান, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড। ◼️ কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
🔰 বিষয় : হাদীছ অস্বীকারকারীদের সংশয় নিরসন।
🌺 প্রধান অতিথি :
🎙️ ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
◼️ আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
◼️ প্রফেসর (অবঃ) আরবী বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
📌 স্থান : হালিশহর বি.ডি.আর মাঠ, চট্টগ্রাম শহর।
🌺 আয়োজনে : আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, চট্টগ্রাম যেলা।

Address

Sadar

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801774024926

Alerts

Be the first to know and let us send you an email when আহলেহাদীছ পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আহলেহাদীছ পরিবার:

  • Want your business to be the top-listed Media Company?

Share